গ্যালাক্সি
এস সিরিজে সর্বশেষ সংযোজন এস ৪ স্মার্টফোনটির বিক্রির পরিমাণ এক কোটি ইউনিট
ছাড়িয়ে গেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান
স্যামসাং জানিয়েছে, চলতি বছরের এপ্রিলের শেষদিকে বাজার আসা গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটি
এক কোটি ইউনিট বিক্রির রেকর্ড গড়েছে। এটি স্যামসাংয়ের তৈরি স্মার্টফোন বিক্রিতে
দ্রুততর বিক্রির রেকর্ড বলেই প্রতিষ্ঠানটির দাবি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা
সংস্থা রয়টার্স।
স্যামসাংয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, অ্যাপলের
তৈরি আইফোনকে চ্যালেঞ্জ করে গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটি বাজারে আনার পর বিশ্বের ৬০
টি দেশে এ স্মার্টফোনটি বিক্রি শুরু হয়েছে। ১৫৫ টি দেশে ৩২৭ টি মুঠোফোন সেবাদাতা
প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এ স্মার্টফোনটি বিক্রির পরিকল্পনা করেছে বিশ্বের
বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হিসেবে খ্যাতি পাওয়া স্যামসাং। বাংলাদেশে
১৮ মে গ্রামীণ ফোনের সঙ্গে এক চুক্তিতে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস ফোরের
উদ্বোধন করেছে স্যামসাং। দেশে ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করছে স্মার্টফোনটি। এদিকে, বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, এস ৪ স্মার্টফোনটির
বিক্রি রেকর্ড ছোঁয়ায় বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ এপ্রিল থেকে মে এ তিন
মাসে প্রচুর লাভ ও বাজারে ব্যাপক দখল নেবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। জেপি
মরগানের প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি প্রান্তিকে অ্যাপলকে
ছাড়িয়ে যাবে স্যামসাং।
সূত্রঃ
প্রথম আলো, ২৩ মে ২০১৩ খ্রিঃ
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।