বিশ্বের প্রাচীন যে সাতটি বিস্ময় ছিল তার মধ্যে
সবচেয়ে প্রাচীন এবং একমাত্র বিস্ময়, যা এখনো টিকে আছে। সেটি হচ্ছে Pyramid। সবচেয়ে বড় পিরামিডটিকে ফারাও খুফুর পিরামিড এবং চেপসের পিরামিডও
বলা হয়। ২০ লাখেরও বেশি ব্লক পাথর দিয়ে এ পিরামিডটি নির্মাণ করতে সময় লেগেছিল ২০ বছর। প্রথম দিকে এর উচ্চতা ছিল ৪৮০.৬ ফুট। এটি প্রায় তিন
হাজার ৮০০ বছর ধরে মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপত্য হিসেবে আজও নিজের গৌরব ধরে রেখেছে।
মিসরের এল গিজায় নির্মিত এই পিরামিডকে পিরামিড অফ
খুফু এবং পিরামিড অফ শিওপস নামেও অভিহিত করা হয়। ২৫৬০ খ্রিস্টপূর্বে প্রাচীন মিসরের রাজা
খুফুর নির্দেশক্রমে ১৪ থেকে
২০ বছর ধরে এর নির্মাণ কাজ করা হয়। নির্মাণ কাজের পর থেকে ৩৮০০ বছর ধরে ১৪৬.৫ মিটার (৪৮০.৬ ফুট)
উচ্চতা সম্পন্ন এই পিরামিডকে পৃথিবীর সবচেয়ে বড় মানবসৃষ্ট স্থাপত্য হিসেবে বিবেচিত
হতো। যদিও ক্ষয় এবং পিরামিড
বিশেষজ্ঞের অভাবে এর বর্তমান উচ্চতা ১৩৮.৮ মিটার (৪৫৫.৪ ফুট)। সাদা আবরণ পাথর দিয়ে নির্মিত এই
পিরামিডটির প্রতি প্রান্ত ২৩০.৪ মিটার (৭৫৫.৯ ফুট) লম্বা।
প্রতি প্রান্তে ৪৪০টি মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। প্রতিটি পাথরের দৈর্ঘ্য ০.৫২৪ মিটার।
পিরামিডটির আনুমানিক ওজন ৫৯ লাখ টন। পিরামিডের আয়তন প্রায় ২৫ লাখ ঘন মিটার।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।