পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধতম ও বিখ্যাত সভ্যতাগুলোর
একটি হচ্ছে ইনকা সভ্যতা। আর এই ইনকাদের হারিয়ে যাওয়া একটি আধুনিক শহর হচ্ছে মাচুপিচু।
এটিকে সূর্যনগরী নামেও ডাকা হয়।
ইতিহাসবিদদের গবেষণায় এ শহর সম্পর্কে অজানা সব তথ্য ওঠে এলেও অনেক রহস্যেরই এখনো পর্যন্ত
কূলকিনারা করতে পারেননি তারা। অনেকের ধারণা পেরুর Machu Picchu হচ্ছে ইনকা সভ্যতার
সবচেয়ে পরিচিত নিদর্শন, যাকে 'ইনকাদের হারানো শহর' বলা হয়।
আন্দিজ পর্বতমালা পেরুর অংশের দিকে একটি পর্বতের
চূড়ায় অবস্থিত ইনকাদের সেই হারানো শহর মাচুপিচু। এখন অবশ্য গোটা পাহাড়টির নাম হয়ে
গেছে মাচুপিচু। সেখানে শহরটির
অবস্থান ছিল অত্যন্ত সুরক্ষিত। অন্যদের পক্ষে এই শহর খুঁজে পাওয়া যেমন দুষ্কর ছিল, তেমনি খুঁজে
পাওয়ার পর শহরটিতে আক্রমণ করতে গেলেও কেউ সুবিধা করতে পারবে না। পাহাড়ের এক পাশ চূড়া থেকে একেবারে
খাড়াভাবে ৬০০ মিটার নিচে
উরুবাম্বা নদীর পাদদেশে গিয়ে মিশেছে। অন্যদিকে হুয়ানা পিচু নামের আরেকটি পর্বত খাড়া ওঠে গেছে
আরও কয়েক হাজার ফুট উঁচুতে। সুতরাং দুই দিক দিয়েই শহরটি প্রাকৃতিকভাবেই বেশ নিরাপদ
ছিল। এ কারণে শহরটিকে ইনকাদের
প্রাচীন দুর্গনগরী নামেও ডাকা হয়।
মাচুপিচু শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ মিটার (৭,৮৭৫ ফুট) উঁচুতে অবস্থিত। অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ চূড়া তাজিন ডং (১২৩১
মিটার) এর প্রায় দ্বিগুণ উচ্চতায় অবস্থিত এই শহরটি! এত উঁচুতে কীভাবে তারা একটা
আস্ত শহর তৈরি করে ফেলল সেটাই
সবচেয়ে বড় রহস্য। তাও আবার অনেক বছর আগে। মাচুপিচু নির্মিত হয়েছিল প্রায় ৫৫০ বছর আগে, ১৪৫০ সালের দিকে।
এর ১০০ বছর পরেই স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করে। ধ্বংস করে ফেলে তাদের বেশির ভাগ
শহরই। কিন্তু কী আশ্চর্যের বিষয়
হলো ওরা মাচুপিচু শহরটি খুঁজেই পায়নি! এদিকে মানুষজন না থাকার কারণে শহরটিও ধীরে ধীরে পরিত্যক্ত
হয়ে পড়ে। কয়েকশ বছর ধরে তো মানুষ এই ঐতিহাসিক শহরটিকে খুঁজেই পায়নি। এরপর ১৯১১ সালে
হাইরাম বিংহাম নামের এক মার্কিন
ঐতিহাসিক মাচুপিচু শহরটি আবিষ্কার করেন।
সূত্রঃ বাংলাদেম প্রতিদিন, ১৮-০৭-২০১৩
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।