সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Xp is Shutting Down Today

Xp is Shutting Down Today




আজ সেই বহুল প্রতীক্ষিত ০৮ এপ্রিল ২০১৪ Windows XP আজ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে ২০০১ সালে যাত্রা শুরু করার পর থেকে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে Operating System এর জগতে রাজত্ব করার পর Microsoft বাধ্য হয়ে বিদায় জানাল সর্বকালের সেরা জনপ্রিয়তা পাওয়া এই Operating System কে Windows XP কে একসাথে Microsoft এর সফলতা এবং বিপলতা বলা হয়ে থাকে 


সফলতা হলো এটি অতীতের আরেক জনপ্রিয় Operating System Windows 98 কেও পিছনে ফেলে খুব দ্রুত পৌঁছে যায় বিশ্বের সব জায়গায়, উঠে আসে জনপ্রিয়তার শীর্ষে আর বিপলতা হলো XP পরবর্তী Operating System গুলোর ব্যর্থতা বা কম জনপ্রিয়তার জন্য দায়ী করা হয় XP কে যেমন Windows Vista ছিল Microsoft এর ব্যর্থ Operating System এর একটি যার জন্য একমাত্র দায়ী করা হয় Windows XP কে অথচ Windows7 এর প্রায় সমান যোগ্যতায় ছিল Vista কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠানও Vista কে স্বাগতম জানায় নি সেই সময়

যাই হোক -Microsoft তার সর্বকালের সেরা এই Windows XP কে আর চালিয়ে যেতে চায় না তার কারণ হলো Security System বিগত কয়েক বছরে কম্পিউটার প্রযুক্তি এগিয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে তার মধ্যে যুক্ত হয়েছে সাইবার হামলা সাইবার হামলা থেকে ডাটা সুরক্ষিত রাখা অনেক বড় চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে Operating System নির্মাতাদের ইজ্জত রক্ষার লড়াইয়ে Microsoft যে সবার শীর্ষে তা বলার অপেক্ষা নিশ্চয় রাখে না সেই দিক থেকে Microsoft XP কে বর্তমান সময়ে Securityর জন্য মোটেও নির্ভরযোগ্য OS বলা যায় না এবং Microsoft ও শেষ পর্যন্ত তা মেনে নিয়েই একে বিদায়ের কথা বলে আসছিল গত কয়েক বছর ধরে যা আজকেই কার্যকর হয়ে গেল বর্তমানে Internet বা Networking ছাড়া কম্পিউটারের সংখ্যা হাতে গোনা বলেলেই চলে আর Internet বা Networking এ সংযুক্ত হওয়ার সাথে সাথে Computer এর Security অনেকটা চলে যায় অন্যের হাতে যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন Operating System এর দক্ষতা Windows XP যখন যাত্রা শুরু করে তখন এর Security নিয়ে কারো প্রশ্ন ছিল না কিন্তু এক্সপির উপর থেকে এখন এই নির্ভরতা কমে গেছে। কারণ প্রযুক্তি তখন এতটা এগোয় নি বর্তমান সময়ের সাথে তুলনা করলে তখনকার কম্পিউটার প্রযুক্তিকে শিশুকালই বলা যায় সব দিক দিয়ে বিচার করলে XP ছিল তখনকার সময়ের সেরা একটি OS পরবর্তীতে বিভিন্ন সময়ে Microsoft এর জন্য Hotfix এবং Update Service Pack বের করে একে আরো শক্তিশালী OS এ পরিণত করে কিন্তু সময়তো আর থেমে থাকে না প্রযুক্তির অগ্রগতি সবকিছুকে পরিবর্তন করে দিয়ে XP কে ছাড়িয়ে গেছে অনেক আগেই বর্তমান প্রযুক্তির সাথে চ্যালেঞ্জ করার মত তেমন সাহস এখন আর এক্সপির নেই মাইক্রোসফট এখন থেকে এক্সপির জন্য কোন Hotfix বা Update Service Pack বের করবে না বা অন্য কোন ধরনের সহযোগিতা করবে না তাছাড়া এখন থেকে XP Compatible Program এর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে তাই মাইক্রোসফট তাদের নতুন OS কে গ্রহণ করার জন্য ইউজারদেরকে পরামর্শ দিচ্ছে এবং সেই পরামর্শ গ্রহণ করাই উচিত

কী হবে এক্সপিরঃ
মাইক্রোসফ যখন ঘোষনা দিয়েই দিল তখন এক্সপির কী হবে, আমরা কি তাহলে এক্সপি ব্যবহার করতে পারবো না সেই প্রশ্নটা এখন সবার মাইক্রোসফট ঘোষনা দেয়ার সাথে সাথেই যে আপনাকে এক্সপি ছাড়তে হবে আসলে বিষয়টা সেই রকম নয় আপনি চায়লেই চালিয়ে যেতে পারেন এর জন্য মাইক্রোসফট আপনার জন্য মামলা করবে না বা আপনাকে কোন ঝামেলায় ফেলবে না তাই XP এর যুগ শেষ হতে আরো অনেক সময় আছে কারণ পুরাতন বা দুর্বল প্রকৃতির পিসিগুলোর জন্য Windows XP ই হলো একমাত্র ভরসা তাছাড়া এতে Activation নিয়ে ঝামেলা না থাকায় সব ধরনের ইউজারের জন্য এটির বিকল্প আর নেই বললেই চলে যারা Internet/Networking/Developing ইত্যাদি কাজে কম জড়িত তারা নির্ধিদ্বায় এক্সপি চালিয়ে যেতে পারেন তবে সাথে ভাল মানের একটি Antivirus এবং Firewall ব্যবহার করা এবং এগুলো নিয়মিত Update রাখা খুব জরুরী

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।