সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: MS .Net Framework 3.5 Offline Install in Windows 8 and 8.1

MS .Net Framework 3.5 Offline Install in Windows 8 and 8.1

MS .Net Framework Windows এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ সফটওয়ারও .Net Framework ছাড়া install করা যায় না Software গুলোর উপর ভিত্তি করে .Net Framework version ও ভিন্ন হতে পারে তম্মধ্যে বেশি ব্যবহৃত Version টি হলো 3.5 যাতে পূর্বের ভার্সন 2.0 & 3.0 যুক্ত আছে এটি Windows 7 এর সাথে Integrated থাকে ফলে Windows 7.Net Framework 3.5 ইনস্টল করার প্রয়োজন পড়ে না অপর দিকে Windows 8 and 8.1.Net Framework 4.5 Integrated থাকলেও .Net Framework 3.5 নেই ফলে .Net Framework 3.5 লাগবে এমন কোন সফটওয়ার ইনস্টল করতে গেলে উপরের মত মেসেজ আসে আপনার যদি Net Connection থাকে তাহলে Install this Feature এর মাধ্যমে তা ইনস্টল করে নিতে পারেন কিন্তু যদি Net Connection না থাকে তাহলে আপনি Windows 8 Disk থেকেও তা ইনস্টল করে নিতে পারেন চলুন নিয়মটা দেখি


কাজটি খুব কঠিন নয় নিচের যেকোন একটি কমান্ড দিয়েই কাজটি করে নিতে পারেন ওখানে সবুজ চিহ্নিত H এর জায়গায় আপনার Windows 8 Disk/USB Flash Drive Letter দিতে হবে  

DISM /Online /Enable-Feature /FeatureName:NetFx3 /All /LimitAccess /Source:H:\sources\sxs

OR

Dism /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:H:\sources\sxs /LimitAccess



যারা কমান্ডটি ব্যবহার করতে না চান তারা আমার ছোট্ট টুলটি ডাউনলোড করেও কাজটি করতে পারেন এ জন্য প্রথমে Windows 8 Disk/USB Flash Drive (যেটা দিয়ে Windows Install দিয়েছেন)টি পিসিতে প্রবেশ করান তারপর আমার টুলটি রান করুন নিচের মত আসবে।


আপনার Windows 8 Disk/USB Flash Drive Letter টি দিয়ে এন্টার দিন।


কিছুক্ষণ পর কাজ শেষ হয়ে DOS Window চলে যাবে।

এবার আপনার Control Panel>Programs and Features>Turn Windows Features on or Off এ গিয়ে চেক করে দেখুন .Net Framework 3.5 Installed হয়ে গেছে

 মানে আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে আরো বিস্তারিত Microsoft

Download: .Net Framework 3.5Installer

Offline Command:
যারা Windows 8/8.1 Customize করেছেন তারা ইচ্ছা করলে Customization এর সময়ই .Net Framework Add করে দিতে পারেন। এ জন্য নিচের কাজগুলো করুন।
১। Windows 8/8.1 DVD কপি করে এক জায়গা রাখুন। ধরে নিলাম F ড্রাইভে Win8.1 ফোল্ডারে রেখেছেন।

২। Windows Customization Tool or Wim Editing Tool দিয়ে Windows 8/8.1 এর Install.wim File টি Mount করুন। ধরে নিলাম F ড্রাইভে Win8.1Mounted ফোল্ডারে Mount করেছেন

৩। এবার নিচের কমান্ডটি প্রয়োগ করুন।

1 টি মন্তব্য:

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।