সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Windows 7,8,8.1 Customizing Tool - উইন্ডোজ কাস্টমাইজ করার দারুন কয়েকটি টুল

Windows 7,8,8.1 Customizing Tool - উইন্ডোজ কাস্টমাইজ করার দারুন কয়েকটি টুল



Windows XP বের হওয়ার পর অনেকে অনেকভাবে Customize করেছেন XP কে Customize করার জন্য অনেক Third Party Tool বের হয়েছিল সময়ের প্রয়োজনে আমরাও Windows XP Customize নিয়ে পরিপূর্ণ টিউটোরিয়াল তৈরি করেছিলাম আমার ব্লগে এবং Techtunes একইভাবে Windows 7 বের হওয়ার পরও এটিকে Customize করার জন্য বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করেছেন তবে এক্সপির মত Windows 7 Customization এর উপর তেমন বেশি Third Party Tool বের হয় নি এরপরও অল্প কয়েকটি টুল রয়েছে যা দারুন কাজের যারা খুব বেশি Windows 7 Customize করার প্রয়োজনীয়তাবোধ করছেন তাদের জন্য wim Editing Tool বা wim Customizing Tool টুলগুলো নিয়ে লিখবো সবগুলো Tool Free তেই ব্যবহার করা যাবে। এগুলোর পাশাপাশি NTLite ও দেখতে পারেন।


rt7lite:

Windows 7 Customize করার জন্য সম্ভবত এটি প্রথম Third Party Tool এটি দিয়ে আপনি Windows 7 কে Unattended থেকে শুরু করে Customize করার প্রচুর অপশন পাবেন এটাতে রয়েছে নতুন Theme, Software, Driver ইত্যাদি Add করার সুবিধা প্রয়োজনমত Product Key, User ID, User Information Add করতে পারবেন যাতে Setup এর সময় কিছু করতে না হয় এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে বিস্তারিত জানতে হলে আপনাকে Tool টি ব্যবহার করতে হবে Online Search দিলে এটি নিয়ে ভাল ভাল টিউটোরিয়াল পাবেন

Download: Homepage, Softpedia


WinToolkit:

 

Windows 7 Customize করার জন্য এটি আরেকটি Advanced Tool এটি দিয়ে আপনি Addons, Driver, Gadget, Language Pack, Theme, Merge wim File, Update Pack ইত্যাদি এড করতে পারবেন এছাড়া Windows থেকে কিছু Remove করতে চায়লে সেই কাজেও এটুলটি আপনাকে সাহায্য করতে পারে এটি দিয়ে আপনি Windows এর কোন ইমেজকে Customize করার পর Make ISO সহ সব কাজই করতে পারবেন টুলটি ছোট হলেও অসংখ্য গুরুত্বপূর্ণ Feature রয়েছে এটিতে শিরোনামের Screenshot টি দেখুন যদি ঐ রকম একটি All in One Disk তৈরি করতে চান তাহলে নিঃসন্দেহে এ টুলটি আপনার জন্য একটি Perfect Customization Tool হতে পারে আর বিস্তারিত টিউটোরিয়াল বা কোন সাহায্য দরকার হলেও Author রয়েছেন আপনার অপেক্ষায় আপনি যেকোন পরমার্শ বা সহযোগিতা চায়লে পাবেন Wincert Forum  

Download: wincert, Softpedia


GImage:


ছোট্ট একটি টুলের মধ্যে কি অসাধারণ গুণ থাকতে পারে তা এটুলটি ব্যবহার না করলে বুঝতে পারবেন না এটি দিয়ে আপনি Windows Image কে Mount, Unmount, Image Information, Image Add –Delete, Capture ইত্যাদি কাজ করতে পারবেন আমার নিচের Screenshot টি দেখুন ওটি Windows 7 SP1 এর Genuine ISO দিয়ে তৈরি Pre Activated Windows 7 Disc  যাতে সবগুলো ভার্সন বাদ দিয়ে শুধু দুটি ভার্সন রেখেছি। আর তা করা হয়েছে শুধু এ টুলটি দিয়ে। 


এটি দিয়ে আপনি Windows 7 এর কোন ফাইল এডিট করে তা রিপ্লেস করতে পারবেন যেমন আমি ওটাতে Default Wallpaper এবং User Picture ও পরিবর্তন করেছি ফলে Windows 7 Installed  হওয়ার পর নিচের মতই দেখা যাবে 


সব মিলিয়ে টুলটি আপনাকে দারুন কাজ দেবে যদি আপনি Customize এর কাজ করতে চান 

Download: Homepage, Softpedia

টিপসঃ আমি এখানে কোন টিউটোরিয়াল লিখছি না কারণ এ টুলগুলো দিয়ে যে কাজগুলো করা যায় তা টিউটোরিয়াল লিখে শেষ করা যাবে না আপনি যদি শুধু Unattended Disc তৈরি করতে চান যা দিয়ে Installed করতে গেলে Yes, No, Accept ইত্যাদি তথ্য দিতে হবে না তাহলে আপনি আমার Windows 7,8, 8.1 Customize পোষ্টটি দেখতে পারেন আর যদি Customize করতে চান তাহলে এটুলগুলো নিয়ে কাজ করুন পাশাপাশি Power ISO, Ultra ISO বা এ ধরনের টুলগুলো থাকলে আরো কাজ দেবে Customization এর জন্য সামান্য কিছু ধারনা নিতে পারেন-7zip দিয়ে ISO টা Extract করুন বা DVD থেকে ফাইলগুলো কপি করুন হার্ডডিস্কের কোন জায়গায় Source Folder এর ভিতর install.wim নামে একটি ফাইল পাবেন ওটাকেই Customize করতে হবে প্রথমে Un mount/Dismount করতে হবে তারপর আপনার সমস্ত Customization করবেন Customized করার পর আবার  Mount করবেন আপনি All in One Genuine Windows 7 Disk তৈরি করতে চায়লে এখানে যান এবং x86 আর x64 এর যেকোন দুটি ভার্সন ডাউনলোড করুন তারপর কাজ শুরু করুন নতুন ইউজার হলে প্রথমে ঝামেলাই পড়বেনতবে লেগে থাকলে অবশ্যই সফল হবেন Windows 7 পারলে Windows 8, 8.1 ও কাস্টমাইজ করতে পারবেন।  কারণ উভয়ের ফাইলের ধরণ একই। আপনার শুভ কামনায় আজ এতটুকুই

 

৪টি মন্তব্য:

  1. Windows 8.1 customize করা যাবে না ? অথবা ৮.১ কাস্টোমাইজ করা নিয়ে টিউন করার অনুরোধ রইল

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. customize সবটাকে করা যায়। আপনি কিভাবে চাচ্ছেন বলেন। তাহলে জানাতে চেষ্টা করবো।

      মুছুন
  2. আসলে যেমন আপনি win 7 customize করার জন্য বিভিন্ন software ব্যবহার করলেন , এমন কিছু software যা দিয়ে windows 8.1 customize করা যাবে , আর উত্তর দেয়ার জন্য ধন্যবাদ ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই আপনি মনে হয় পোষ্টের শিরোনাম টা মনযোগ দিয়ে পড়েন নি-কারণ Windows 7,8,8.1
      Customizing Tool বলা হয়েছে শিরোনাম এ শুধু Windows 7 বলা হয়নি আশা করি এখন বুঝতে পেরেছেন ধন্যবাদ

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।