গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর বিগত
কয়েকদিন ধরে দখলদার ইসরায়েলি বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত এবং
প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন। তবে শঙ্কার কথা হলো, ফিলিস্তিনের গাজায় নিক্ষিপ্ত ইসরায়েলি
বোমায় ক্যান্সারের জীবানু আছে বলে দাবি করেছেন নরওয়ের অসলো ইউনিভার্সিটির অধ্যাপক
ডাক্তার এরিক ফোসে।
এরিক কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই গাজা
উপত্যকায় বাস করছেন। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম প্রেস
টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে এরিক জানান, ‘গাজায় ইসরায়েলের বোমার আঘাতে আহতদের মধ্যে ত্রিশ
শতাংশই শিশু। আহতদের অধিকাংশেরই শরীরেই প্রাণঘাতী
ক্যান্সারের জীবানু পাওয়া যাচ্ছে। ইসরায়েল
ডেন্স ইনার্ট মেটাল এক্সপ্লোসিভ (ডিআইএমই) নামের এক অত্যাধুনিক অস্ত্র ব্যবহার
করছে গাজার অধিবাসীদের উপর। এই বোমাগুলো মানবশরীরে মারাত্মক
ক্ষতিসাধন করতে পারে।’
উল্লেখ্য, গাজার
ওপর ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। হামাসের
পুলিশ প্রধানের বাড়ীর ওপর এক হামলায় তার পরিবারের ১৭ জন সদস্য নিহত হয়েছেন।
তবে পুলিশ প্রধান ব্রিগেডিয়ার তাইসের আল বাচ বেঁচে আছেন কিনা
সে ব্যাপারে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।