বিশ্বজুড়ে অন্ধত্বের অন্যতম কারণ গ্লুকোমা৷ গ্লুকোমায় চোখের ভেতরকার চাপ বেড়ে যায়, আর এটি দৃষ্টিশক্তিকে ধীরে ধীরে ক্ষীণ করে দেয়৷ গ্লুকোমায় কোনো স্থায়ী চিকিৎসা নেই৷রোগটি নিয়ন্ত্রণের জন্য সারা জীবন প্রতিদিন এক বা একাধিক চোখের ড্রপ ব্যবহার করতে হয়৷ আর নিয়মিত দিনে একাধিকবার এই ড্রপ ব্যবহার অনেক সময় হয়ে ওঠে বিরক্তিকর ও যন্দ্রণাদায়ক৷
সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল বিজ্ঞানী এই বিরক্তিকর ড্রপ দেওয়া থেকে রেহাই দেওয়ার জন্য স্মার্ট কন্টাক্ট লেন্স আবিষ্কার করেছেন, যার ভেতর গ্লুকোমার ওষুধ লাটানোপ্রস্ট দেওয়া থাকবে৷ এই কন্টাক্ট লেন্স চোখে পরার পর তা চার সপ্তাহ পর্যন্ত নির্দিষ্ট মাত্রায় চোখের ভেতর এই ওষুধ নিঃসরণ করতে থাকবে৷কারও যদি দৃষ্টিশক্তি সমস্যা থাকে, তবে এই একই লেন্সের মাধ্যমে তাঁর চশমা আর গ্লুকোমা চিকিৎসা একইভাবে চালিয়ে যাওয়া সম্ভব৷ চোখের ভেতর ওষুধ দেওয়ার নতুন এই কার্যকর পদ্ধতি মানুষকে প্রতিদিন বারবার চোখে ড্রপ ব্যবহারের যন্ত্রণা থেকে রেহাই দেবে বলে আশা করছেন বিজ্ঞানীরা৷ লাইভসায়েন্স৷
সূত্রঃ প্রথম আলো, ১৫ জুন ২০১৪খ্রিঃ
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।