সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বালকের গালে ২৩২ দাঁত!

বালকের গালে ২৩২ দাঁত!

২৩২ দাঁতের বালক আশিক (ডানে সামনে) ও ডা. সুনন্দা ধিওয়ারিসহ (বাঁয়ে সামনে) অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসক দল (ছবি : বিবিসি)

পরিণত বয়সে মানুষের দাঁত থাকে সাধারণত ৩২টিকিন্তু কারো মুখে দাঁত যদি হয় ২৩২টি, তাহলে অবস্থাটা কেমন দাঁড়ায়ভারতে ১৭ বছর বয়সী আশিক গাবাই নামক এক বালকের সন্ধান পাওয়া গেলে যার মুখে ছিল ২৩২টি দাঁততবে এখন আর নেইসাত ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে দাঁতগুলো অপসারণ করেছেন ভারতের একদল চিকিৎসক

ভারতের মুম্বাইয়ের জেজে হাসপাতালের দন্ত বিভাগের প্রধান ডা. সুনন্দা ধিওয়ারি অস্ত্রোপচারের নেতৃত্ব দেন তিনি জানান, আশিকের ডান চোয়ালে অস্ত্রোপচার করে ২৩২টি দাঁত অপসারণ করা হয়েছে গত ১৮ মাস ধরে আশিক দাঁত নিয়ে অসহ্য যন্ত্রণায় ভুগছিলস্থানীয় চিকিৎসকরা তার মুখের অতিরিক্ত দাঁত ওঠার রহস্য উদঘাটন করতে ব্যর্থ হওয়ায় আশিক মুম্বাইয়ে আসেঅবশেষে ডা. সুনন্দা তার সমস্যা চিহ্নিত করতে সক্ষম হন চিকিৎসকরা আশিকের অবস্থাকে 'খুবই বিরল' এবং বিশ্বে এ ধরনের ঘটনা 'রেকর্ড' বলে অভিহিত করেন ডা. সুনন্দা জানান, আশিকের দাঁতগুলো মুক্তার দানার মতো গুচ্ছ অবস্থায় ছিলটিউমারের কারণে এ অবস্থা হয়েছে বলে তিনি মনে করেন এতগুলো দাঁত তারা কীভাবে অপসারণ করলেন- এমন প্রশ্নের জবাবে ডা. সুনন্দা জানান, দাঁত তোলার জন্য সাধারণত যেসব শল্য যন্ত্র ব্যবহার করা হয়, সেসব যন্ত্র ব্যবহার করেই আশিকের দাঁতগুলো তোলা হয়েছে
তথ্যসূত্র : বিবিসি অনলাইন


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ২৪ জুলাই ২০১৪খ্রিঃ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।