সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বালিতে ফোন চার্জ!

বালিতে ফোন চার্জ!


সমুদ্রসৈকতে হাটছেন একাকীমুঠোফোনটি কানেঅপরপ্রান্তে বান্ধবীর সুরেলা কণ্ঠ মিলিয়ে যাচ্ছে সমুদ্রের গর্জনেজানতে চাইল- ‌'জান, তুমি কবে ফিরছ? কতদিন তোমাকে দেখি না' উত্তরটা দিতে যাবেন এই সময় 'টুট' করে একটি সিগনাল দিয়ে চার্জ ঘাটতির কারণে বন্ধ হয়ে গেল সেটটিরাগে তখন ফোনটিকে আছাড় মারতে চাওয়াটা খুব একটা হয়ত দোষের হবে নাএমন অবস্থা সত্যিই খুব বিরক্তিকরকিন্তু এই সমস্যারও সমাধান বের করেছেন ক্যালিফোর্নিয়ার এক গ্র্যাডস্টু়ডেন্ট জাকারি ফেভার্সএবার শুধু সমুদ্রতটের বালিতে কিছুক্ষণের জন্যে আপনাদের মোবাইলফোনটি ঢুকিয়ে রাখলেই ফোনটি পেয়ে যাবে জীবনীশক্তি

একটি গবেষণায় জানা গেছে, বালিতে প্রচুর পরিমাণে সিলিকন থাকে যা লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করতে খুবই কার্যকরিলিথিয়াম-আয়ন ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ উপাদান গ্রাফাইটসিলিকনের ব্যবহারে অনেক বেশি কার্যকরভাবে চার্জ স্টোর করা সম্ভব হয়তবে সমস্যা একটাইবৃহত্‍‌ পরিমাণে সিলিকন তৈরি করা একটু অসুবিধেরশুধু তাই নয়, এর গুণগত মানও খুব তাড়াতাড়ি কমে যায়কিন্তু ফেভার্স একটি গবেষণার মাধ্যমে এই সমস্যারও সমাধান বের করেছেনএকটি সিলিকন প্রোটোটাইপ ব্যাটারি তৈরি করেছেন তিনিতার দাবি এই ব্যাটারি বর্তমানে মোবাইলে ব্যবহৃত ব্যাটারির থেকে তিনগুণ বেশি সময় পর্যন্ত কাজ করবেএই টেকনলজির জন্যে পেটেন্টও ফাইল করেছেন জাকারি


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন, ১৮ জুলাই ২০১৪খ্রিঃ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।