সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বেশি বেশি ঘাম কি রোগের লক্ষণ?

বেশি বেশি ঘাম কি রোগের লক্ষণ?


কেউ কেউ আছেন, গরমকালে আর্দ্র আবহাওয়ায় এত ঘামেন যে মনে হয় গোসল সেরে এসেছেনভিজে চুপচুপে হয়ে যায় জামাকাপড়, কাপড়ে ঘামের দাগ লাগে, দুর্গন্ধ হয়, ভারি বিব্রতকর ব্যাপারগুলোঘামের মাধ্যমে আমাদের শরীর উষ্ণ আবহাওয়ায় তাপমাত্রা হারায়ফলে শরীর শীতল হয়এটি দেহের একটি প্রতিরোধমূলক ব্যবস্থাকিন্তু মাত্রাতিরিক্ত ঘাম হওয়াটা কখনো রোগের উপসর্গ হতে পারে বৈকি ঘাম কি রোগের কারণে?


-জ্বর হলে ও জ্বর ছাড়ার সময় দেহ তাপমাত্রা দ্রুত হারায় ও প্রচুর ঘাম হতে পারেএটি স্বাভাবিক ব্যাপারআবার ব্যায়াম বা ভারী কায়িক শ্রমেও ঘাম হবেইকারও কারও উদ্বেগ বা টেনশনে ঘাম হয়সাধারণত উদ্বেগজনিত রোগে হাত-পায়ের তালু বেশি ঘামেওজনাধিক্য ও স্থূল ব্যক্তিরাও বেশি ঘামেনএটা দেহের বিপাক ক্রিয়ার সঙ্গে জড়িত

-থাইরয়েড হরমোনের আধিক্য হলে অতিরিক্ত ঘাম হতে থাকেএর সঙ্গে থাকে ওজন কমে যাওয়া, বুক ধড়ফড়, হাত-পা কাঁপা ইত্যাদি উপসর্গডায়াবেটিসের রোগী হঠাৎ খুব ঘামতে থাকলে সতর্ক হবেনরক্তে শর্করা কমে গেলে এমন হতে পারেসঙ্গে সঙ্গে গ্লুকোমিটারে শর্করা পরীক্ষা করুন, কম থাকলে চিনি বা শর্করাজাতীয় খাবার গ্রহণ করুন

-বুকে ব্যথা ও ঘামতে থাকা হার্ট অ্যাটাকের লক্ষণএ ধরনের সমস্যা হলে সাবধান হওয়া উচিতনানা ধরনের ওষুধ আছে, যাতে বেশি ঘাম হয়চিকিৎসককে সে বিষয়ে বলুন

-কিছু ক্যানসার, যেমন লসিকা গ্রন্থির ক্যানসারে প্রচুর ঘাম হয়এই ঘাম বেশি হয় রাতের বেলাআড্রিনাল গ্রন্থির টিউমার ফিওক্রমোসাইটোমাতেও প্রচুর ঘাম হয়যক্ষ্মা রোগীরও বেশি ঘাম হয়রাত্রিকালীন ঘামের সঙ্গে জ্বর জ্বর ভাব, কাশি, লসিকা গ্রন্থি ফোলা, দুর্বলতা ইত্যাদি আছে কি না খেয়াল করুন 

-মেনোপজের পর নারীদের হঠাৎ গরম লাগে, ভাঁপ বোধ হয় ও প্রচুর ঘাম হয়একে হট ফ্লাশ বলেবিষয়টা কষ্টদায়ক হয়ে উঠলে চিকিৎসকের শরণাপন্ন হবেনএর সুচিকিৎসা আছে

ঘাম কি ক্ষতিকর?
আগেই বলেছি, ঘাম একটি শারীরবৃত্তীয় ব্যাপারবেশি ঘাম হলে কোনোÿক্ষতির আশঙ্কা তেমন নেইতবে অস্বাভাবিক ঘাম রোগের লক্ষণ হতে পারে বলে আনুষঙ্গিক বিষয়গুলো লক্ষ রাখা উচিতখুব গরম আবহাওয়ায় বা রোদে বাইরে কাজ করলে অতিরিক্ত ঘামের কারণে পানিশূন্যতা হতে পারে, সে ক্ষেত্রে অবসন্ন বোধ করলে প্রচুর পানি বা স্যালাইন খেয়ে নেওয়া উচিত 


ডা. মৌসুমী মরিয়ম সুলতানা
মেডিসিন বিভাগ
ইউনাইটেড হাসপাতাল



সূত্রঃ প্রথম আলো, ০৬ জুলাই ২০১৪খ্রিঃ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।