সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ফল খাওয়ার পর পানি খাওয়া না খাওয়া

ফল খাওয়ার পর পানি খাওয়া না খাওয়া


অনেকে বলেন, ফল খেয়ে জল খায়, যম বলে আয় আয়অনেকে আবার চা খাওয়ার পর পানি খেতে বারণ করেনএগুলোর কোনওটিরই কোনও ভিত্তি নেইবরং দাঁত সুস্থ রাখতে হলে যে কোনও খাবারের পরই মুখ পরিষ্কার করা উচিততা সম্ভব না হলে কমপক্ষে একটু পানি মুখে নিয়ে কুল-কুচা করে গিলে ফেলা যায়


আর মিষ্টি জাতীয় খাবারের পর অবশ্যই পানি দিয়ে মুখ ও দাঁত পরিষ্কার করা উচিততা না হলে ব্যাকটেরিয়া খুব সহজেই আক্রমণ করতে পারেফলস্বরূপ দাঁতের ক্যারিজ দেখা দিতে পারেঅর্থাৎ দাঁতে গর্ত সৃষ্টি হয়ে পুরো দাঁত নষ্ট হয়ে যেতে পারে, যাকে অনেকে বলেন পোকায় ধরাআমরা যেসব ফল খাই তার অধিকাংশই মিষ্টিতেমনি চায়ের মধ্যেও থাকে চিনিকাজেই ফল বা চা খাওয়ার পর পানি না খাওয়ার পক্ষে কোন যুক্তি নেইবরং পানি খেয়ে দাঁতকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করাটাই বুদ্ধিমানের কাজতবে টক জাতীয় ফল খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খেলে অনেক সময় দাঁত শির শির করতে পারেআবার বেশ গরম চা খাওয়ার পরপরই ঠাণ্ডা পানি না খেয়ে একটু পরে পানি খাওয়া উচিত

ডা. মঈনুল ইসলাম হাসিব
খাজা ইউনুস মেডিকেল কলেজ ও হাসপাতাল




সূত্রঃ যুগান্তর, ০১ ফেব্রুয়ারী ২০১৩খ্রিঃ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।