তাড়াহুড়োতে লাইন ভেঙে ঢুকে পড়লেন। কিন্তু বুঝলেন কাজটা ঠিক
হয়নি। তাই নিজের খাবারের দাম তো দিলেনই, পাশাপাশি যে দু'জনকে টপকে তিনি ঢুকেছিলেন, তাদের খাবারের দামও
পরিশোধ করলেন। ততক্ষণে তো আশপাশের লোকজনের মুখ বিষ্ময়ে 'হা' হয়ে গেছে! কারণ ব্যক্তিটি খোদ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এমনই মজাদার মুহূর্তের সাক্ষী রইল অস্টিন শহরের
একটি রেস্তোরাঁ।
গত বৃহস্পতিবার অস্টিনে ডেমোক্র্যাট পার্টির একটি সভায় উপস্থিত
হয়েছিলেন বারাক ওবামা। সভা শেষে বিস্তর খিদে পাওয়ায় গিয়ে হাজির হন
ফ্রাঙ্কলিন বারবিকিউতে। এটি অস্টিন শহরের একটি বিখ্যাত রেস্তোরা। সেখানকার অলিখিত নিয়ম আছে
সবাইকে লাইন দিয়ে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে খাবার কিনতে হবে। প্রথমটায় ওবামা লাইনে
দাঁড়ান। কিন্তু দেরি হচ্ছে দেখে লাইন ভেঙে এগিয়ে যান সামনে। রাষ্ট্রপতিকে কী আর কিছু
বলা যায়! রেস্তোরার মালিক আরন ফ্রাঙ্কলিন শুধু বলেন, "কেউ লাইন ভেঙে এলে আমি
খাবার দিই না। শুধু আপনি দেশের রাষ্ট্রপতি বলে আপনাকে দিচ্ছি।"
এ কথায় বেজায় অস্বস্তিতে পড়ে যান ওবামা। দেখেন, যে দু'জনকে টপকে তিনি এসেছিলেন, তারা গম্ভীর মুখে তাকিয়ে আছেন। তখন তাদের কাছে ক্ষমা
চেয়ে নেন। আর বলেন, "এদের যা দরকার, সেটা দিয়ে দিন। আমি দামটা দিয়ে দিচ্ছি।" ওবামা নিজের জন্য দু'পাউন্ড মাংস কেনেন। আর ওই দু'জন, ব্রুস ফিনস্ট্যাড ও ফেইথ ফিনস্ট্যাডকে কিনে দেন ছ'পাউন্ড মাংস। তার পর লোকজনের সঙ্গে সামান্য বাক্যালাপ করে বিদায়
নেন। রেস্তোরার মালিক আরন ফ্রাঙ্কলিন জানান, আট পাউন্ড মাংস বাবদ ৩০০ ডলার খরচ করেছেন রাষ্ট্রপতি। তবে রেস্তোরায় বসে খাননি, নিজের বিমানে খাবেন বলে পার্সেল করে নিয়েছেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।