সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Start Menu in Windows 8 and 8.1

Start Menu in Windows 8 and 8.1





Microsoft এর Windows 7 পরবর্তী Operating System হলো Windows 8. এই ভার্সনে Windows  Operating System এর অন্যতম আকর্ষন Start Menu টা বাদ দিয়ে দেয় মাইক্রোসট। তাই অনেক ইউজারই তখন একমাত্র Start Menu সমস্যার কারণে অনেক Feature আর Security সমৃদ্ধ Windows 8 ব্যবহার করে নি। পরবর্তী আরো আকর্ষনীয় Windows 8.1 ও ছাড়া হয় Start Menu ছাড়া। কিন্তু বিভিন্ন ব্লগে লেখালেখির পর Microsoft এর বোধোদয় হয় এবং পরবর্তী আপডেটে Start Menu’র জন্য Patch ছাড়ার ঘোষনা দেয়। শেষ পর্যন্ত Patch না ছাড়লেও Start Menu কে আরো আধুনিক করে তাদের পরবর্তী OS Windows 10 Preview নিয়ে আসে। তাই Windows 8 বা 8.1 এ আর Start Menu যুক্ত হবে আশাকরা যায় না। তবে ইতিমধ্যে বিভিন্ন টুল বের হয়েছে যা দিয়ে Windows 8 বা 8.1Start Menu যুক্ত করা যায়। তেমন দুটি ফ্রী টুল নিয়ে আলোচনা।



Start Menu 8 নাম দিলেও এটি Windows 8.1 এও কাজ করে। যেমন আমি Windows 8.1 x64 এ ব্যবহার করে দেখেছি। এটি দিয়ে Start Menu যুক্ত করার পাশাপাশি Start Menu User Picture পরিবর্তন করা যায়, Start Menu Icon পরিবর্তন করা যায় Start Menu Add/Remove করা সহ আরো বেশ কয়েকটি কাজ করা যায়। ভাল লাগলে ব্যবহার করে দেখতে পারেন।



Download: Home, Majorgeeks, Softpedia, CNET 




Start Menu X:


উপরের টুলটির মত Start Menu’র জন্য আরেকটি টুল হলো Start Menu X। এটি আরো দারুন। এর Free আর Pro দুটি ভার্সন রয়েছে। ফ্রী ভার্সনেই আমাদের চাহিদা মিটে যাবে। Install করার পর এর Taskbar Icon পাবেন।
ওটাতে ক্লিক করলেই পাবেন সুন্দর Start Menu। ওটার উপর রাইট ক্লক করলে আরো অনেক অপশন রয়েছে। Options... এ গিয়ে আপনি নিজের মত আরো অনেক সেটিংস পরিবর্তন করতে পারেন। ভাল লাগলে ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ এটি Windows 8 আর 8.1 এ কাজ করে।

Download: Home, Softpedia,
 

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।