সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Add "Accessories" Menu on Desktop Context Menu in Windows 7

Add "Accessories" Menu on Desktop Context Menu in Windows 7




Windows এর বেশকিছু গুরুত্বপূর্ণ Tool রয়েছে All Programs Menu এর অধীনে থাকা Accessories Sub Menu তে। Tool গুলো বিভিন্ন সময় আমাদের কাজে লাগে। আর যখন রান করার দরকার পড়ে তখন Start Menu>>Al l  Programs>Accessories গিয়ে আনতে হয় যা সময় সাপেক্ষ। তাই এটি যদি Desktop Context Menu তে নিয়ে আসা যায় তাহলে Accessories Tool গুলো রান করতে কম সময় লাগবে যা দ্রুত কাজ করতে সহায়ক হবে।

Windows Version ভেদে রেজিস্ট্রি সেটিংস এ পার্থক্য থাকায় Windows 7 এর সব ভার্সনের জন্য আলাদা আলাদাভাবে Reg file রয়েছে। তাই আপনার Windows Version অনুযায়ী উপযুক্ত Reg file Run করুন। আর হ্যাঁ, Reg file টি রান করতে Administrative User হতে হবে। বিস্তারিত জানতে User Account সম্পর্কে পড়ুন। Menu টি যুক্ত করার পর যদি মনে হয় সেটা Remove করতে হবে তাহলে বাদ দেয়ার জন্য Remove File টি রান করতে পারেন। Windows 7 এর জন্য তৈরি করা হলেও Windows 8 বা পরবর্তী ভার্সনেও Reg file গুলো কাজ করবে। তবে সব ভার্সনে সবগুলো Accessories টুল নাই। যে গুলো নাই সেগুলো রান করবে না। তবে ইচ্ছা করলে Registry file Edit করে কোন টুল Add/Remove করতে পারেন।

২টি মন্তব্য:

  1. সুন্দর পোষ্ট । কামরুল ভাই ! কন্টেন্ট মেনু কিভাবে কাস্টমাইজ করা যায় তার একটা পোষ্ট করবেন আশা করি ।

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।