সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: পরোপকারী এক চালকের গল্প

পরোপকারী এক চালকের গল্প


দুস্থ ও গরিব রোগীদের বিনা ভাড়ায় প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে আনা-নেওয়া করা হয়জরুরি অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজেও নেওয়া হয়’ এমন বিজ্ঞাপন চোখে পড়ে আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের দেয়ালেবিজ্ঞাপনে দেওয়া মুঠোফোন নম্বরে ফোন করলে অপর প্রান্তে ধরেন অটোরিকশাচালক দিলীপ কুমার দাশ। 


বিজ্ঞাপন তিনিই দিয়েছেন বলে জানালেনসপ্তাহে ছয় দিন অটোরিকশা চালালেও এক দিন হাসপাতালের রোগী পরিবহন করেন তিনিএ বছরের ২৬ মার্চ থেকেই এমন কাজ করছেন তিনিপ্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা ফোন করেন তাঁকেতিনি তাঁদের পৌঁছে দেন হাসপাতালে। দিলীপ কুমার দাশের বাড়ি আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামে সপ্তাহের প্রতি বুধবার তিনি খাসখামা, গুজরা ও উত্তর ইছাখালীর গিরব রোগীদের বিনা ভাড়ায় আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রেে আনা নেওয়া করেনতা ছাড়া রোগীর অবস্থা বেশি খারাপ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও নিয়ে যান। কেন এ রকম উদ্যোগ নিলেন জানতে চাইলে বলেন, ‘মনের কষ্ট দূর করতে এটি করি, আর বুধবার একজন রোগীও নিতে না পারলে খুব খারাপ লাগে’ কথায় কথায় জানা গেল তাঁর জীবনের গল্পস্ত্রী ও তিন সন্তান নিয়ে তাঁর সংসার একসময় ঢাকায় একটি কারখানায় কাজ করেছিলেনএরপর আবার ফিরেছেন নিজের গ্রামে মানুষের জন্য কিছু একটা করবেনএমন ভাবনা থেকেই এই উদ্যোগ


রোগী বহনের সময় বিড়ম্বনারও শিকার হতে হয়এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর অটোরিকশার নিবন্ধন গ্রামের হওয়ায় রোগী নিয়ে শহরে গেলে মাঝেমধ্যে পুলিশ ধরেএকবার পুলিশের এক কর্মকর্তা বললেন, ‘দিনে মানুষের উপকার করছ, এখন আমাদের উপকার করো’ গত বুধবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় দিলীপ যথারীতি রোগী নিয়ে এসেছেনকথা হয় গ্রাম থেকে দিলীপের অটোরিকশায় আসা শ্বাসকষ্টের রোগী সালেহা (৫৪) বেগমের সঙ্গেতিনি বলেন, ‘দিলীপের গাড়ি না পেলে হয়তো ডাক্তারের কাছেই আসা হতো নাশুধু আমি নই, আমাদের তিন গ্রামের গরিব রোগীদের বড় ভরসা সে’ আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা জামাল বলেন, ‘বুধবার দিলীপ ভাড়া ছাড়াই তাঁর তিন গ্রামের রোগী পরিবহন করেন, এটা বিশাল ব্যাপারদিলীপের মতো ব্যক্তিরা আছেন বলেই এখনো সমাজটা এখনো সুন্দর

সূত্রঃ প্রথম আলো, ২৮/১২/২০১৪ খ্রিঃ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।