যারা Hardware Troubleshooting এর কাজ করেন তাদের জন্য Windows RE বা Windows Recovery Environment দরকারী জিনীস। যখন Windows Boot করে না বা Boot Failure হয় তখন Windows RE এর দরকার পড়ে। একে Windows Repair Disk ও বলা হয়ে থাকে। Repair ছাড়াও আরো বেশ কিছু
কাজের জন্য Recovery Environment ব্যবহার করা হয়ে
থাকে। এটি সম্পর্কে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। কারণ আমরা Create Repair Disk এবং Use Repair Disk নিয়ে ইতিপূর্বে পোস্ট করেছি। Windows 7/8 এ Repair Disk তৈরি করা গেলেও
Windows 8.1 এ সুবিধাটা নেই। তাছাড়া ইতিপূর্বে Multiboot Windows নিয়ে আমরা একটি কাজ করেছি যা তৈরি করতে গিয়ে আমাদের
Multiboot Windows RE এর প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই আজকে আমরা How to Create Multiboot Windows RE এবং How to use it নিয়ে টিউটোরিয়ালটি তৈরি করেছি।
প্রয়োজনীয় টুলসঃ
১। EasyBCD বা যেকোন একটি BCD Editing Tool। Easy BCD ফ্রীতেই ব্যবহার করা যায়, সাইজও ছোট এবং ব্যবহার খুব সহজ হওয়ায় BCD Editing Tool এর মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয়।
২। আপনি যেসব Windows এর Repair Disk তৈরি করতে চান সেই
Windows এর DVD/ISO। যারা Multiboot Windows তৈরি করেছেন তারা একই
DVD/ISO ব্যবহার করবেন। অর্থাৎ Windows 7 32bit Ultimate En Repair করার জন্য Windows 7 32bit Ultimate En এর DVD/ISO ফাইলই দরকার হবে। Repair করার জন্য Installed Windows এর Version টা একই হওয়া খুবই
জরুরী। অন্যথায় Error Massage দেখাতে পারে।
৩। একটি পেনড্রাইভ। হার্ডডিস্কেও কাজটি করা যায়। তবে এতে নতুনরা একটু ঝামেলায় পড়তে পারেন। তাই আমি কাজটি পেনড্র্রাইভেই দেখিয়েছি। Repair Disk এর সাইজ কত হতে পারে সেই অনুযায়ী একটি পেনড্রাইভ নির্বাচন করতে পারেন। আমি আপাতত 16GB একটি নিয়েই কাজটি
করলাম।
How to Prepare:
১। প্রথমে আপনার প্রধান Windows এর পুরো DVD/ISO ফাইলটি কপি করে
নিন, Install.wim ফাইলটি বাদ দিয়ে। প্রধান বলতে আপনার Multiboot Windows এ যে Sources ফোল্ডারটি ব্যবহার করেছেন আমি সেটাই বুঝাচ্ছি। পূর্ববর্তী পোস্টে আমাদের প্রধান Sources ফোল্ডারটি ছিল Windows 8.1 x86 En। আপনি যদি ঐ Multiboot Windows টি’র সাথে এই Multiboot
Windows RE টি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ২য় বার
প্রধান Sources ফোল্ডারটি কপি করতে হবে না। পূর্ববর্তী পোস্টে তৈরি করা Multiboot
Windows টি’র সাথে এ Multiboot Windows RE টি ব্যবহার করার উদ্দেশ্য নিয়েই আমি টিউটোরিয়ালটি তৈরি করেছি। তাই আমি আমার এই পেনড্রাইভে Windows 8.1 x86 En কপি করবো না।
এবার একে একে অন্যান্য Sources ফোল্ডারগুলোও কপি
করে নিন Install.wim ফাইলটি বাদ দিয়ে। যেহেতু একাধিক Sources ফোল্ডার একই নামে
একই জায়গায় রাখা যাবে না তাই Sources Folder টি Rename করে নিতে পারেন নিজের মত। আমার নিচের স্ক্রীনশটটি দেখুন। আমি এখানে চারটি Sources ফোল্ডার কপি করেছি নিজের মত নাম দিয়ে।
২। Boot ফোল্ডারের ভিতর bcd ফাইলটি’র একটি কপি তৈরি
করুন (Copy and Paste)। আমরা এই ফাইলটি এডিট
করবো তাই এর একটি Backup Copy রাখা দরকার।
৩। EasyBCD Tool টি রান করুন। File>Select BCD Store এ ক্লিক করুন।
নিচের মত মেসেজ আসলে OK দিন।
পেনড্রাইভে থাকা Boot ফোল্ডারের ভিতর bcd ফাইলটি Browse করে দিন।
৪। নিচের মত Windows Setup এর Menu দেখতে পাবেন। bcd ফাইলটিতে একটাই Menu আছে।
৫। এখন Add New
Entry>WinPE তে যান। এখানে Type, Name, Path আছে। Type=WIM Image
(Ramdisk), Name এর ঘরে পছন্দমত নাম দিন। তারপর Browse Button এ ক্লিক করে পেনড্রাইভে থাকা Sources ফোল্ডার থেকে আপনার নাম অনুযায়ী Boot.wim ফাইলটি দেখিয়ে দিন। তারপর Add Entry বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ পর Successful Massage পাবেন। অর্থাৎ Menu Add হয়েছে।
৬। উপরের ৫নং নিয়ম অনুসরণ করে অন্য Boot.wim ফাইল দিয়ে বাকি Menu গুলোও তৈরি করে ফেলুন।
৭। এবার Edit Boot Menu তে যান। ৫ আর ৬ নং এ Add করা আপনার Menu গুলো এখানে দেখা
যাবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন Up, Down, Rename, Delete দিয়ে যথাক্রমে কোন Menu কে উপরে, নিচে নিতে পারেন, Rename বা Delete করতে পারেন। এছাড়া Default Option থেকে যেকোন একটি Default করতে পারেন। এরপর Timeout Option থেকে Menu Waiting Time কমিয়ে/বাড়িয়ে নিতে পারেন। কোন পরিবর্তন করার
পর Save Settings দিন।
UEFI Mode এ ব্যবহার করার জন্য efi\microsoft\boot এ থাকা bcd ফাইলটিও একই নিয়মে
Edit করে একই Boot Menu গুলো আবার Add করুন। অর্থাৎ ২নং থেকে ৭নং কাজ আবার করুন।
৮। আপনার পেনড্রাইভে NST নামে একটি ফোল্ডার তৈরি হবে যার ভেতর boot.sdi ফাইল থাকতে পারে। এটি Delete করবেন না। আপনার Multiboot Windows RE তৈরি হয়ে গেছে।
How to Create Disk:
যারা পেনড্রাইভের বদলে CD/DVD ব্যবহার করতে চান
তারা পেনড্রাইভের ফাইলগুলো দিয়ে Bootable Windows RE Disk তৈরি করতে পারেন। এ জন্য আপনার Ultra ISO/Power ISO এর মত যেকোন একটি
ISO টুল দরকার হবে। নিচে দেখুন।
১। Ultra ISO রান করুন। File>Open (Ctrl+O) এর মাধ্যমে যেকোন একটি Windows ISO এড করুন। তারপর সবগুলো Select করে Delete করে দিন।
২। Action Menu থেকে Add Files../Add
Directory... এর মাধ্যমে আপনার পেনড্রাইভের সব Files/Folder Add করে নিন।
৩। কাজ শেষে File>Save as... থেকে একটি নাম দিযে সেভ করে নিন। আপনার Bootable Windows RE Disk তৈরি হয়ে গেছে।
How to Use:
Windows Repair Disk Creating এবং How to use Windows Repair Disk সম্পর্কে আমাদের
পূর্ব অভিজ্ঞতা আছে। তাই এর ব্যবহার নিয়ে
নতুন করে লেখার দরকার নেই। আমাদের তৈরি করা
Windows Repair Disk রান করালে নিচের মত Menu আসবে যা আমরা উপরের ৫ আর ৬নং স্টেপে তৈরি করেছিলাম। আমি আমার মত করে Menu তৈরি করেছি।
যারা Autounattend.xml ব্যবহার করবেন তারা Windows Repair Disk
ব্যবহার করার জন্য Autounattend.xml ফাইলটিকে রিনেম করে রাখবেন। না হয় Repair Option টার বদলে নিচের মত
Error দেখতে পাবেন।
Using with Autounattend.xml - বিকল্পঃ
যদি Autounattend.xml ফাইলটি’র সাথে Repair Disk ব্যবহার করাটা খুব জরুরী হয় বা ব্যবহার করতেই হয় তাহলে আপনাকে DOS Command জানতে হবে। বেশি না মাত্র দুটি কমান্ড দরকার হবে। Autounattend.xml ব্যবহারের ফলে Repair Option এর বদলে উপরের মত মেসেজ আসলে ঐ অবস্থায় Shift+F10 চাপুন। নিচের মত Command Prompt চালু হবে।
এখানে আমরা প্রথমে cd recovery এবং এরপর recenv কমান্ড প্রয়োগ করবো। অর্থাৎ আমরা প্রথমে Recovery ফোল্ডারে প্রবেশ করবো। তারপর ওখানে থাকা Recenv.exe ফাইলটি রান করাবো। (যাদের কমান্ডটি
মনে থাকবে না তারা dir কমান্ড প্রয়োগ করতে পারেন।)
তাহলে আপনার সামনে Recovery করার জন্য Option আসবে। আপনি Language Select করে Next Step এ যাবেন। বাকিটা নিশ্চয় জানাই আছে।
আসলে আপনার টিউন এর তুলনা হয়না স্যার
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন