যারা Windows 7 Setup করেছেন তারা নিশ্চয় জানেন কাজটি খুব
সহজ। সাধারণত একটি সফটওয়ার ইনস্টল করার মতই পুরো কাজটি করা
যায় খুব সাধারণভাবে। তবে সেটাপের সময় ব্যক্তিগত তথ্য দিয়ে
Form পূরণের জন্য একটু ব্যস্ত থাকতে হয়
সেটাই সমস্যা। এ জন্য ইউজারকে কম্পিউটারের পাশে বসে থাকতে হয় কতক্ষণে
সেই স্টেপটি আসবে। কিন্তু কাজটি আগে থেকেই করে দেয়া গেলে সেটাপ নিয়ে
ইউজারকে তেমন আর চিন্তা করতে হত না। এই টিউটোরিয়ালে সেই কাজটিই আমরা করতে
যাবো। প্রয়োজনীয় সব তথ্য এবং সেটিংস আগে থেকে দিয়ে রাখবো যাতে
সেটাপের সময় আর দিতে না হয়। তাহলে Yes, Next বা এ জাতীয় কোন
তথ্য ছাড়াই আমাদের Installation শেষ হবে। এছাড়া Setup এর সময় কিছু
প্রয়োজনীয় Software ও যাতে Automatic Install হয়ে যায় তারও
টিপসটি দেখবো এখানে। এর ফলে আমাদের Setup এর সময়টা কমে যাবে অনেক। এর আগে আমরা Windows XP Unattended করেছিলাম যার মাধ্যমে একইভাবে Windows XP Setup এর কাজটিও করা যায়।
Unattended Windows 7:
Windows XP তে Winnt.sif
নামের একটি ফাইলের মাধ্যমে কাজটি করা হতো যাতে থাকতো প্রয়োজনীয় সব তথ্য। কিন্তু Vista’র পর থেকে Microsoft Windows Setup এর ক্ষেত্রে
খুব উন্নত পদ্ধতি ব্যবহার করছে। যারা XML Expert আছেন তাদের জন্য কাজটি খুব সহজ হবে
এবং নিজের মত করে Edit করতে পারবেন। আর যারা আমার মত বিশে....ষজ্ঞ (বিশেষভাবে অজ্ঞ) আছেন তাদের জন্য ফাইলটি
আমি আপলোড করে দিয়েছি। কিছুই করতে হবে না। শুধু autounattend.xml নামের ফাইলটি আপনার Windows 7 Bootable Pendrive এ কপি করে দিন। এতটুকুই আপনার কাজ। বাকি কাজ Windows করে নেবে।
আপনাকে কোন ব্যক্তিগত তথ্য দিতে হবে
না বরং Desktop আসার জন্যই
অপেক্ষা করবেন শুধু। ইচ্ছে করলে ফাইলটি Notepad দিয়ে খুলে আমার
দেয়া তথ্যগুলো আপনার তথ্য দিয়ে পরিবর্তন করে দিতে পারেন অথবা সেটাপের পরও করে নিতে
পারেন।
Windows 7 এর Bootable Pendrive তৈরির জন্য আমি Microsoft Tool ব্যবহার
করেছি যার কোন তুলনা নাই। অসাধরণ একটি টুল। এছাড়া Sardu, Yumi, Universal USB Installer, WinToFlash, Rufus, Win setup from USB, WinToBootic ইত্যাদি টুল
ব্যবহার করতে পারেন।
Unattended Windows 8 and 8.1:
Windows 7 এর মত Windows
8 বা 8.1 এ একইভাবে autounattend.xml ফাইল ব্যবহার করতে হবে। তবে Windows 7 আর 8 এর ফাইলটিতে সমান্য কিছু Option পার্থক্য রয়েছে। আপনারা নিশ্চয় জানেন Windows
7 আর 8 এর Installation Process একই নয়। তাই এ পার্থক্য। ডাউনলোড লিংকে Windows 8.1 এর জন্য Product Key সহ এবং Product Key ছাড়া দুটো ফাইল
দিয়েছি। আপনার Windows 8.1 ISO
টি Test করে দেখুন। সেটাপ দিতে যদি Product Key’র দরকার না হয়
তাহলে Product Key ছাড়া ফাইলটি
ব্যবহার করুন। আর যদি সেটাপ দিতে Product Key’র দরকার হয় তাহলে Product Key দেয়া ফাইলটি
ব্যবহার করুন। আপনার Product Key টা কাজ করে কিনা অবশ্যই আগে যাচাই করে নেবেন। প্রয়োজনে আমার Product Key টা বদলে
আপনারটি দিতে পারেন। আমি Windows 8 এর ফাইলটা Test করে দেখি নি। যেহেতু 8.1 এসেগেছে তাই 8 এর তেমন গুরুত্ব নাই। কাজেই 8.1 ব্যবহার করাই শ্রেয়। যাদের Windows
8, 8.1 দরকার তারা Windows 8, 8.1 DownloadLink পোষ্টটি দেখতে পারেন।
সেটাপের সময় কিছু কাজঃ
সেটাপের সময় কিছু কাজঃ
আগেই বলেছি যারা XML Expert তারা ফাইলটিকে
কাস্টমাইজ করতে পারবেন নিজের মত করে। এ জন্য Microsoft এর autounattend.xml Page টি দেখতে পারেন। Autounattend ফাইলে
আপনি কি কি সেটিংস Add করতে
পারেন তা Microsoft এর Windows Shell Setup Page এ দেখতে পারেন। এই ফাইলটি অনলাইনে তৈরি করতে আপনার জন্য windowsafg এবং nicholasjgross নামের দুটি সাইট রয়েছে যেখানে সব সেটিংস নিজের মত দিয়ে তৈরি করতে পারেন। এছাড়া How to make autounattend.xml বা How to make Unattended Windows 7, Windows 8.1 দিয়ে সার্চ
দিলেও অসংখ্য লিংক পাবেন।
যাক- আমি এখানে দুটি অপশন রেখেছি যা
সবার জন্য দরকার। একটি হলো Version Select এবং অন্যটি হলো Partition Option. অর্থাৎ আপনি কোন ভার্সনের OS Setup করবেন তার জন্য
Option আর কোন Partition এ OS Setup করবেন তা সিলেক্ট করারও সুযোগ পাবেন।
Partition Option এর মাধ্যমে Hard Disk এ Partition
সংক্রান্ত সব কাজ করতে পারবেন। এ দুটি কাজ ছাড়া বাকি কিছুই করতে হবে
না। যারা Original
Pre-activated Disk ব্যবহার করবেন
তাদের জন্য Desktop এর আগে আরেকটি
অপশন রয়েছে সেটা হলো Brand Logo Set করা। এটা সবার জন্য নয়, শুধু Original
Disk ব্যবহারকারীই পাবেন। এর মাধ্যমে নির্দিষ্ট ব্রান্ডের পিসি’র Logo Set করতে পারেন।
এছাড়া Install Necessary Software During Setup পোষ্টটি দেখুন যদি এর সাথে আপনি কোন Software
Add করতে চান তাহলে ।
Windows 7/8/8.1/10 এর জন্য নিচের autounattend.xml ফাইলটি ব্যবহার করতে পারেন।
Download: Autounattend.xml
Updated Autounattend.xml (Works on Windows 7-11), Language>en-US:
Download Updated File: Autounattend.xml
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন(Windows Cannot the read the productkey setting form the unattend answer file ) Arokon akta error asa win10 install korar somoy atar ke kono somadan kora jaba dhonno bad
উত্তরমুছুননিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করে দেখুন।
মুছুনVi Product key soho file tar link ta dela khobe upokar hoyto
উত্তরমুছুননিচের ফাইলটা ব্যবহার করুন। ওটাতে কী লাগবে না। Windows 7-11 পর্যন্ত কাজ করবে। ISO Download করার সময় Language=en-US দেবেন।
মুছুনhttps://drive.google.com/file/d/1pGkfCkxVomulOchYPP-aJsEK3yRSyter/view?usp=share_link
Formate option a gala Hdd Show kora na but ai file ta chara jode setup dai tahola formate option a partition show kora (UEFI Bios)
মুছুন(Windows Cannot the read the productkey setting form the unattend answer file ) মেসেজটা কি এখন শো করতেছে? আপনি কোন Windows ISO ব্যবহার করতেছেন জানা জরুরী। আমার ISO File টা আমার কাস্টমাইজ করা। আমি পার্টিশন অপশন যোগ করি নি। আপনার ISO File টাতে কোন কোন Windows Version আছে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ।
মুছুনDhonno bad ami Preactive & Orgenal Windows_10_22H2,1909 Pro agolo ta try korache
মুছুনAmr Oboso partition Option Ta Soho Lagba Win7 A jababa Deya chelan
HDD show করলে অন্য একটা পিসিতে ট্রাই করতে পারেন। বিশেষ করে ডেস্কটপ পিসিতে যেখানে USB 2 পোর্ট আছে। তারপর সমস্যাটা আরেকটু ক্লিয়ার হবে।
মুছুন