সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: বিল গেটস : নয়টি বই, নয়টি স্বপ্ন

বিল গেটস : নয়টি বই, নয়টি স্বপ্ন



                                                                      
আমি প্রথমে একজন সাধারণ উদ্যোক্তা ছিলামএরপর কোটিপতি হয়েছিআর এখন মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছিআমার সামাজিক পরিচিতি বদল হওয়ার পাশাপাশি জীবনযাপনে ও অভ্যাসেও কমবেশি পরিবর্তন হয়েছেকিন্তু একটি অভ্যাস আজও অপরিবর্তিত থেকে গেছেসেটা বই পড়ার অভ্যাসআমি যখন শুধু একজন উদ্যেক্তা ছিলাম, তখন প্রতি সপ্তাহে একটি করে বই পড়তামযখন উদ্যোক্তা থেকে কোটিপতি বনে গেলাম, তখনো সপ্তাহে একটি করে বই পড়তামএরপর যখন মানবাধিকারকর্মী হলাম, তখনো সপ্তাহে একটি করে বই পড়িবিভিন্ন সময়ে পড়া আমার কয়েকটি প্রিয় বইয়ের কথা আজ আমি বলবআমি মনে করি এই বইগুলো প্রত্যেকেরই পড়া উচিত


ট্যাপড্যান্সিংটুওয়ার্কঃ এটা ওয়ারেন বাফেটকে নিয়ে লেখা বইক্যারল লুমিসের ট্যাপ ড্যান্সিং টু ওয়ার্ক বইটি যে গভীর মনোযোগ দিয়ে পড়বে, তার মনের ভেতর অবশ্যই দুটি বিষয় খোদাই হয়ে যাবেএক. কীভাবে বাফেট তাঁর লক্ষ্যে পৌঁছালেন এবং তাঁর ক্যারিয়ারের পুরোটা সময় বিনিয়োগনীতি কী ছিলদুই. জানা যাবে ব্যবসা সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ১৯৯৬ সালে আমি এক লেখায় লিখেছিলাম যে এমন কারও সঙ্গে আমার দেখা হয়নি, যাঁর ব্যবসা সম্পর্কে স্বচ্ছ ধারণা আছেএখন পর্যন্ত আমার পর্যবেক্ষণ বিন্দুমাত্র হেরফের হয়নি ব্যবসার কলাকৌশল সম্পর্কে অধিকাংশ মানুষই অজ্ঞসুতরাং ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ ও স্বচ্ছ ধারণা পেতে হলে এই বইটি পড়া জরুরি

মেকিং দ্য মডার্ন ওয়ার্ল্ডঃ ভ্যাস্লাভ স্মিল পেশায় পরিবেশ বিজ্ঞানের অধ্যাপকতাঁর বেশির ভাগ বই জ্বালানি ও পরিবেশ নিয়েআপনাদের মনে হতে পারে মেকিং দ্য মডার্ন ওয়ার্ল্ড বুঝি জাগতিক কোনো বিষয় নিয়ে লেখা বইআসলে তা নয়আমাদের বেঁচে থাকার জন্য কতটুকু প্রয়োজন আর আমরা কতটুকু ব্যবহার করি, তা নিয়ে এই বইআমরা দেখেছি যুক্তরাষ্ট্রে ও অন্যান্য ধনী দেশে গত ১০০ বছরে কীভাবে মানুষের জীবনযাপনের মান উন্নত হয়েছেআমরা এখন চাই, এমন একটি দৈব ঘটনা ঘটুক, যার মাধ্যমে পরবর্তী ৫০ বছরের মধ্যে মানবতার সব জায়গা আমরা দখলে নিতে পারবতার আগে আমাদের জানা প্রয়োজন, আমরা আসলে কোথায় চলেছি? আমাদের গন্তব্য কোনখানে? এই বই-ই হতে পারে সেই জানার খুব চমকার একটি উ

দ্য সিক্সথ এক্সটিংশনঃপরিবেশ বিজ্ঞানীরা এটা সত্য বলে মেনে নিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে পাঁচটি বিলুপ্তির ঘটনা ঘটেছেআর এিলজাবেথ কোলবার্ট তাঁর এই বইয়ে মানুষের এমন ঘটনার বর্ণনা দিয়েছেন, যা আসলে পৃথিবীর ইতিহাসে বিলুপ্ত হয়ে যাওয়াষষ্ঠঘটনা
স্ট্রেস টেস্টঃ টিমোথি গাইথনার একবার এক মানুষের ছবি আঁকেন, যেখানে দেখা গেল মানুষটি বিশ্বব্যাপী আর্থিক মন্দার বিরুদ্ধে যুদ্ধ করছেএকই সময় দেখা গেল প্রশাসনও ভেতরে-বাইরে সমালোচনার যুদ্ধে লিপ্তঅর্থনৈতিক মন্দার রাজনৈতিক যুদ্ধটা বরবারই খুব কুসিত হয় কিন্তু জনগণ যদি এ বিষয়ে (অর্থনৈতিক মন্দা) একটুখানি জ্ঞান রাখে, তাহলেই ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়স্ট্রেস টেস্ট নিঃসন্দেহে এই জ্ঞানার্জনে সহায়তা করবে

দ্য বেটার অ্যাঞ্জেলস অব আওয়ার নেচারঃ আমি এ পর্যন্ত যতগুলো বই পড়েছি তার মধ্যে এই বইটিকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছেমানুষ যে ধীরে ধীরে অপেক্ষাকৃত কম সহিংস এবং অধিকতর মানবিক হয়ে উঠছে, স্টিভেন পিংকার এ ব্যাপারে অনেক প্রমাণ হাজির করেছেনআর সহিংস অবস্থা থেকে মানবিক অবস্থায় উত্তরণের যে প্রচলন শুরু হয়েছে হাজার বছরআগে,তাআজওঅব্যাহতআছেবইটিতে এই মানবিক বিষয়ের ওপরেই তুলনামূলকভাবে বেশি জোর দেওয়া হয়েছেআমি ব্যক্তি মানুষ হিসেবে খুবই আশাবাদী একজন মানুষবইটি আমাকে ও আমাদের প্রতিষ্ঠানের কলা কৌশল নিয়ে চিন্তা করার খোরাক জুগিয়েছে

দ্য ম্যান হু ফেড দ্য ওয়ার্ল্ডঃ লিওন হেসার নোবেলবিজয়ী নরম্যান বোলাকে নিয়ে লিখেছেন দ্য ম্যান হু ফেড দ্য ওয়ার্ল্ডযদিও অনেকেই নরম্যানের নাম জানেন না, কিন্তু তিনি বেঁচে আছেন ইতিহাসের পাতায়বলা হয় যে কোটি কোটি অনাহারী মানুষের জীবনের মধ্যে তাঁর উদ্ভাবিত নতুন জাতের বীজসংরক্ষিত আছেনরম্যান ছিলেন এমন একধরনের মানুষ, যিনি একই সঙ্গে গবেষণাগারে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং তরুণ বিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেনবইটি পড়লে বুঝতে পারবেন বার্লগ কী ভাবে কোটি কোটি মানুষেরজীবন বাঁচিয়েছেন

বিজনেস অ্যাডভেঞ্চারসঃ১৯৯১ সালের কথাআমি ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করেছিলাম, আপনার সবচেয়ে পছন্দের বই কোনটিতখন তিনি বলেছিলেন, বিজনেস অ্যাডভেঞ্চারসএটা শোনার পর বইটির ব্যাপারে আমার আগ্রহ জন্মায়আমি সংগ্রহ করে বইটি পড়িতারপরের ঘটনা বুঝতেই পারছেন, বইটি আমার প্রিয় বইয়ের তালিকায় জায়গা করে নিয়েছেজন ব্রুকসের এই বইটি পড়ে একটি বিষয় বুঝেছি, প্রত্যেক ব্যবসায়িক প্রচেষ্টার জন্য মানুষএকটি অপরিহার্য ব্যাপারআপনি সঠিক পণ্য নিয়ে ব্যবসায় নেমেছেন কি না এটা কোনো বিষয় নয়বিষয় হচ্ছে, আপনার পণ্য পাদন পরিকল্পনা এবং পণ্য বিপণন পরিকল্পনাআর এই দুই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত মানুষ নির্বাচন করাই হচ্ছে প্রধান বিষয়

দ্য বুলি পুলপিটঃ সামাজিক পরিবর্তন আসলে কীভাবে ঘটে? এটা কী কোনো নেতার অনুপ্রেরণায় ঘটে? কিংবা এই পরিবর্তনের জন্য সমাজের তৃণমূলে প্রথমত কোনো বড় ধরনের অনুষঙ্গ কাজ করে? মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট যেটা করেছিলেন, সেটা হচ্ছে বিপুলসংখ্যক মানুষকে একত্র করতে পেরেছিলেনরুজভেল্ট তাঁর ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কিছু রাজনৈতিক সংস্কার করার চেষ্টা করেছিলেনসাফল্য পেতে দেরি হয়েছে তাঁরকিন্তু শেষ পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের সমর্থন নিয়ে তিনি সফল হয়েছিলেনডরিস কেয়ার্নস গুডউইনের বইটি আপনাকে এসব জানতে সহায়তা করবে
দ্য রোজি প্রজেক্টঃ যারা অতিমাত্রায় যুক্তিবাদী, তারা এই বইয়ের নায়কের সঙ্গে নিজের মিল খুঁজে পাবেনএই বইয়ের নায়ক একজন বংশগতিবিদ্যার অধ্যাপকতিনি এমন একজন স্ত্রী খুঁজছিলেন, যাঁর কি না অ্যাসপারগার নামের রোগ আছে! গ্রেয়েম সিমসনের এই বইটি অত্যন্ত হাস্যরসাত্মক, বুদ্ধিদীপ্ত ও সাবলীল ভাষায় লেখাআমি তো এক বৈঠকেই বইটি পড়ে শেষ করে ফেলেছি!



 সূত্রঃ প্রথম আলো

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।