সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: গাড়ি চালানোর সবচেয়ে অযোগ্য শহর 'ম্যানিলা'

গাড়ি চালানোর সবচেয়ে অযোগ্য শহর 'ম্যানিলা'


গাড়ি চালানোর জন্য বিশ্বের সবচেয়ে অয়োগ্য শহর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। 'গ্লোবাল ড্রাইভার স্যাটিসফ্যাকশন ইনডেক্স' নামের এক জরিপে এ তথ্য পাওয়া যায়। শহরে যানবাহনের ভিড়, রাস্তার মান, পার্কিং সুবিধা এবং জ্বালানির দাম- ইত্যাদি ক্ষেত্রে চালকদের সুবিধা-অসুবিধার ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়।

পৃথিবীর মোট ১৬৭টি মেট্রোপলিটন এলাকায় ওয়েজ নামের একটি অ্যাপ ব্যবহার করে জরিপটি পরিচালিত হয়। জরিপে ১০ পয়েন্টের মধ্যে ০.৪ পয়েন্ট পেয়েছে ম্যানিলা। তবে ড্রাইভারের নিরাপত্তার দিক থেকে শহরটি আছে চতুর্থ স্থানে। গাড়ি চালানোর জন্য সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা, আর ব্রাজিলের রিও ডি জেনেইরো এবং সাওপাওলো। জরিপে গাড়ি চালানোর জন্য সবচেয়ে যোগ্য দেশ হচ্ছে যথাক্রমে নেদারল্যান্ডস, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি

সূত্রঃ বিডি-প্রতিদিন/৫ অক্টোবর ২০১৫/শরীফ


0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।