সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: স্বর্ণের তৈরি সেতু!

স্বর্ণের তৈরি সেতু!


সাধারণত সেতু তৈরিতে লোহা, স্টিলের পাত, ইট, পাথর, সিমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয় বলেই আমরা জানি। এ ছাড়া আর কোনো সাধারণ উপাদান থাকার কথাও নয়। তবে এসব উপাদান দিয়ে নয়, বরং স্বর্ণ দিয়ে একটি সেতু তৈরি হয়েছে! বিশ্বাস হচ্ছে না! হওয়ার কথাও নয়।

আসলে ইতালির মিলান শহরে আয়োজিত এক মেলায় পুরো স্বর্ণের তৈরি একটি সেতু প্রদর্শিত হয়েছে। স্বর্ণের এই সেতুর নকশা করেছেন চীনা চিত্রকর স্যু ইয়ং। ২৮ মিটার লম্বা ওই সেতু তৈরিতে ২০ হাজার পিছ স্বর্ণের ইট ব্যবহার করা হয়েছে। চীনের গ্রেট ওয়ালে ব্যবহৃত ইটের সমান করেই এই স্বর্ণের ইটগুলো বানানো হয়। 
সূত্র: পিইপলস ডেইলি

সূত্রঃ বিডি-প্রতিদিন/৫ অক্টোবর ২০১৫/শরীফ

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।