শীঘ্রই
বাজারে আসছে বিশ্বের সবচেয়ে পাতলা কম্পিউটার। স্পেকটা নামে নতুন এ ল্যাপটপটি বাজারজাত
করতে যাচ্ছে শীর্ষস্থানীয় পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা মার্কিন কোম্পানি হিউলেট
প্যাকার্ড (এইচপি)।পাতলা এই ল্যাপটপের পুরুত্ব মাত্র ১০ দশমিক ৪ মিলিমিটার এবং ওজন
আড়াই পাউন্ডেরও কম (১ কেজি ১০০ গ্রাম)।
এইচপি
স্পেকটা ল্যাপটপটিতে সোনালি রঙের গ্যাজেটপ্রেমীদের জন্য ব্যবহার করা হয়েছে তামার আবরণ,
যা ডিভাইসটির বাহ্যিকতায় ভিন্ন মাত্রা যোগ করেছে। এটি দেখতে অনেকটা অলঙ্কারের মতোই।
এইচপির নতুন এ ল্যাপটপে ইন্টেল কোর আই৭ প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম ও উচ্চক্ষমতার ব্যাটারি
ব্যবহার করা হয়েছে; যা ৯ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত নিরবচ্ছিন্ন পাওয়ার ব্যাকআপ দেবে।
প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রাংশসহ ল্যাপটপটির জন্য গুনতে হতে পারে ১ হাজার ১৭০ থেকে
১ হাজার ২৫০ ডলার।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।