অনলাইনে সার্চ দিলে Video Converter এর অভাব হয়
না। কিন্তু মনের মত একটি সফটওয়ার পেতে অনেক কষ্ট হয়ে যায়। তবে iwisoft এর মত অসংখ্য Feature
সমৃদ্ধ TEncoder ও আমার কাছে
অসাধারণ একটি Video Converter যা দিয়ে আপনি প্রায় সব ধরনের Video File Convert করতে পারবেন।
সফটওয়ারটি দিয়ে ইচ্ছেমত Codec দিয়ে Audio/Video File
Convert করা যাবে।
TEncoder দিয়ে Youtube সহ জনপ্রিয় ভিডিও সাইটগুলো থেকে Subtitle সহ (যদি থাকে) ভিডিও ডাউনলোড
করা যায় পছন্দমত Format এ। পছন্দের কোন ছবি দিয়ে Audio File কে পছন্দের Format এ Video বানাতে চায়লে
সফটওয়ারটি আপনার সেই চাহিদাও পূরণ করবে। এছাড়া DVD Rip করার জন্য রয়েছে DVD Ripper যা দিয়ে আপনি DVD File কে পছন্দমত Format এ Convert ও করতে পারবেন,
পারবেন নির্দিষ্ট সাইজে Crop করতে, ৯০ ডিগ্রী বা ১৮০ ডিগ্রীতে ডানে বামে Rotate করতে। মন চায়লে যেকোন ভিডিও কনভার্ট
করার আগে Preview দেখে নিতে পারবেন, পারবেন কোন নির্দিষ্ট মডেলের মোবাইল ফোনের জন্য Video Convert করতে। এছাড়া Video to GIF তো রয়েছে যার মাধ্যমে কোন ভিডিও থেকে
নির্দিষ্ট সাইজের, নির্দিষ্ট Length এর GIF ছবি তৈরি করতে পারবেন। আরো অনেক Feature
রয়েছে
ফ্রী এ টুলটিতে। ভাল লাগলে ডাউনলোড করতে পারেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।