সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Wise Program Uninstaller –যেকোন সফটওয়ার আনইনস্টল করতে দারুন কার্যকর

Wise Program Uninstaller –যেকোন সফটওয়ার আনইনস্টল করতে দারুন কার্যকর

Wise Program Uninstaller

সাধারণত কোন Installed Software Uninstall করতে গেলে আমরা Control Panel এ গিয়ে Windows এর Default Uninstaller use করে কাজটি করে থাকি। এর মাধ্যমে সহজে কোন Software Uninstall করা গেলেও Program গুলোর সব ফাইল ডিলিট হয় না বা Registry থেকেও তা পুরোপুরি মুছে যায় না বরং তার History রয়ে যায়। এতে করে Software Uninstall হলেও আমাদের Disk Space খালি হয় না এবং Registry Clean না হওয়ার কারণে পিসি স্লো ও হয়ে যায়। তাই আমরা Third Party Program Uninstaller Software ব্যবহার করে থাকি। সেই রকম একটি Program Uninstaller Software হলো Wise Program Uninstaller

Software টি Run করার সাথে সাথে সমস্ত Installed Software Scan করে List আকারে দেখায়। এর ফলে খুব দ্রুত এবং সহজে যেকোন Installed Software Uninstall করা যায়। Revo Uninstaller এর মত কোন Software Uninstall এর পাশাপাশি এটি Associated Files, Folders এবং Registry Scan করে এবং তা Delete করে যাতে করে Software পুরোপুরি Uninstall হয়ে যায়। কিছু কিছু Software কে Windows এর Default Uninstaller দিয়ে Uninstall করা যায় না। কিন্তু Wise Program Uninstaller এর Forced Uninstall Option এর মাধ্যমে সে ধরণে Software Uninstall করা যায়। 

Software টিতে Uninstall with Wise Program Uninstaller নামে একটি Option রয়েছে যার ফলে Software রান না করেও কোন Software Uninstall করা যায়। Option টি Context Menu তে থাকে এবং কোন সফটওয়ারের আকনের উপর Right Click করলেই পাওয়া যাবে। Software টি ফ্রী এবং Windows এর সব ভার্সনেই ব্যবহার করা যাবে।


0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।