সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: HDD Vs SSD কোনটা কিনবেন ?

HDD Vs SSD কোনটা কিনবেন ?


টেকনোলজি দিন দিন মানুষের হাতের মুটোয় চলে আসছে,ডিভাইস গুলো যত ছোট হচ্ছে তাদের গতি ততো বেশী হচ্ছে, জানা যাক HDD ও SSD সম্পর্কে 
SSD এর অর্থ হল Solid State Drive
HDD এর অর্থ হল Hard Disk Drive
এ এদুটু’ই হচ্ছে স্টোরেজ ডিভাইস এতে কম্পিউটারের ডাটা ব্যাকআপ রাখা হয়,কম্পিউটার কত তারাতারি অন হবে এবং ফাইল কত স্পিডে ওপেন হবে এগুলো ডিপেন্ড করে কম্পিউটারের স্টোরেজ ডিভাইসের স্পিডের উপরে,প্রথমে HDD নিয়ে আলোচনা করি।

যারা কম্পিউটার ব্যবহার করেন তারা হয়ত সবাই হার্ডডিক্স চিনবেন IBM Invented 1956 সালে প্রথম HDD অর্থাৎ হার্ডডিক্স আবিস্কার করেন,এর ভেতরে Spinning Platter এবং magnetism সাথে একটি রিড রাইড হেড তাকে যাহার মাধ্যমে ডাটা গুলো রিড এবং রাইড করা হয়,এ হার্ডডিক্সে যত স্পিডে ঘুরবে তত দ্রুত ডাটা রিড রাইড হবে,এবার বলি SSD নিয়ে,সাধারণত পেনড্রাইভ বা মেমোরি কার্ডে যে মেকানিজম ইউজ করা হয় ঠিক SSD তে সেইম মেকানিজম ইউজ করা হয়েছে,
HDD Vs SSD এ দুটোর পার্থক্য কি ?

প্রথমত HDD তে কিছু মুভিং পার্টস তাকার কারনে এটি Physical Damage হওয়ার সম্ভবনা খুব বেশি,SSD তে মুভিং পার্টস না তাকায় তুলনা মূলক ভাবে এটি Physical Damage হওয়ার সম্ভবনা নেই,HDD তে মুভিং পার্টস তাকার কারনে সাউন্ড হয় কম্পন করে একটু বেশি গরম হয়,SSD তে মুভিং পার্টস না তাকায় সাউন্ড হয়না কম্পন করেনা এবং গরম হয়না,HDD তে পাওয়ার বেশি লাগে,SSD তে খুবই কম পাওয়ার খরচ হয়,HDD যুক্ত একটি কম্পিউটার বুট হতে সময় লাগে 50 থেকে 40 সেকেন্ড,SSD যুক্ত একটি কম্পিউটার বুট হতে সময় লাগে ২০ থেকে ১৩ সেকেন্ড,HDD কপি কিংবা রাইড স্পিড 50 থেকে 120MBps অতচ SSD তে কপি কিংবা রাইড স্পিড 200 থেকে 500MBps,HDD তে ফাইল ওপেন 30% স্পিডে অতচ SSD তে ফাইল ওপেন 60% স্পিডে
এতে হয়ত আপনারও বুঝতে বাকি নেই SSD সেরা,তবে একটা দিক দিয়ে সমস্যা তা হল 
HDD 1 TB মূল্য 3,700 থেকে 4,000 টাকা
SSD 1 TB মূল্য 17,500 
দাম দেখে হয়ত SSD কেনার আসা ছেড়ে দিয়েছেন
আমি বলব
1 adobe after effects
2 adobe premiere pro
3 adobe illustrator
4 adobe photoshop cs6
5 Camtasia Studio
6 Sony Vegas Pro ইত্যাদি সপ্টোয়ার গুলো ব্যবহার ক্ষেত্রে পিসির স্পিড ক্ষমতা দ্বিগুণ লাগে অন্তত উইনডোজের পার্টিশন C:/ Drive এর জন্য 120 GB SSD ক্রয় করে ব্যবহার করতে পারেন,এতে অন্তত পিসির স্পিড পাবেন।
আর হ্যাঁ আমি একটি Projukti Bengali নামে ইউটিউব চ্যানেল করেছি অতি শিগ্রই চ্যানেলে টেকনোলজি বিষয়ক ভিডিও আপলোড করা হবে চ্যানেলটি সাবক্রাইব করার জন্য অনূরুধ জানাচ্ছি। 

৫টি মন্তব্য:

  1. Get the whole Bangladesh News with in a second from JoyNewsBD which helps you for findings current important News like all exclusive and fast news, district news, feature news, special news, customs news, business news, share bazar news - import and export. You get all the information with in a secound when the affair happened. Right now Joy news BD covers All Bangladesh from (teknaf to tetulia) with all the different categories and sections like latest Bangladesh customs news, Bangladesh business news, Bangladesh share bazar news, National news in Bangladesh and Country news in Bangladesh of every distric of Chittagong, Coxsbazar, Ukhiya, Teknaf, Comilla, Noakhali, Dhaka, Khulna, Barishal, Sylhet, Rajshahi, Pabna and Tetulia. You can find us 24/7, nonstop breaking news in BD.

    উত্তরমুছুন
  2. Chattogram is a historical place in Bangladesh, get the Latest Chattogram News visit Joy News BD. We cover live Chittagong city news and Chittagong City Corporation Job News update, Chittagong port news, Chittagong hill tracts news, Latest Coxsbazar news in Sitakunda, Hathazari, Satkania, Lohagara, Patiya, Raozan, Ukhiya, Teknaf and whole Chittagong News

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।