সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: HD Sentinel দিয়ে Bad Sector Repair করুন

HD Sentinel দিয়ে Bad Sector Repair করুন

কম্পিউটারের সব চেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশের নাম হল হার্ডডিক্স,কেন-না কম্পিউটারের হার্ডডিক্স ছাড়া অন্য অংশ নষ্ট হলে পরিবর্তন করে মনে স্বস্তি পাওয়া যায়। যদি হার্ডডিক্স নষ্ট হয় তাহলে নতুন হার্ডডিক্স ক্রয় করা গেলেও গুরুত্বপূর্ন ডাটা গুলোর জন্য আফসোস করা ছাড়া আর কোন উপায় থাকেনা। হার্ডডিক্সের bad sector এর কারনে মূলত বেশির ভাগ হার্ডডিক্স ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, আমরা ইতি পূর্বে আমাদের ব্লগে

bad sector repair নিয়ে অনেক পোষ্ট করেছি যেমন (স্ক্যান ডিক্স-র্হাডডিক্স রিপিয়ার করার জন্য গুরুত্বর্পূণ) (HDD Regenerator- bad sectors repair করে )( HDAT2 – Bad Sector Check ও Repair করার যন্ত্র) (Regenerate All Sector of HDD – হার্ডডিস্কের সকল সেক্টর রিজেনারেট করুন)( Hard disk এর Bad Sector কি, কেন, এবং করণীয়) সহ ইত্যাদী। আজ বলব Hard Disk Sentinel টুলস  এর কথা হার্ডডিক্সের bad sector Repair করা যায় অত্যান্ত সহজ ভাবে Hard Disk Sentinel এর কাজ গুলোর বিস্তারিত বর্ণনা দিলেও আপনাদের বুঝতে কঠিন হয়ে পড়বে,তাই নিম্নের ভিডিওতে দেখে কাজ গুলো করতে পারেন।


For Portable

৯টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না।

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।