সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: আপনার পিসির হার্ডডিক্স detected errors দ্বারা আক্রান্ত ?

আপনার পিসির হার্ডডিক্স detected errors দ্বারা আক্রান্ত ?

টেকনোলজি বিষয়ে জানতে বা লিখতে আমি খুবই ভালবাসি, কম্পিউটার বিষয়ে আমার যতটুকু পাওয়া সবটুকু আমার শ্রদ্ধেয় স্যার কামরুল ইসলামের কাছ থেকে শেখা, হাজার ব্যস্ততার মাঝেও তারপরও চেষ্টা করি এই ব্লগে কিছু লিখতে, আজ বলবো হার্ডডিক্সের detected errors নিয়ে, মূলত: হার্ডডিক্সের পার্টিশন গুলোতে দীর্ঘদিন যাবৎ (ChkdskCommand Prompt প্রয়োগ না হওয়ার ফলে detected errors সমস্যার দেখা দেয়, সচেতন ব্যবহারকারীরা নিয়মিত হার্ডডিক্সের
detected errors Repair করেন, এ কাজটি Windows এর Command Prompt দ্বারা করা যায়,যেমন আপনি যদি আপনার হার্ডডিক্সের C:/ পার্টিশনে Command Prompt দ্বারা detected errors Repair করতে চান তাহলে আপনার Windows এর Command Prompt ওপেন করে
নিম্নের কোডটি লিখে Enter দিতে হবে


বিঃদ্রঃ যদি আপনি C ড্রাইভে (যে ড্রাইভে আপনার উইন্ডোজ আছে) সে ড্রাইভে যদি Chkdsk চালান তাহলে উপরের মত মেসেজ আসবে। অর্থাৎ এ মুহুর্তে উইন্ডোজ চলমান আছে তাই  চেক ডিস্কের কাজ চলবে না। পরবর্তী রিস্টার্টের সময় আপনি কি চেক ডিস্ক চালাতে চানআপনি y লেখে এন্টার চাপুন এবং পিসি রিস্টার্ট দিন। তাহলে উইন্ডোজ পরবর্তীর্তে খোলার সময় স্ক্যান ডিস্কের কাজ শুরু হবে। এ অবস্থায় ওটা Skip না দিয়ে কাজটি শেষ হতে দিন। তাহলে আপনার স্ক্যান ডিস্কের কাজ শেষ হতে পারবে।

এভাবে detected errors Repair করা যায়এখানে C:/ হল আপনার পার্টিশন /f= Fixes errors on the disk/r দিয়ে Repair বুঝানো হয়েছেdetected errors দেখা দিলে হার্ডডিক্সের পার্টিশন এর লেভেল লোকাল ডিক্স হয়ে যায় উদাহরণস্বরূপ: আপনার হার্ডডিক্স এর D:/ পার্টিশন এর Label নাম যদি হয় Backup অতএব detected errors সমস্যার দেখা দিলে D:/ পার্টিশন এর Label নাম Local Disk দেখাবেশুধু তাই নয় detected errors সমস্যা যদি অতিরিক্ত হয় তাহলেআপনার ঐ পার্টিশন আর ওপেন করা সম্ভব নয়যদিও ওপেন করতে চান তাহলে Format চাইবে,ও কম্পিউটার স্টার্ট করলে ওপেন হতে অতিরিক্ত সময় নেবেযদিও বেশি সময় নিয়েও আপনার কম্পিউটার ওপেন হয়তাহলে Mouse Cursor Aero নাড়াচাড়া করার ক্ষমতা হারিয়ে ফেলবে আপনার পিসিঅতিরিক্ত স্লো হয়ে যাবে,চলুন হার্ডডিক্সের পার্টিশনের detected errors এর সমাধান করি। এ কাজটি আমরা MiniTool Partition Wizard দিয়ে করব,MiniTool Partition Wizard টুলস-টি Hiren's Boot Cd এর যে কোন ভার্সনে রয়েছে,শুধু তা নয় ইন্টারনেটে সার্চ দিলে ও MiniTool Partition Wizard এর ভিবিন্ন ভার্সনের সফটওয়ার পাবেন,MiniTool Partition Wizard দিয়ে আমরা detected errors এর সামাধান করব MiniTool Partition Wizard ওপেন করলে নিম্নের মত হার্ডডিক্সের পার্টিশন গুলো দেখতে পাবেন

এবার আপনি যে পার্টিশন এর detected errors Repair করতে চান ঐ পার্টিশন এর উপরে রাইট ক্লিক করলে নিম্নের মত দেখতে পাবেন ঐখানে Check File System এ ক্লিক করুন
Check File System এ ক্লিক করলে নিম্নের মত দুটি অপশন দেখতে পাবেন নিম্নের মত ঐখানে 
 Check & fix detected errors এ ক্লিক করে Start বাটনে ক্লিক করুন নিম্নের মত
এবং প্রসেস শেষ হওয়া অপেক্ষা করুন এভাবে আপনি detected errors Repair করতে পারেন।
সতর্কতাঃ কাজগুলো করার সময় অন্য সব প্রোগ্রাম বন্ধ করে দিন। তাছাড়া কাজগুলো চলমান অবস্থায় পিসি বন্ধ হতে দেবেন না বা মাঝখানে কাজ বন্ধ করবেন না। এতে হার্ডডিস্কের ক্ষতি হতে পারে।

৯টি মন্তব্য:

  1. সত্যি অসাধারন একটি পোষ্ট

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ কাজে আসল অনেক কাজের পোষ্ট

    উত্তরমুছুন
  3. গুরুত্বপূর্ণ পোষ্ট। কাজে আসবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্যার,সব আপনার সাপোর্ট দেওয়ার ফসল, অনেক কিছু লিখার ইচ্ছা করে তবে সময়ের অভাবে আর লিখা হয়ে উঠে না।

      মুছুন
    2. chkdsk নিয়ে আমার একটি পুরাতন পোস্ট আছে।
      https://kamrulcox.blogspot.com/2012/01/blog-post_28.html

      মুছুন
  4. হ্যাঁ স্যার সম্পূর্ণটাই পরে দেখলাম, এবং ওখান থেকে অনেক কিছু জানতে পারলাম।

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।