আমরা সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীরা কম বেশি সবাই ফন্ট নিয়ে সমস্যাই ভোগি। যদিও আমাদের Complex and Script font এবং Avro ফন্ট ইন্সটল থাকে।এতে ওয়েবপেজের বাংলা লেখা পড়তে কোন অসুবিধা হয়না ঠিকই কিন্তু Vrinda ফন্টগুলো সুন্দর লাগেনা পড়তে অসুবিধা হয়। যেমন আপনাকে কেউ মেইল পাঠাল বাংলায় এবং তা পড়তে ও পারছেন ঠিকই কিন্তু Vrinda ফন্টে পড়তে হচ্ছে যা ঝাপসা। এ জন্য আমরা ব্যবহার করবো Font Fixer নামের ছোট্ট একটি ফ্রি সফটওয়ার।
এর জন্য ৭২ কেবি এর মত ফ্রি সফটওয়ারটি ডাউনলোড করে নিন। ইন্সটল করার সময় নিচের ছবির মত অপশনগুলো দিন। আর ড্রপডাউন মেন্যুথেকে SolaimanLipi সিলেক্ট করে দিন। সাথে Enable Font Smoothing আর Set as IE Default for Bengali দুটোতেই টিক মার্ক দিন। সব শেষে Fix It এ ক্লিক করুন।কম্পিউটার রিস্টার্ট চাইবে Yes দিন। কাজ শেষ।
এছাড়া অনলাইনে বাংলা সমস্যা নিয়ে ইন্টারনেটে বাংলা দেখতে বা পড়তে সমস্যা নামে পোষ্টটিও পড়ে দেখতে পারেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।