সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: হিরেন্স বুট সিডি কাস্টমাইজ করবেন যেভাবে

হিরেন্স বুট সিডি কাস্টমাইজ করবেন যেভাবে


Hiren’s Boot CD এর সাইজটা খুব একটা বেশি না। পুরাতন সিডিগুলোর সাইজ কম হলেও আপডেট ভার্সনগুলোতে তা 500MB এর মত। অনেকে চান এ সিডিকে কাস্টমাইজ করে আরো টুল যোগ করবে বা কিছু সফটওয়ার Backup হিসেবে এড করে রাখবে যাতে পরে ব্যবহার করা যায়। আপনি ইচ্ছে করলে এই কাজটি করতে পারেন। এতে আপনার Hiren’s Boot CD চালাতে কোন সমস্যা হবেনা বরং বাড়তি একটা পাওনা। আমরা নিম্নে এ নিয়ে পোষ্ট করবো।

কিভাবে করতে হবেঃ
১. HBCD Customizer নামের একটি টুল আছে যার সাইজ 70 KB এর মত। এই টুলটি Hiren's Boot CD কর্তৃপক্ষের তৈরি।  এই টুলটি Hiren’s Boot CD তে পাওয়া যায়। অথবা Mediafire থেকে ডাউনলোড করে নিতে পারেন। টুলটি রান করুন। Source হিসেবে iso সিলেক্ট করুন।

২.
Source থেকে browse করে আপনার ISO (Hiren’s Boot CD.iso) ফাইলটা দেখিয়ে দেন।

৩. Target folder on the hard drive এর জায়গায়
browse করে আপনার ISO ফাইলটি কোথায় Extract করবেন তা দেখিয়ে দিন।

৪.
এবার Extract ISO বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

৫. কিছুক্ষণ পর আপনার
ISO ফাইলটি Extract হয়ে নিচর মত মেসেজ দেবে। মেসেজে আপনার ফাইলটি কোন লোকেশনে Extract হয়েছে তা দেখতে পাবেন। লোকেশটি আপনি ৩ নং স্টেপে ঠিক করেছিলেন। 


৬। OK বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এক্সট্রাক্ট করা ISO ফাইলের ফোল্ডারটি খোলে যাবে।

৭। আপনি ইচ্ছেমত ফাইল এড করতে পারেন এখানে। তাছাড়া আপনার Customized করা HBCD ফোল্ডার থাকলে তা এখানে এড করতে পারেন। এ জন্য মূল HBCD ফাইলটি ডিলিট করে আপনারটি কপি করে দিন। আমি আপাতত এখানে একটি Wall Paper এবং একটি Backup Software ফোল্ডার রেখেছি। তাছাড়া আমার Customized করা HBCD ফোল্ডারও এড করেছি। HBCD ফোল্ডার Customized করার জন্য এখানে এবং এখানে দেখতে পারেন।


৮। সব কিছুর পর এবার Make ISO বাটনে ক্লিক করুন।


 

৯। প্রসেসিং শুরু হবে। অপেক্ষা করুন।


১০। কিছুক্ষণ পর একটি মেসেজ দিয়ে জানাবে আপনার কাজ শেষ। ফাইলটি কোথায় কি নামে সেভ আছে তা দেখতে পাবেন। মেসেজটিতে OK দিন।



১১। আপনার ঠিক করে দেয়া Location এ MyHBCD.iso নামে সেভে হয়েছে। এবার আপনার ফাইলটি সিডিতে রাইট করে নিতে পারেন।


১২। ইচ্ছে হলে Virtual PC তে টেস্ট করে দেখতে পারেন। 



এখন থেকে আপনি Hiren’s Boot এর কাজও সারতে পারবেন আবার আপনার Backup ফাইলগুলো যখন দরকার তা পাবেন ঐ সিডি/ডিভিডি তে। 



0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।