Hiren’s Boot CD তে দুটো পার্ট থাকে। একটি হলো Mini XP Live এবং অন্যটি ডস মোডে বিভিন্ন টুলের সমন্বয়। উভয় পদ্ধতিই খুব গুরুত্বপূর্ণ। তবে কখনো কখনো Mini XP Live আর DOS Tools গুলো আলাদা করার
দরকার হতে পারে আমাদের। সেই লক্ষ্যে আমরা
এর আগে এই সিডি থেকে ডস টুল বাদ দিয়ে শুধু Mini XP Live কিভাবে রাখতে হয় তা নিয়ে পোষ্ট করেছি। এবার Mini XP বাদ দিয়ে কিভাবে ডস টুলগুলো রাখা যায়
তা নিয়ে লেখবো। আগের মত এখানেও আমরা Hiren’s Boot CD 10.5 এবং Latest Version 15.2 নিয়ে কাজ করবো। এই পোষ্টটি ভালভাবে বুঝার জন্য আমাদের
আগে Mini XP From Hiren’s
Boot CD পোষ্টটি পড়ে নিন।
যা যা প্রয়োজনঃ
Hiren’s Boot CD 10.5 (267MB), Hiren’s Boot CD 15.2 (594MB) এবং Ultra ISO নামের সফটওয়ারটি। যাদের কাছে Ultra ISO নেই তারা ISOpen, Magic ISO,
PowerISO সহ যেকোন টুল ব্যবহার করতে পারেন। অবশ্যই ISOpen ছাড়া বাকি টুলগুলো প্রফেশনাল।
Hiren’s Boot CD 15.2:
প্রথমে Hiren’s Boot CD 15.2 এর ISO ফাইলটি সংগ্রহ করুন। না থাকলে ডাউনলোড করে নিন।
১। Hiren’s Boot CD 15.2 এর ISO ফাইলটি 7Zip বা যেকোন আর্কাইভার টুল দিয়ে De-Compress/Extract করে নিন। যারা সিডিতে রাইট করে ফেলেছেন তারা সিডি
থেকে কপি করে নিতে পারেন। সিডি থেকে ISO ফাইল তৈরি করার জন্য Image Burn ব্যবহার করতে পারেন।
২। Extract বা কপি করার পর
HBCD নামের ফোল্ডারটি খুলোন। Programs
আর XP দুটি ফোল্ডার এবং
HBCDMenu.exe ফাইলটি ডিলিট করে
দিন। বাকি কোন কিছু ডিলিট করবেন না।
৩। Menu.lst ফাইলটি Notepad দিয়ে খোলে নিচের
কোডগুলো ডিলিট করে দিন।
title Mini Windows Xp\nRun Antivirus and other windows programs
# example password: test
# password --md5 $1$gNe0$KZPOE8wNbTNSKOzrajuoB0
find --set-root /HBCD15.2/XP/XP.BIN
#map --mem /HBCD15.2/XP/f6drivers.img (fd0)&&map --hook
chainloader /HBCD15.2/XP/XP.BIN
৪। এবার Ultra
ISO রান করুন। Ultra ISO এ File>Open (Ctrl+O) কমান্ড দিয়ে আপনার
Hiren’s Boot CD 15.2.ISO ফাইলটি ওপেন করুন। অথবা ড্রাগ করে Ultra ISO এর উপরের অংশে
ছেড়ে দিন। তারপর ফাইলটিকে ডাবল ক্লিক করুন। Yes/No
চায়লে Yes দিন।
৫। Ultra ISO এর উপরের অংশে
থাকা সব ফাইল সিলেক্ট করে ডিলিট করে দিন যা উপরের স্টেপে আমরা এড করেছি।
৬। এখন আমাদের এডিট করার HBCD ফোল্ডারটি’র ড্রাগ করে Ultra ISO এর উপরের অংশে
এড করে নিন।
৭। সবশেষে File>Save as... কমান্ডের মাধ্যমে ফাইলটি Save করুন। নাম বা কোন সেটিংস পরিবর্তন করার দরকার নেই। শুধু আপনি কোথায় সেভ করবেন তা ব্রাউজ করে
দেখিয়ে দিন। আমি ডেস্কটপে করেছি। সেভ করার পর প্রয়োজনে রিনেম করে নিন।
এবার ফাইলটি সিডিতে রাইট করে নিন। রাইট করার আগে Virtual PC তে টেস্ট করে দেখতে পারেন।
এবার ফাইলটি সিডিতে রাইট করে নিন। রাইট করার আগে Virtual PC তে টেস্ট করে দেখতে পারেন।
Hiren’s Boot CD 10.5:
১। প্রথমে Hiren’s Boot CD 15.2 এর ISO ফাইলটি সংগ্রহ করুন। না থাকলে ডাউনলোড করে নিন।
২। Hiren’s Boot CD 10.5 এর ISO ফাইলটি 7Zip বা যেকোন আর্কাইভার টুল দিয়ে De-Compress/Extract করে নিন। যারা সিডিতে রাইট করে ফেলেছেন তারা সিডি
থেকে কপি করে নিতে পারেন। সিডি থেকে ISO ফাইল তৈরি করার জন্য Image Burn ব্যবহার করতে পারেন।
৩। Extract বা কপি করার পর
HBCD নামের ফোল্ডারটি খুলোন। WinTools
ফোল্ডার, Warn.bat, XP,
XP.BIN,XP.CA_, XP.DAT, XpAutorun.cmd, XPLOADER.BIN ফাইলগুলো ডিলিট করে দিন।
৪। Menu.lst ফাইলটি Notepad দিয়ে খোলে নিচের
কোডগুলো ডিলিট করে দিন। ফাইলটি Save করুন (Ctrl+S)।
title Mini Windows Xp\nRun Antivirus and other windows programs
find --set-root /HBCD/XPLOADER.BIN
chainloader /HBCD/XPLOADER.BIN
৫। এবার উপরের নিয়মে আমাদের এডিট করা HBCD ফোল্ডারটি Ultra ISO দিয়ে Save করে নিন।
HBCD ফোল্ডারটি এডিট করা থাকলে HBCD Customizer টুলটি দিয়েও Ultra ISO এর কাজগুলো করা যাবে।
HBCD ফোল্ডারটি এডিট করা থাকলে HBCD Customizer টুলটি দিয়েও Ultra ISO এর কাজগুলো করা যাবে।
varson 10.5 er content kivabe varson 12.3 te add korbo? mane kivabe akadhik varson mix korbo?
উত্তরমুছুননিচের পোষ্টটি এই উদ্দেশ্যে তৈরি। একটু দেখে কমেন্টস করবেন।
মুছুনhttp://kamrulcox.blogspot.com/2013/05/custoimze-multi-boot-cd-dvd-usb.html
ভাই magic ISO দিয়ে মাল্টিবুট করার সময়, একটি ISO ভিতরে আরেকটি ISO এর সব ফাইল কপি না করে বিশেষ কি কি ফাইল এড করে জানলে একটু জানাবেন । মানে কিভাবে customization টা করে তা জানতে চাই । আমার ফেসবুক /Google account :name:riaztora52@gmail.com
উত্তরমুছুনISO হয় সাধারণত কোন বুটেবল ফাইলের। বিশেষ করে আমি এখানে বুটেবল ফাইল নিয়েই আলোচনা করেছি। আপনি কী কী ফাইল বাদ দিবেন বা এড করবেন তা আপনার কাস্টমাইজেশনের উপর নির্ভর করবে। যেমন আমি এ সিডিতে অসংখ্য ফাইল এড করেছি যা আমার দরকার ছিল। আপনি আপনার দরকারী ফাইলগুলো এড করতে পারেন।
মুছুন