সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Create System Reserved Partition on Existing or Running Windows

Create System Reserved Partition on Existing or Running Windows

Windows 7 বা এর পরবর্তী Operating System যাঁরা ব্যবহার করেছেন তারা System Reserved নামের Partition টির সাথে নিশ্চয় পরিচিতকারণ Windows 7 এ পূববর্তী ভার্সন থেকে নতুন যে সব ফিচার যুক্ত করা হয়েছে তার মধ্যে এই System Reserved Partition একটি এর বেশ কটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে তারপরও কেউ পছন্দ করলে এই System Reserved Partition Delete করতে পারেন আর যাঁরা প্রয়োজন মনে করেন তাঁরা সহজেই এই ড্রাইভটি ব্যবহার করতে পারেন কোন অসুবিধা ছাড়া নতুন একটি হার্ডডিস্কে এই Partition টি তৈরি করা খুবই সহজ কিন্তু পুরাতন হার্ডডিস্ক বা যে সব হার্ডডিস্কে ইতিমধ্যে পার্টিশান তৈরি করা হয়েছে এবং Windows Installed রয়েছে সে সব হার্ডডিস্কে এ Partition টি তৈরি করা খুবই জটিল একটি বিষয় এমনকি Google এ সার্চ দিয়েও হয়ত এ ব্যাপারে তেমন একটা সাহায্য পাওয়া যাবে না তাই এ নিয়ে আমি দীর্ঘক্ষণ কাজ করি এবং শেষ পর্যন্ত একটি সমাধানা বের করেছি


কাজটি আমরা কয়েক ধাপে করবো যদিও একটু সময় নিয়ে করতে হবে তবে আমার বর্ণনা অনুযায়ী ধারাবাহিকভাবে করে গেলে কাজটিকে কঠিন কোন বিষয় মনে হবে না আমি চেষ্টা করেছি খুব সহজ ভাষায় বর্ণনা করার জন্য

যা যা করবোঃ
আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলো করবো তা নিচে দেয়া হলো
C Drive কে Move করে System Reserved Partition এর জন্য Unallocated Space তৈরি করবো
Unallocated Space থেকে Drive Letter ছাড়া System Reserved Partition তৈরি করবো
System Reserved Partition কে Active Partition হিসেবে Set করবো
MBR Fix, System Repair করবো

প্রয়োজনীয় টুল বা সফটওয়ারঃ
উপরের কাজগুলো করতে আমাদের যে সব সফটওয়ারের সাহায্য লাগবে তা নিম্নে দেয়া হলো
যেকোন একটি Partition Tool যেমন Partition Wizard, AOMEI Partition Assistant, EasEUS Partition Tool আমি এখানে Partition Tool হিসেবে Partition Wizard ব্যবহার করেছি যাদের কাছে Hiren’s BootCD আছে তারা টুলটি ওখান থেকেই ব্যবহার করতে পারেন
Windows এর Live CD Hiren’s BootCD থাকলে আরো ভাল হয় এখানে আমি আমার Customized Hiren’sBootCD টি ব্যবহার করবো


1St Step- Move C Drive:
আমরা আগেই বলেছি নতুন একটি হার্ডডিস্ক Windows7/8 Disk দিয়ে পার্টিশান  করলেই System Reserved Partition টি তৈরি হয়। এমনকি আপনার C Drive Delete করে ওটাকে আবার  Partition করলেও System Reserved Partition টি তৈরি হয়। কিন্তু আমরা এখানে System Drive টাকে কোনভাবে পরিবর্তন না করেই কাজটি করবো।

আমাদের প্রথম কাজ হবে C Drive কে Move করা এর মাধ্যমে আমরা System Reserved Partition এর জন্য Unallocated Space তৈরি করবো Partition Resize করা আর Move করার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে কোন Partition কে শেষ প্রান্ত থেকে Resize করলে সেটা হলো Resize আর প্রথম থেকে Resize করলে সেটা হলো Move আমরা এখানে C Drive কে শুরু থেকে Resize করবো কারণ আমাদের দরকার হার্ডডিস্কের 1st Sector থেকে কিছু জায়গা যেখানে MBR অবস্থান করে  চলুন শুরু করি
Partition Wizard রান করুন


C Drive সিলেক্ট করে Move/Resize বাটনে ক্লিক করুন Partition Wizard নিয়ে আমার এই পোষ্টটি পড়ে নিলে কাজটি আরো সহজ মনে হবে

নিচের মত চিত্র আসবে। এখানে C Drive এর বিস্তারিত তথ্য দেখাচ্ছে

এ ড্রাইভকে আমরা শুরু থেকে অর্থাৎ বাম দিক থেকে ডানদিকে Resize করবো Resize করে 350MB এর কাছাকাছি Space খালি করুন Resize করার পর OK দিন

কাজটি ভিডিওতে দেখুন 

Apply বাটনে ক্লিক করুন


Yes দিন 

Resizing Process শুরু হবে অপেক্ষা করুন

Resizing Process শেষ হলে OK দিন


আমাদের 1st Step বা System Reserved Partition এর জন্য Unallocated Space তৈরি করে ফেলেছি এই Unallocated Space থেকে পরবর্তী ধাপে System Reserved Partition তৈরি করবো যাতে কোন Drive Letter থাকবে না



2nd Step- Creating System Reserved Partition:
এ পর্যায়ে আমরা একটি পার্টিশান তৈরি করবো। কাজটি উপরে উল্লেখিত টুলটি দিয়ে বা যেকোন পার্টিশান টুল দিয়েও করা যাবে। তবে আমরা এখানে Mini XP দিয়েই কাজটি করবো। আর আমরা Mini XP ব্যবহার করবো Hiren’s BootCD থেকে। আপনি চায়লে আপনার Running Windows দিয়েও কাজটি করতে পারেন। সেটা হলে আরো ভাল।

Mini XP রান করুন My Computer>Disk Management এ যান


প্রথম ধাপে তৈরি করা আমাদের Unallocated Space শুরুতে দেখা যাচ্ছে

Unallocated Space এর উপর রাইট ক্লিক করে New Partition... এ যান

Next দিন


Primary Partition সিলেক্ট করে Next দিন

যে Size আছে তা রেখে Next দিন

Do not assign a drive letter or drive path সিলেক্ট করে Next দিন


আমাদের দরকার এমন একটি ড্রাইভ যেটাতে কোন Drive Letter থাকবে না তাই Do not assign a drive letter or drive path দিলাম


দাগ দেয়া চিহ্নগুলোর মত সেটিংস দিন Volume label হিসেবে System Reserved দিন বাণানটার প্রতি খেয়াল রাখবেন যেন ভুল না হয় লেখার পর কয়েকবার পড়ে নিশ্চিত হোন যে বাণানটি শুদ্ধ আছে সব সেটিংস এর পর Next দিন

সবশেষে Finish দিন

১০ সবকিছু ঠিক থাকলে আমাদের কাজ শেষ কিন্তু যদি হার্ডডিস্কের Partition Table না মিলে তাহলে নিচের মত অসম্পূর্ণ কাজের মেসেজ আসতে পারে OK দিন আমাদের ২য় স্টেপও শেষ এখানে PC Restart দিন


3rd Step – Make the System Reserved Drive Active:
PC Restart দিয়ে আবার Mini XP থেকে PC Run করুন আগের মত My Computer>Disk Management এ যান আমরা এ পর্যায়ে System Reserved Drive কে Active করবো আগের স্টেপে আমাদের উদ্দেশ্য ছিলো Drive Letter ছাড়া System Reserved Drive তৈরি করা কিন্তু Partition Table না মিলার কারণে তা হয় নি এখানে আমাদের  তৈরি System Reserved Drive টিতে Drive Letter দেখা যাচ্ছে আমরা আগে সেটি মুছবো
 

System Reserved Drive টির উপর রাইট ক্লিক করে Change Drive Letter and Path... এ ক্লিক করুন
 


Drive Letter টি সিলেক্ট করে Remove এ ক্লিক করুন

Yes দিন

System Reserved Drive থেকে Drive Letter উঠে গেছে

এবার System Reserved Drive টির উপর রাইট ক্লিক করে Make Partition as Active এ ক্লিক করুন 

 আমাদের System Reserved Drive টি Active হয়েগেছে



4th Step- MBR Fix এবং System Repair:
System Reserved Drive তৈরি করার ফলে আমাদের Windows Boot করবে তেমন সম্ভাবনা নেই কারণ আমরা MBR মুছে ফেলেছি তাছাড়া Windows 7 যদি C Drive Installed করা থাকে তাহলে Booting File গুলোও রিপেয়ার করা প্রয়োজন হবে একাজগুলো না করে পিসি Boot করাতে গেলে নিচের মত বা অন্য কোন মেসেজ আসতে পারে

তাই আমাদেরকে MBR Fix করতে হবে MBR Fix এর কাজটি Partition Wizard দিয়ে করা যায় প্রথমে MBR Fix করুন তারপর System Repair করুন System Repair এর মাধ্যমেও MBR Fix হয় সে ক্ষেত্রে System Repair এর কাজটি কয়েকবার করতে হতে পারে এ জন্য দেখুন আমার MBR Fix আর System Repair পোষ্টগুলো Repair করার পর আপনার ড্রাইভগুলো নিচের মত দেখাবে যেখানে System Reserved Drive নেই


নোটঃ
সাধারণত System Reserved Drive এর সাইজ হয়ে থাকে 100MB নতুন হার্ডডিস্কে Windows 7 এর Installation Disk দিয়ে ড্রাইভ তৈরি করার সময় এই সাইজ নিয়ে ড্রাইভটি অটোমেটিক তৈরি হয়ে যায় কিন্তু আমি বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখেছি এই সাইজটি কম এবং এর কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে আমি এর সাইজটুকু 300MB থেকে 400MB এর ভিতর করার পক্ষে একটি হার্ডডিস্কে এই সাইজটি তেমন কোন প্রভাব ফেলেনা তাই যারা এই ড্রাইভটি তৈরি করবেন তারা এই সাইজের ভিতর করে ড্রাইভটি তৈরি করুন মাইক্রসফটও হয়তো ড্রাইভটির সাইজ ভবিষ্যতে 100MB থেকে বাড়াতে পারে। (৪ নং স্টেপে চলুন।)

২টি মন্তব্য:

  1. স্যার আমার জানামতে পুরাতন হার্ডডিক্সে System Reserved
    Partition তৈরী করা খুব সহজ শুধু মাত্র Windows চলাকালিন সময়ে Partition পর্যন্ত পৌছালে শুধু মাত্র (C: ) Partition টা Delete করার পর নতুন ভাবে create করলে একটি Yes এবং No মেসেজ দেখায় যদি Yes এ ক্লিক করলে আপনা আপনি (C: ) Partition সহ System Reserved
    Partition তৈরী হয়ে যায়,আমি এ কাজটি Windows 7 DVD দ্বারা করেছি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, কথাটি আমার আলোচনায় আছে, 1St Step- Move C Drive: এর দ্বিতীয় লাইনে। আমি আলোচনা করেছি নতুন করে Windows না দিয়ে বা নতুন করে পার্টিশান না করে কিভাবে ড্রাইভটি তৈরি করতে হবে সেটা নিয়ে।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।