Windows XP মানেই জনপ্রিয় এক Operating System এর নাম যার দৌঁড় সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে অনেক
আগেই। এই Operating System টি নিয়ে তাই সবার আগ্রহ একটু বেশিই বলা
যায়। প্রায় সব ইউজারের একটাই চিন্তা একে Customize করা। ইউজারদের আগ্রহে দেখে Windows XP Customize নিয়ে ইতিপূর্বে আমরা বিস্তারিত
টিউটোরিয়াল তৈরি করেছি। এর ধারাবাহিকতায়
এবার থাকছে Setup Billboard কে কিভাবে Customization করা যায় তা নিয়ে টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে XP Setup
Billboard নামে খ্যাত ৩৯ মিনিটের পেজটিতে আমরা Background, Color, Fonts, Text ইত্যাদি পরিবর্তন
করবো নিজের মত করে। Resource Hacker ব্যবহার করেও কাজগুলো করা যায়। তবে আমরা একটি বিশেষ টুল
ব্যবহার করে কাজটি করবো যা অধিকতর সহজ।
Necessary Things:
- WinntbbuED_Tool: এটি বিখ্যাত Site MSFN Forum এর Mad Guy দ্বারা Developed কৃত একটি Portable Tool। Download from MSFN, Mediafire, Google Drive.
- winntbbu.dll File: এটি Windows XP এর একটি System File যা আপনার XP CD>i386 Folder এ আছে। এটি Desktop এ Copy করে নিন।
How to Work:
১। Run WinntbbuED_Tool। এবার File>Open থেকে winntbbu.dll টি Open করুন। নিচের মত দেখাবে।
২। প্রথমে আমরা Font (Font
Size, Font Name) নিয়ে কাজ করবো। এখানে একটি জিনীস মাথায় রাখতে হবে যে আপনার
Install করা কোন Font দেয়া যাবে না। শুধু XP
এর সাথে Default দেয়া Font গুলো থেকে সিলেক্ট করতে পারবেন। কাজটি করার জন্য Edit>font এ ক্লিক করুন বা
Ctrl+F চাপুন। নিচের মত আসবে।
সেখানে Step, Headlines, Billboard তিনটি জায়গার Font Customize করা যাবে। আপনি যে জায়গায়
Customize করতে চান তার Example লেখার উপর Click করুন। Font Box আসবে। আপনার Font Select করে Apply দিন। Preview দেখা যাবে। ভাল লাগলে OK দিন। তাহলে আপনার Selected Font সেট হয়ে যাবে। আর না চায়লে Cancel দিন। আমি Billboard Font টি (Times New Roman) পরিবর্তন করলাম এখানে। এছাড়া আপনি Resolution এর জায়গায় Small/Large দুটি Option পাবেন। চায়লে ঐ Option টিও ব্যবহার করতে পারেন।
৩। এবার Color
Customize করবো। কাজটি করার জন্য
Edit>Colors এ ক্লিক করুন বা Ctrl+L চাপুন। নিচের মত আসবে।
এখানে Color Table দেখতে পাবেন যার মাধ্যমে আপনি Progress bar, Text & Progress bar,
Billboard Title shadow, Current Step text ইত্যাদি Customize করতে পারবেন। তবে এখানে Progress bar আর Current Step text ছাড়া বাকিগুলো
তেমন উপযোগী নয়। আমি এ দুটোই পরিবর্তন করবো। আপনি যেটা পরিবর্তন করতে চান তার Color Button এ ক্লিক করে পছন্দমত
Color Set করুন আর Apply দিন। তাহলে Preview
দেখতে পাবেন। ভাল লাগলে OK দিন। তাহলে আপনার Selected Color Set হয়ে যাবে। আর না চায়লে Cancel দিন। নিচে আমারটা দেখুন।
৪। এবার আমরা Picture Change করবো। এখানে আছে Logo, Background, Step Pictures, Setup
Progress Animation। আপনাকে Picture গুলো নির্দিষ্ট
Size অনুযায়ী নিজের মত করে আগেই Photoshop বা অন্যান্য Graphics Tool ব্যবহার করে তৈরি
করে রাখতে হবে। Background এর Size হলো 1024×768 (Full Color), Step Pictures=
18×18, Progress Animation= 9×9। আর Logo আছে তিনটি সাইজে (Small, Medium, Large)। Small=
135×26, Medium=135×32, Large= 180×43। সবগুলোতে Full Color ব্যবহার করতে পারেন। আর ছবিগুলো অবশ্যই
bmp Format তৈরি করতে হবে। ধরে নিলাম আপনার Picture গুলো তৈরি করা আছে। এখন Edit>Pictures এ ক্লিক করুন বা Ctrl+P চাপুন। নিচের মত আসবে।
এখানে শুরুতে পাবেন Logo যার জন্য নিচে Small, Medium, Large তিনটি অপশন রয়েছে। Default
Logo টিতে ক্লিক করুন আর Browse
করে আপনার Logo টি দেখিয়ে দিন। Apply
করুন। এরপর Edit থেকে Dropdown Menu তে ক্লিক করে একটি একটি দেখুন এবং আপনার
যেটা যেটা দরকার পরিবর্তন করে নিন। আমি এখানে শুধু
Background পরিবর্তন করবো। এ জন্য Dropdown Menu থেকে Background সিলেক্ট করে নিচের
ছবিটিতে ক্লিক করে আপনার তৈরি করা ছবিটি কোথায় আছে Browse করে দেখিয়ে দিন আর Apply করুন। Preview দেখতে পাবেন। ভাল লাগলে OK দিন। তাহলে আপনার Selected Background Set হয়ে যাবে। আর না চায়লে Cancel দিন। আমারটা দেখুন।
৫। এবার Setup
এর সময় প্রদর্শিত হওয়া বিভিন্ন Text Change করবো। এ জন্য Billboard OS এ যান। সেখানে কয়েকটি ভার্সন দেয়া আছে। যারা XP Professional নিয়ে কাজ করতেছেন তারা Pro তে যাবেন। Pro এর অধীনে 18 টি Serial আছে। তার মানে সেটাপের সময় 18 টি Page দেখায়। এক একটি Page এ এক এক ধরনের Text রয়েছে। আপনি যে page এর Text Change করবেন সেটি Serial No Select করুন। তারপর Text এর উপর ক্লিক করুন। Text
Editor Open হবে।
ইচ্ছে মত Edit করুন। পছন্দ হলে OK দিন। আর না চায়লে Cancel দিন। একইভাবে বামপাশের
Text গুলোও Edit করতে পারেন।
৬। সবশেষে File>Save এ ক্লিক করুন বা Ctrl+S চাপুন। আপনার File টি তৈরি হয়েগেছে।
৭। এখন WinntbbuED_Tool ছাড়া বাকি সব Program Close করে দিন। এবার Extract>Real Preview থেকে Small/Medium/Large এ ক্লিক করুন। Mouse/Keyboard
এর নাড়া-ছাড় বন্ধ করুন। আপনার ফাইলটি সেটাপের
সময় কেমন দেখাবে তার একটি Preview দেখতে পাবেন। Preview দেখার জন্য Esc চাপুন। পছন্দ হয়ে থাকলে ফাইলটি আপনার
XP CD>i386 Folder এ Replace
করে দিন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।