সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Add Necessary Software into Windows 7, 8, 8.1 Installation – প্রয়োজনীয় সফটওয়ার ইনস্টল হয়ে যাবে উইন্ডোজ ইনস্টলের সময়

Add Necessary Software into Windows 7, 8, 8.1 Installation – প্রয়োজনীয় সফটওয়ার ইনস্টল হয়ে যাবে উইন্ডোজ ইনস্টলের সময়



আমরা এর আগে Windows XP Customization নিয়ে পোষ্ট করেছিলাম বিস্তারিতভাবে। যারা পোষ্টটি পড়েছেন তারা নিশ্চয় জানেন Windows XP Install করা কত সহজ। Partition টা সিলেক্ট করে দেয়া ছাড়া পুরো Windows Install হতে আপনাকে তেমন কিছুই করতে হবে না। সাথে ইনস্টল হবে আপনার প্রয়োজনীয় সব সফটওয়ার চোখের পলকে। তাও আবার কোন ধরনের Yes, Accept বা Next ইত্যাদি কমান্ড ছাড়াই যাকে Silent Install বলে। আমরা আজকের পোষ্টটিতেও তেমন কাজটি করতে যাবো। আমাদের এবারের Target হলো Windows 7, 8, 8.1 Installation। সামান্য কাজ করলে Windows 7, 8, 8.1 ইনস্টল হওয়ার সময় আপনার প্রয়োজনীয় সব সফটওয়ার ইনস্টল হয়ে যাবে। তাহলে চলুন দেখি কিভাবে কাজটি করা যায়। আপনি যদি Windows 7, 8, 8.1 Unattended Installation করে থাকেন তাহলে আর কোন কথাই নেই। সেখানে এটি যুক্ত করতে পারেন।

Install Necessary Software during Setup:
কাজটি করার আগে যে Software টি আপনি এড করবেন তা আপনার Windows এর জন্য Compatible কি না বা Installation এ কোন জটিলতা আছে কি না আপনাকে তা নিশ্চিত হতে হবে প্রয়োজনে তা একবার কোন Running Windows এ টেস্ট করে নিতে পারেন এছাড়া Software টিSilent Install Command জানতে হবে এরপর নিচের কাজগুলো করুন

নিচের ডাউনলোড লিংক থেকে ফাইলটি ডাউনলোড করুন Unzip করলে ওখানে $OEM$ নামের একটি ফোল্ডার পাবেন ফোল্ডারটি আপনার Windows 7/8/8.1 এর Bootable DVD/USB তে থাকা sources ফোল্ডারে কপি করে দিন

এবার $OEM$ ফোল্ডারটি খুলতে থাকুন সবশেষে গিয়ে SCRIPTS নামে একটি ফোল্ডার পাবেন  SCRIPTS ফোল্ডারে আপনার Software গুলো রাখুন

যে যে Software গুলো আপনি কপি করেছেন তার Silent Install Command গুলো এবার একটি একটি করে SETUPCOMPLETE.CMD নামে যে ফাইলটি আছে তাতে এড করে দিন যেমন আমি Firefox আর K lite Mega Codec Pack Install করার জন্য নিচের কমান্ডগুলো এড করেছি Silent Switch সহ

"%systemroot%\setup\scripts\Firefox.exe" -ms
"%systemroot%\setup\scripts\K-Lite_Codec_Mega.exe" /VERYSILENT /SP-

এখানে Firefox.exe হলো সফটওয়ারটির নাম অন্যদিকে –ms হলো Firefox এর Silent Install Command একইভাবে K-Lite_Codec_Mega.exe হল সফটওয়ারের নাম আর /VERYSILENT /SP-  হলো Silent  Switch আর %systemroot%\setup\scripts হলো আপনার ফাইলটিLocation যার মাধ্যমে সেটাপের সময় Command Prompt আপনার ফাইলটিকে সেটাপের জন্য খোঁজে নিবে প্রত্যেকটি সফটওয়ারের আগে %systemroot%\setup\scripts বা %~dp0 এড করে নিতে হবে অন্যথায় Software টি ইনস্টল হবে না


Download


৮টি মন্তব্য:

  1. salam kamrul vi.valo ashan?vi ami jode multiboot usb(XP,7) ata kortaa chai tahola ke abavae korla hoba?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Multiboot Windows পোস্টটি দেখতে পারেন। ওভাবে মাল্টিবুট করলে এই টিপসটি অনুসরণ করা যাবে।

      মুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. ভাই বুঝতে পারছি না। একটা ভিডিও্র টিউটোরিয়াল তৈরি করেন প্লিজ। েএইটা আমার খুব দরকার ফেসবুক আইডি= https://www.facebook.com/Gopal.Gopalsk Mail== Gopalsk28@gmail.com THANKS BRO..

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Gopal Skভাই আমি লিমিটেড ইউজার। ভিডিও টিউটোরিয়াল করা সম্ভব নয়। আর আপনি আমার পোস্টটি কয়েকবার করে পড়লে আশাকরি ভিডিও টিউটোরিয়াল লাগবে না। আমার দেয়া অন্যান্য লিংকগুলো পড়ুন আর ডাউনলোড লিংক থেকে আমার রেডিমেট জিনীসগুলো ডাউনলোড করে নিন। আশাকরি সফল হবেন। কাজটি খুব সিম্পল।

      মুছুন
  4. আমি উইন্ডোজ ৭ এর লাইট ভার্সন ৭০০ এমবি সাইজের আই এসও এর সাথে $OEM$িএই ফাইলটার কপি করে দিয়েছি ।এবার স্ক্রিপ্ট ফোল্ডারে SETUPCOMPLETE.CMD তে আমার সব সফচ এ্যাড করেছি।কিন্তু SETUPCOMPLETE.CMD টা তো ব্যাট ফাইল এতে কিভাবে এড করব বুতেছিনা। বা কি দিয়ে ওপেন করে সব সফট এ্যাড করব --।"%systemroot%\setup\scripts\Firefox.exe" -ms এই লেখা টুকু কি যে যে সফট এ্যাড করা আর আগে পিছে লিখলেই হবে নাকি ব্যাট ফাইল ওপেন করে করতে হবে।ব্যাট ফাইল ওপেন করে একটা সিমেডিওপেন হয়েই চলে যাচ্ছে। এই টুকু মাথায় ঢুকছেনা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. SETUPCOMPLETE.CMD ফাইলটাকে notepad দিয়ে open করতে পারেন। তারপর আপনার সমস্ত কমান্ড লাইন ওখানে এড করবেন। "%systemroot%\setup\scripts\Firefox.exe" -ms লাইনটাকে আমি উদাহরণ হিসেবে ব্যবহার করেছি। ফায়ারফক্স এড করতে চায়লে ঐ কমান্ডটি ব্যবহার করতে পারেন। অন্যান্য সফটওয়ার ইনস্টল করতে চায়লে ওভাবেই কমান্ড তৈরি করতে হবে।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।