সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: VirtualBox to test ISO- বুটেবল ফাইল চালান সিডি/ডিভিডি বা পেনড্রাইভ ছাড়াই

VirtualBox to test ISO- বুটেবল ফাইল চালান সিডি/ডিভিডি বা পেনড্রাইভ ছাড়াই



Bootable File Test করার জন্য, Operating System Installation শেখার জন্য, Networking শেখার জন্য, এবং নানাবিধ টিউটোরিয়াল তৈরি সহ অসংখ্য কাজের জন্য Virtual PC খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম আর অন্যতম জনপ্রিয় এবং ফ্রী Virtual PC র মধ্যে MS Virtual PC র পরে VM VirtualBox হলো সর্বপরিচিত একটি Virtual PC এটি ফ্রী এবং বহু Feature সমৃদ্ধ Software যা Windows (2000, XP, Server 2003, Vista, Windows 7, Windows 8, Windows 8.1) এবং Linux (2.4, 2.6 and 3.x) সহ আরো অনেক Operating System এ ব্যবহার করা যায়


MS Virtual PC ব্যবহার করা অত্যন্ত সহজ এবং আকারে অনেক ছোট বলে Virtual PC হিসেবে এটি অত্যন্ত জনিপ্রয় তবে মাইক্রোসফট সফটওয়ারটিকে আর Upgrade না করার কারণে এর কিছু সীমাবদ্ধতার রয়েছে যা ব্যবহারকারীকে অন্য একটি Virtual PC র প্রতি আগ্রহী করে আর VM VirtualBox হতে পারে সেই অন্য একটি Virtual PC

Prepare Virtual PC-ভার্সুয়াল পিসি তৈরিঃ
VirtualBox Install করার পর রান করুন নিচের মত আসবে New তে ক্লিক করুন


নিচের মত আসবে আপনি কি ধরনের Operating System Install করবেন তার নাম, ধরণ এবং ভার্সন দিয়ে Next দিন


এ পর্যায়ে RAM Share করতে হবে আপনার পিসিতে কত RAM আছে তার অর্ধেকের কম RAM Virtual PC র জন্য Share করুন


এবার Virtual HDD নির্বাচন করতে হবে আপনার যদি আগে থেকেই Virtual HDD প্রস্তুত থাকে তাহলে Use an existing virtual Hard drive file অপশনটির মাধ্যমে সেই Virtual HDD টি সিলেক্ট করে দিন আর যদি না থাকে তাহলে Create a virtual Hard drive now সিলেক্ট করে Create এ ক্লিক করুন


আপনি কী ধরনের Virtual HDD নির্বাচন করতে চান তা এখান থেকে পছন্দ করতে হবে অতী পরিচিত একটি হলো VHD আমি সেটিই দিয়েছি আপনি চায়লে অন্যটিও দিতে পারেন। এরপর Next দিতে হবে


HDD কি Fixed করবেন নাকি Dynamic তা নির্বাচন করতে হবে Fixed মানে হলো আপনি যদি 25GB VHD তৈরি করেন তাহলে 25GB ই থাকবে আর Dynamic করলে আপনার ড্রাইভে খালি জায়গা থাকা সাপেক্ষে HDD এর সাইজ নির্ধারণ হবে এরপর Next দিতে হবে


আপনার Virtual HDD কোথায় রাখবেন এবং এর সাইজ কত হবে এখানে তা ঠিক করতে হবে পছন্দমত অপশনগুলো দিয়ে Create এ ক্লিক করুন

Virtual HDD প্রস্তুত হতে থাকবে এবং কিছুক্ষণ সময় নেবে Fixed সাইজের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে তাই ধৈর্য্য ধরে অপেক্ষা করুন


Virtual HDD প্রস্তুত হলে নিচের মত আসবে মানে আমাদের Virtual PC কাজ করার উপযোগী হয়ে গেছে এখানে আমরা একটা Virtual PC তৈরি করেছি আপনি চায়লে আরো একাধিক Virtual PC তৈরি করতে পারেন যেমন একসাথে Windows XP, Windows 7, Windows 8 বা অন্য কোন কিছু



How to use-ব্যবহারঃ
ইতিপূর্বে আমরা Virtual PC তৈরি করে ফেলেছি এবার ওটাতে Operating System Install করবো বা যেকোন ISO/Bootable File Test করার পালা

আপনার Virtual PC টি সিলেক্ট করে Start এ ক্লিক করুন

নিচের মত কোন Warning আসলে OK দিয়ে যান।


২। এরপর Devices>CD/DVD Devices>Choose a virtual CD/DVD disk file... এ ক্লিক করে আপনার ISO ফাইলটি ব্রাউজ করে দেখিয়ে দিন। কাজটি আপনি Settings>Storage এ গিয়েও করতে পারেন।

তারপর Reset (Host Key+R) দিন।

৩। সবকিছুর পর নিচের মত সফলভাবে রান হবে আপনার ISO File টি।



Download: Home, Softpedia, CNET

1 টি মন্তব্য:

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।