সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: এক্সপি সেটাপ দিন যেকোন ল্যাপটপে

এক্সপি সেটাপ দিন যেকোন ল্যাপটপে


এ পর্বে আমরা ড্রাইভার এড করার কাজটি করবো। ড্রাইভার বলতে এখানে শুধু মাদারবোর্ড ড্রাইভার নিয়েই আলোচনা হবে। যারা ল্যাপটপ কিনেছেন তারা অনেকেই চেষ্টা করেন ওটাতে এক্সপি সেটাপ দেওয়ার জন্য। কিন্তু সেটাপ দিতে গেলে পড়েন বিপদে। আসলে ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটারে হার্ডওয়ারগত রয়েছে বেশ পার্থক্য। ল্যাপটপে হার্ডওয়ারগুলো মেসস্টোরেজ ডিভাইস হিসেবে সংযোযিত হয়। আর আপনি উইন্ডোজ সেটাপ দিতে গেলে উইন্ডোজ এগুলোর জন্য প্রয়োজনীয় ড্রাইভার খুঁজ করে। কিন্তু এক্সপিতে ঐ ড্রাইভারগুলো থাকেনা বিধায় হার্ডওয়ারগুলো যথাযথ কাজ করতে পারেনা। আর এগুলো কাজ না করলে আপনার সেটাপ প্রক্রিয়া অগ্রসর হতে পারেনা এবং শেষ পর্যায় একটা মেসেজ দিয়ে বন্ধ হয়ে যায়।

এসব ড্রাইভার উইন্ডোজের ভিসতা এবং পরবর্তী ভার্সনে যুক্ত আছে। তাই এগুলো কোন ঝামেলা ছাড়াই ল্যাপটপে সেটাপ দেয়া যায়। আপনি যদি এক্সপিকে ল্যাপটপে সেটাপ দিতে চান তাহলে ঐ ড্রাইভার আপনার এক্সপি সিডিতে যুক্ত করতে হবে।


আপনি যদি এক্সপিতে এগুলো যুক্ত করতে চান তাহলে যে ব্রান্ডের ল্যাপটপে এক্সপি সেটাপ দেবেন সে ব্রান্ডের ড্রাইভার যুক্ত করতে হবে। আর আপনি তা ঐ ব্রান্ডের সাইটে পাবেন। আর আপনি যদি সব ধরনের ল্যাপটপে আপনার এক্সপি সিডি ইউজ করতে চান তাহলে সব ব্রান্ডের ড্রাইভার আপনাকে যুক্ত করতে হবে। তবে সব ব্রান্ডের ড্রাইভার খোঁজ করাতো চারটিখানি কথা নয়। কোথায় পাবেন এতগুলো ড্রাইভার? হ্যাঁ আপনি চায়লে সব ব্রান্ডের ড্রাইভার একসাথে যুক্ত করতে পারেন। তখন আপনি যেকোন ব্রান্ডর যেকোন মডেলের ল্যাপটপে এক্সপি সেটাপ দিতে পারেন। এর জন্য আপনাকে কাস্টমাইজ ড্রাইভার প্যাক ব্যবহার করতে হবে। আপনাকে DriverPack Mass Storage এবং DriverPack Chipset এ দুটি ড্রাইভার প্যাক এড করতে হবে এগুলো Driverpacks সাইট থেকে ডাউনলোড করা যাবে। এগুলো টরেন্ট ফাইল। তাই ডাউনলোডের জন্য Torrent Downloader লাগবে। ডাউনলোড করার পর এগুলো আপনার এক্সপি সিডিতে এড করে দিলে আপনার সিডিটি ল্যাপটপের উপযুক্ত হয়ে যাবে।

এক্সপি সিডিতে কিভাবে এড করবেনঃ
প্রথমে Driverpacks এ গিয়ে Windows 2000/XP/2003 (x86) DriverPacks এর নিচে Mass Storage এবং Chipset এ দুটি ড্রাইভারের আপডেট প্যাক ডাউনলোড করে নিন (ডানলোড করা প্যাকগুলো রিনেম বা আনজিপ করবেন না যেরকম আছে হুবহু সেরকম রেখে দিন।)। তারপর DriverPacks BASE  সফটওয়ারটি ডাউনলোড কোন ফোল্ডারে রাখুন এবং আনজিপ করুন। আনজিপ করার পর নিচের চিত্রের মত দেখবেন।


১। ডাউনলোড করা DriverPack Mass Storage এবং DriverPack Chipset এ দুটি ড্রাইভার প্যাককে DriverPacks ফোল্ডারটিতে (উপরের চিত্রে চিহ্নিত) রাখুন।

২। DPs_BASE.exe (উপরের চিত্রে চিহ্নিত) রান করুন। নিচের চিত্রটি আসা পর্যন্ত Next দিন।

৩। আপনার এক্সপি সিডিটি কপি করে হার্ডডিস্কের কোন জায়গায় একটি নতুন ফোল্ডারে সেভ করে রাখুন। ফোল্ডারটির নাম XP দিন। (যেকোন নাম দিতে পারেন। বর্ণনার সুবিধার্থে বললাম।) এ কাজটি প্রতমেই করতে পারেন।

৪। ২ নং কাজটি করে নিচের চিত্র পর্যন্ত আসুন। লাল দাগ দেওয়া Select a valid location “Brows”  লেখাটি লক্ষ্য করুন। মানে আপনি ড্রাইভারগুলো যে সিডিতে এড করবেন তা দেখিয়ে দিতে বলছে।

৫। উপরের চিত্রে দাগ দেওয়া Brows বাটনে ক্লিক করে XP ফোল্ডারটি (যেটাতে আপনার পুরো এক্সপি সিডির ফাইলগুলো কপি করে রেখেছেন) দেখিয়ে দিন। তাহলে লাল রঙের Select a valid location “Brows” লেখাটি চলে গিয়ে ওখানে আপনার এক্সপির নাম চলে আসবে। এবার Next দিন।

৬। নিচের চিত্রটি আসবে যেখানে আপনার রাখা ড্রাইভারগুলো দেখা যাবে (নিচের চিত্রে চিহ্নিত)। ঐ ড্রাইভারগুলোতে ঠিক চিহ্ন দিন। মানে আপনি ঐ ড্রাইভারগুলো এড করতে যাচ্ছেন। মনে করে DriverPack MassStorage text mode (উপরের চিত্রে চিহ্নিত) এ ঠিক চিহ্ন দিন। এগুলোই আপনার প্রয়োজনীয় কাজটি করবে। এবার Next দিন। (চিত্রে দাগ দেওয়া তিনটিতেই ঠিক চিহ্ন দেন।)

৭। এরপর শুধু Next দিতে থাকুন যতক্ষণ না নিচের চিত্রটি আসে। আপনি চায়লে অনেক অপশন পরিবর্তন করতে পারেন। কিন্তু যেহেতু আপনি নতুন তাই কোন পরিবর্তন করার দরকার নেই।


 

 ৮। এবার উপরের চিত্রে চিহ্নিত Slipstream বাটনে ক্লিক করুন আর অপেক্ষা করুন। কাজ শেষ হলে Successful মেসেজ দেবে। আপনি অকে দিয়ে বের হয়ে আসুন। এখন আপনার XP ফোল্ডারটি ল্যাপটপের উপযুক্ত হয়ে গেছে। ঐটাকে সিডিতে রাইট করলেই হয়ে যাবে। 


অন্যান্য ড্রাইভার প্যাকঃ
উপরে আমরা ড্রাইভার এড করেছি মাত্র দুটো। এর মাধ্যমে আপনার সিডিটি ল্যাপটপের উপযুক্ত হবে ঠিক কিন্তু সাউন্ড, গ্রাফিক্স সহ অন্যান্য ড্রাইভারগুলো পাবে না। কারণ ঐ গুলো আপনি এড করেন নি। তাই আগের নিয়মে CPU, Graphics A, Graphics B, Graphics C, HID, LAN, WLAN, Sound A, Sound B, Bluetooth, Webcam ড্রাইভারগুলোও ডাউনলোড করে নিন। Bluetooth,Webcam ড্রাইভার প্যাক দুটি 3rd party DriverPacks ফোল্ডারে রাখুন। বাকিগুলো আগের মত DriverPacks এ রাখুন। তারপর আগেরমত DPs_BASE.exe রান করুন এবং নিচের চিত্রের মত সবগুলোতে ঠিক চিহ্ন দিন।


তবে এখানে Bluetooth ড্রাইভারটি কখনো কখনো কাজ করে না। তাই আপনি TOSHIBA এবং Microsoft সাইট থেকে এটি ড্রাইনলোড করতে পারেন।
আর যদি ডেস্কটপের জন্য সিডিটি তৈরি করেন তাহলে Chipset, Graphics A, Graphics B, Graphics C, LAN, Sound A, Sound B এগুলো এড করলেই হবে। এছাড়া আমার All in One Driver CD পোষ্টটি দেখতে পারেন।

XP ফোল্ডারটিকে আপনি সরাসরি সিডিতে রাইট করলে এটি বুটেবল হবেনা। বুটেবল বানাতে হলে আপনি Nlite ব্যবহার করতে পারেন।

এছাড়া Universal XP দিয়েও চেষ্টা করতে পারেন।
Customize XP'র উপর সম্পূর্ণ টিউটোরিয়াল তৈরি করি মনের মত এক্সপি সিডি

২৭টি মন্তব্য:

  1. ধন্যবাদ উত্তর দেয়ার জন্য। শুধু ডেস্কটপের জন্য Chipset, Graphics A, Graphics B, Graphics C, LAN, Sound A, Sound B, Bluetooth এগুলো DriverPacks এ রেখে ২নং ৩নং ৪নং ৫নং ৭নং ৮নং এর মত কাজ করলেই হবে? তারপর DPs_BASE.exe রান করে সবগুলি select করলেই হবে? নাকি অন্য কিছু করতে হবে? এই পযনত করে কি এক্সপি’র কন্টেন্ট কপির কাজগুলো করা যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ল্যাপটপের জন্য Bluetooth, Webcam, Wlan এ ড্রাইভারগুলো অতিরিক্ত এড করতে হয়। ডেস্কটপে এগুলো নাই। তাই আপনি ল্যাপটপের জন্য বানাতে চায়লে আমার লিস্টে দেয়া সবগুলোই এড করেন। তখন সবগুলোতে ঠিক চিহ্ন দেবেন। আর ডেস্কটপের জন্য বানাতে চায়লে ঐগুলো এড করতে হবে না। যেগুলো এড করবেন না ঐগুলোতে ঠিক চিহ্ন দেয়ার দরকার নেই। তাছাড়া ল্যাপটপের জন্য যেটা বানাবেন সেটা ডেস্কটপেও ব্যবহার করা যাবে। শুধু অপ্রয়োজনীয় ড্রাইভারগুলো অতিরিক্ত হয়ে যাবে এই। আর সব ড্রাইভার এড করতে চায়লে এর সাইজ সিডিতে হবে না বরং ডিভিডি করতে হবে। সিডিতে আনার মত কোন ব্যবস্থা নেই।

      মুছুন
  2. TOSHIBA টা নামতে সমস্যা করছে ।আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ লেখার জন্য।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কি ধরনের সমস্যা? আবার ট্রাই করেন। আমার কোন সমস্যা হয়নি।

      মুছুন
  3. Chipset, Graphics A, Graphics B, Graphics C, LAN, Sound A, Sound B, Bluetooth এগুলো কি উপরের দেয়া লিংক থেকে download করতে হবে? তাহলে Chipset, Graphics A, Graphics B, Graphics C, Sound A, Sound B, এগুলোর সাইজতো অনেক বেশী। সিডিতে কি জায়গা হবে? নাকি DVD তে রাইট করতে হবে? Motherboard cd থেকে Graphics এবং Sound দিলে হবে কি? বিসতারিত জানাবেন। ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমার দেয়া লিস্টের ড্রাইভারগুলো এড করলে সাইজ বেশি হয় ঠিকই কিন্তু যেকোন পিসিতে ব্যবহার করতে পারবেন। সব পিসি'র ড্রাইভার ওখানে এড করা আছে। আর আপনি কোন মাদারবোর্ড থেকে এড করতে চায়লে তা শুধুমাত্র সেই পিসি'র ড্রাইভারটা এড হবে। আপনি কয়টা মাদারবোর্ডের সিডি যোগাড় করতে পারবেন? তাছাড়া ল্যাপটপের মাদারবোর্ড সিডি কোথায় পাবেন? যদি মনে করেন সবগুলো মাদারবোর্ডের সিডি যোগাড় করা আপনার পক্ষে সম্ভব তাহলে করতে পারেন। সব কিছু বুঝে সিদ্ধান্ত নিতে পারেন।

      মুছুন
  4. চেষ্টা করে দেখি সমস্যা হলে জানাবো।

    উত্তরমুছুন
  5. কামরুল ভাই দয়া করে মিডিয়া ফায়ারে কি ড্রাইভারের ফাইলগুলো একটু আপলোড করে দেবেন। আমি টরেন্ট ডালো করতে পারবোনা। কারন একেক সময় একেক সাইবার ক্যাফে থেকে ব্রাউজ করি সেখানে টরেন্ট ডাউনলোডার ইনসটল করা থাকে না। তাই যদি মিডিয়া ফায়ারে আপলোড করে দিতেন অনেক উপকৃত হতাম।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই প্রথম কথা হলো আমি একজন লিমিটেড ইউজার। তাই ঐ ফাইলগুলো প্রথমে ডাউনলোড করা এবং আবার আপলোড করা আমার পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার। আপনি যদি বিভিন্ন সাইবার ক্যাফেতে বা যেকোন জায়গা থেকে ডাউনলোড করে থাকেন তাহলে http://portableapps.com/news/2012-02-26_-_utorrent_portable_3.1.2_build_26773_released লিংক থেকে utorrent ডাউনলোড করে আপনার পেনড্রাইভে সেটাপ করুন। এরপর আমার http://kamrulcox.blogspot.com/2011/11/blog-post_22.html লিংকটা পড়ুন। যতখুশি ডাউনলোড করুন যেখান থেকে ইচ্ছা। ডাউনলোড করার সময় পেনড্রাইভ থেকে utorrent টা ঐ পিসি'তে কপি করে নেবেন। এরপর পেনড্রাইভ খুলে নেবেন। ডাউনলোড শেষে ফাইলগুলো পেনড্রাইভে ঢুকিয়ে নিয়ে আসবেন।

      মুছুন
  6. vai ami akbar Windows XP sp3 ইনস্টল debar cheta koreche mane somporno hobar por je run hote ji tokhoni abar nuton kore run hoy arokom bar bar hosse ki korbo help me plz tobe apne jeta bolesen sheta akhono kore dekhi nay

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সমস্যাটি অনেক কারণে হতে পারে। যেমন হার্ডডিস্ক সমস্যা, MBR সমস্যা, Kernel ফাইল সমস্যা, বুটিং সিস্টেম ফাইল সমস্যা ইত্যাদি। না দেখে নির্দিষ্ট কারণ বলাটা কঠিন।

      মুছুন
  7. আমি সবগুলো অ্যাড করেছি , কিন্তু কাজ করে না , আমার XP sp-2 XP sp-3 বানিয়েছি , কিন্তু সেটআপ দেয়ার পর কোনো ড্রাইভারই অ্যাড হয় নাই. GA 61M সেটআপ দিয়ে ছিলাম .

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার কোথাও ভুল হয়েছে হতে পারে। না হয় কোন সমস্যা হওয়ার কথা নয়। আপনি আবার ট্রাই করুন। না হয় নিচের লিংকটি দেখুন।
      http://kamrulcox.blogspot.com/2012/11/all-in-one-driver-cd.html

      মুছুন
  8. কামরুল ভাই! আমি সর্বদা সার্ভিস প্যাক ২ ব্যবহার করি। এখন কাস্টমাইজ এক্সপি হিসেবে সা.প্য.২ ই বানাবো। তা কি সম্ভব? মানে সার্বিস প্যাক২ কি বানানো যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অবশ্যই সম্ভব। সার্ভিস প্যাক ২ নাকি ৩ বানাবেন সেটা সম্পূর্ণ আপনার পছন্দ। সুতরাং সার্ভিস ৩ এড না করলে কোন সমস্যা নেই। তবে সেটি ল্যাপটটের জন্য ভাল।

      মুছুন
  9. কামরুল ভাই ড্রাইবার গুলো ডাউনলোড করার পর কি এগুলো কম্প্রেস করে সাইজ কমিয়ে Customize XP তে এড করলে কি কাজ হবে ?

    উত্তরমুছুন
  10. ভাই গ্রাফিক্স এর জন্য কি http://driverpacks.net এই সাইটের Graphics A,Graphics B,Graphics C কোনটা ডাউনলোড করতে হবে ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. A,B,C তিনটাই ডাউনলোড এবং এড করতে হবে। কারণ এগুলো ভিন্ন ভিন্ন ড্রাইভার।

      মুছুন
  11. কামরুল ভাই driverpacks.net এর এগুলো ছারা অন্য কোস ড্রাইবার নেই? এগুলোর সাইজ বেশী থাকলে শেয়ার করেন।n-lite দিয়ে এড করার মত কোন ড্রাইবার নেই যেস যেকোন ল্যাপটপে সেটাপ দেওয়া যায়।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি নিচের সাইটগুলো থেকে ঘুরে আসতে পারেন। তাদের লেখা পড়ে দেখুন আপনার চাহিদার সাথে ঠিক আছে কি না। প্রয়োজন হলে Google Translate ব্যবহার করতে হতে পারে।
      http://driverpacks.net/
      http://driverpacks.sytes.net/driverpacks/Nightlies
      http://3rdpartydriverpacks.thesneaky.com/wnt5_x86-32/
      http://forum.oszone.net/thread-134115.html
      http://forum.oszone.net/thread-91146.html

      মুছুন
  12. কামরুল ভাই যেন n-lite দিয়ে এড করতে পারি সাইজ যেন কম হয় সরাসরি ডাউনলোড লিংক দেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি যেটা বলতে চাচ্ছেন তার মধ্যে কিছু লিমিটেশন আছে। nlite দিয়ে ড্রাইভার এড করা খুব বেশি নিরাপদ নয়। যারা ড্রাইভার তৈরি করে তারা নিজস্ব টুল তৈরি করে ড্রাইভার এড করার জন্য। আমি নিজেও ড্রাইভার nlite সাপোর্ট করি না। তবে নিজে কাস্টমাইজ করলে বা অন্য কেউ করেছে সে রকম পেলে আপনি nlite দিয়ে এড করতে পারেন। আপনি এই কমেন্টসটি দেখুন।

      মুছুন
  13. driverpacks.net/ এর মত সরাসরি ডাউনলোড লিংক কি আছে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখানে exe ফাইল আছে। http://www.downloadwindowsdrivers.info/
      এছাড়া নিচেরগুলোও কাস্টমাইজ করা প্যাক। দেখতে পারেন।
      http://1337x.org/torrent/33387/Driver-Pack-AutoRun-v3-For-Win-XP-Win-VISTA-Win7-AlotInOne-AIO-h33t-migel/
      http://isohunt.com/torrent_details/110139069/Universal+Driver+Pack+XP?tab=summary
      http://kat.ph/search/windows%20xp%20driver%20pack/

      মুছুন
  14. ল্যাপটপের জন্য তৈরি করা XP.ISo ফাইল ডাউনলোড করা যায় না....?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাওয়া যেতে পারে। কিন্তু নিজেরটা দিয়ে চলে তাই খুঁজে দেখি নি ভাই। নিজে তৈরি করার মধ্যে একটা আনন্দতো আছেই।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।