সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: DATA CD Write – Nero দিয়ে ডাটা সিডি/ডিভিডি রাইট করি

DATA CD Write – Nero দিয়ে ডাটা সিডি/ডিভিডি রাইট করি



DATA CD Write করা মানে হলো কম্পিউটারে ফাইল ফোল্ডারগুলো যেরকম আছে সেই রকম রাইট করা। যেমন Bootable CD কে ডাটা সিডি হিসেবে রাইট করলে সেটি বুট হবে না। আবার একটি ISO ফাইলকে যদি ডাটা সিডি হিসেবে রাইট করেন তাহলে এর ভিতরের ডাটাগুলো এক্সট্রাক্ট হবে না বরং পিসিতে যে ISO ফাইলটি আছে সেটিই রাইট হবে। আমরা এর আগে সিডি রাইটিং বিষয়ে কয়েকটি পোষ্ট দেখেছি। যেমন সিডি টুসিডি কপি, নিরো দিয়ে ISO সহ যেকোন ইমেজ ফাইল রাইটিং সহ কয়েকটি পোষ্ট। এবার Data CD Write বা Data DVD Write কিভাবে করতে হয় তা দেখবো। Data CD Write রাইট করতে গেলে ফ্রী আর প্রফেশনালের মধ্যে অনেক টুল আছে। আর এই টিউটোরিয়ালে আমরা সিডি রাইটিং এর জগতে অত্যন্ত জনপ্রিয় টুল Nero ব্যবহার করেছি 


ব্যবহার পদ্ধতিঃ
এ কাজের জন্য প্রয়োজন হবে একটি Blank CD বা Blank DVD। আপনার ডাটাগুলো যদি 700 MB এর ভিতরে থাকে তাহলে CD আর 700 MB এর বেশি হলে DVD লাগবে। আপনার ডাটা কতটুকু তা দেখে একটি Blank CD বা Blank DVD সংগ্রহ করুন। আমি এই টিউটোরিয়ালে CD ব্যবহার করেছি। একটি DVD তে 4.7 GB পর্যন্ত ডাটা রাইট করা যায় আর CD তে 700 MB

১। প্রথমে Blank CD টি সিডি ড্রাইভে প্রবেশ করান। তারপর Nero রান করুন। নিচের মত আসবে। ওখানে CD/DVD অপশন থেকে CD সিলেক্ট করুন। আমরা যদি সিডি রাইট করি তাহলে CD সিলেক্ট করবো। ডিভিডি রাইট করলে DVD সিলেক্ট করবো।


 ২। এবার Favorite বাটনটিতে ক্লিক করে Make Data CD তে ক্লিক করুন।


৩। নিচের চিত্রটি আসবে। ওখানে Add বাটনের মাধ্যমে আমরা ফাইল যুক্ত করতে পারি। আবার Drag & Drop  (মাউস দিয়ে ধরে টেনে ছেড়ে দেয়া) এর মাধ্যমে ও ফাইল এড করতে পারি।


৪। আবার Drag & Drop  এর মাধ্যমে ও ফাইল এড করবো। এ জন্য আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি খুলবো। এবার যে ফাইলগুলো রাইট করবো তা মাউস দিয়ে ধরে Nero ‘র সাদা খালি জায়গায় ছেড়ে দেবো (সবুজ তীর চিহ্নিত)। নিচের চিত্র দেখুন। ক্লিক করলে চিত্রটি বড় হবে।
চিত্রে বাম পাশ থেকে ফাইল ও ফোল্ডার ড্রগ করে ডানপাশে নিরোতে ছেড়ে দেয়া হচ্ছে।
চিত্রে বাম পাশ থেকে ফাইল ও ফোল্ডার ড্রগ করে ডানপাশে নিরোতে ছেড়ে দেয়া হচ্ছে।
 
৫। এভাবে যত ইচ্ছা আমাদের ফাইলগুলো ছেড়ে দিতে পারি। আর তা নিরোর লিস্টে দেখা যাবে। আমাদের ফাইল এড করা ফাইল সিডিতে কতটুকু জায়গা দখল করেছে তা নীল রঙের বারে নিচে দেখাবে (নীল তীর চিহ্নিত)। ওখানে হলুদ আর লাল দুটি দাগ আছে। আপনি ফাইল এড করতে করতে হলুদ চিহ্নটি পর্যন্ত আসতে পারবেন। লাল চহ্নতে যাওয়া মানে আপনার ফাইল সাইজ সিডির সাইজের বাইরে চলে যাচ্ছে। তাই ঐ বারগুলো দেখে ফাইল এড করতে থাকুন। সবশেষে Next দিন।


৬। নিচের উইন্ডোটি আসবে। আপনার একাধিক CD Writer* থাকলে যেটিতে সিডি আছে সেটি সিলেক্ট করে দিন (কালো তীর চিহ্নিত), Disc Name এর জায়গায় একটি নাম দিন (সবুজ চিহ্নিত) যা সিডি ঢুকালে সিডি ড্রাইভে দেখায়, কত স্পীডে রাইট করবেন তা ঠিক করে দিন**। সবেশেষে Burn বাটনে ক্লিক করুন।


৭। রাইটিং শুরু হবে নিচের মত। অপেক্ষা করুন।


৮। রাইটিং শেষে Successful মেসেজ আসবে। OK>Next>Exit দিন। রাইটিং শেষে আপনার সিডি বের হয়ে আসবে। এবার সিডিটি টেষ্ট করে দেখুন।

টীকাঃ
* সিডি রাইট করার জন্য অবশ্যই CD Writer লাগবে। CD Writer কয়েক ধরনের হয়ে থাকে। যেমনঃ

CD Writer-এটি দিয়ে সিডি চালানো যায় আবার সিডি রাইটও করা যায়। কিন্তু ডিভিডির কাজ করা যায় না।

Combo Drive- এটি দিয়ে সিডি/ডিভিডি চালানো যায়, সিডি রাইট করা যায় কিন্তু ডিভিডি রাইট করা যায় না।

DVD Writer-এটি দিয়ে সিডি/ডিভিডি সবগুলো চালানো যেমন যায় তেমনি রাইটও করা যায়। বর্তমান সময়ে এটি খুবই জনপ্রিয় এবং আগের চেয়ে সস্তাও বটে। তাই পিসির জন্য সিডি রম কিনতে গেলে এটিই কেনা উচিত।

** রাইট করার সময় সিডি/ডিভিডি Speed টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত প্রত্যেক সিডি/ডিভিডির গায়ে স্পিড লেখা থাকে এবং ওটার চেয়ে বেশি স্পিডে রাইট করা ভাল নয়। সাধারণত সিডির গায়ে সর্বোচ্চ 52X এবং ডিভিডির গায়ে সর্বোচ্চ 16X লেখা থাকে। RW (Rewritable= যেটা অনেকবার রাইট করা যায়) হলে স্পিড আরো কম হয়ে থাকে। কিন্তু দেখা যায় রাইট করার সময় সর্বোচ্চ স্পিড ব্যবহার করলে সিডি কাজ করে না কিংবা সিডিটি নষ্ট হয়ে যায়। কারণ ঐ স্পিডে সিডির ডাটা Read করতে পারলেও Write করতে পারা যায় না। তাই আমি সিডির ক্ষেত্রে সর্বোচ্চ 24X, এবং ডিভিডির ক্ষেত্রে সর্বোচ্চ 12X রাইটিং স্পিড ব্যবহার করি।


0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।