কম্পিউটারে যে কয়টি মূল্যবান Device রয়েছে তার মধ্যে
Hard Disk একটি। বছরের পর বছর আপনার সব গুরুত্বপূর্ণ Data জমা রেখে Data Bank হিসেবে কাজ করে
এই মূল্যবান Device টি আপনাকে সাহায্য
করে যায়। অন্যান্য Device এর মত এটি তেমন
অসুস্থও হয় না। তবে একেবারে যে হয় না তা নয়। এর প্রধান রোগের মধ্যে একটি হলো Bad Sector। এ বিষয়ে এর আগে আমি আমার ব্লগে এবং টেকটিউনস এ পোষ্ট করেছিলাম। Bad
Sector থেকে Hard
Disk কে রক্ষা করার জন্য Bad
Sector Repair এর চেষ্টা করা হয়। তবে অনেক সময় Hard Disk এর অবস্থা সে পর্যায়ে
থাকে না যার ফলে একে Repair করা সম্ভব হয় না। তখন উচিত Bootable Disk দিয়ে গুরুত্বপূর্ণ
Data গুলো Backup নেয়া।
Data Backup নেয়ার পর Hard Disk টাকে Wipe করা হলো তখন শেষ চিকিৎসার একটি। Hard Disk এর অন্যান্য চিকিৎসার
জন্যও এই কাজটি করা হয়। এছাড়া Hard Disk এর Data Destruction এর কাজেও Hard Disk Wipe করা হয়। আমরা আজকে সেই রকম
একটি কাজ করতে যাচ্ছি। আগেই বলেছি যে গুরুত্বপূর্ণ Data
Backup নিতে হবে। এছাড়া Test করা বা শিখার জন্য এ কাজটি করা উচিত নয়। কাজটি করার জন্য
অনেক Software ব্যবহার করা যায়। আমি এই কাজটিতে একটি Simple Partition Tool ব্যবহার করেছি
যার নাম EaseUS Partition Master। যাদের Bootable Disk আছে তারা Bootable Disk ব্যবহার করে কাজটি করতে পারেন। আর যাদের নেই তারা EaseUS Partition Master এর Free Version টি ব্যবহার করতে
পারেন। আর ঐ অবস্থায় Free Version টি Install করে অসুস্থ Hard Disk টিকে Secondary হিসেবে লাগিয়ে কাজটি
করতে হবে। যাক - আমি আমার টিউটোরিয়ালে Bootable Disk ব্যবহার করেই কাজটি
করছি। আর হ্যাঁ, ইতিপূর্বে তৈরি করা আমার Multiboot Partition CD তে এ টুলটি আছে। প্রয়োজন মনে হলে Download করতে পারেন।
সতর্কতাঃ
কাজ চলাবস্থায় PC বন্ধ
করবেন না বা বিদ্যুৎ সংযোগ যেন বন্ধ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
How to Work:
১। EaseUS Partition
Master Run করুন। আপনার Hard Disk টি নিচের মত দেখাবে (Drive থাকলে Drive সহ)। যে কয়টা Hard Disk লাগানো থাকবে সবকটি এখানে দেখাবে। আমার এখানে একটি Hard Disk।
২। উপরের Disk
Menu থেকে Wipe Disk এ ক্লিক করুন।
অথবা যে Disk টি মুছতে চান তার উপর Right Click করে Wipe Disk এ ক্লিক করুন।
৩। নিচের মত Massage আসবে। OK দিন।
৪। আবার Massage
আসবে। OK দিন।
৫। Wipe Preview দেখাবে নিচের মত। অর্থাৎ Hard Disk টি Wipe করার পর সব Partition মুছে নিচের মত হয়ে
যাবে।
৬। Apply দিন।
৭। নিচের মত Massage আসবে। Yes দিন।
৮। Processing শুরু হবে নিচের
মত। কাজটি শেষ হতে আপনার হার্ডডিস্কের অবস্থা
এবং Size এর উপর ভিত্তি
করে কয়েক ঘন্টাও লাগতে পারে। কাজ চলাবস্থায় যেন
বিদ্যুৎ না যায় শুধু সে দিকে খেয়াল রাখতে হবে।
৯। কাজ শেষে Successful Massage আসবে নিচের মত। OK দিন।
১০। এখন আপনার Hard Disk এ কোন Data নেই, কোন Partition নেই, নেই কোন Partition Table।
১১। এবার আপনার Hard Disk টিকে নতুনভাবে Partition করুন। Partition করার জন্য Windows XP, Seven বা আপনার পছন্দের
কোন Partition Tool ব্যবহার করতে পারেন। Partition করার পরও Bad Sector এখন আছে কিনা তা জানার জন্য HDD Regenerator ব্যবহার করে দেখতে
পারেন।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।