সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Destroy All Data of HDD- হার্ডডিস্কের সকল তথ্য চীরতরে মুছে ফেলুন।

Destroy All Data of HDD- হার্ডডিস্কের সকল তথ্য চীরতরে মুছে ফেলুন।




শিরোনাম দেখে ভয় পেয়ে গেছেন নিশ্চয়? হার্ডডিস্কের তথ্য মুছতে যাবো কেন? তাও আবার চীরতরে হ্যাঁ, বিষয়টা সেই রকমই বটে ধরুন আপনার একটা Personal Hard Disk আছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য আছে এখন সেটি বিক্রয় করে দেবেন বা কাউকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই অবস্থায় আপনি যা করবেন তা হলো প্রথমে আপনার তথ্যগুলো মুছে তারপরই হার্ডডিস্কটা দেবেন যাতে আপনার তথ্যগুলো কেউ না পায় কিন্তু তাতে কি আপনার তথ্যগুলো নিরাপদ? মোটেই না ইচ্ছা করলেই Data গুলো যে কেউ Recover করে Misuse করতে পারে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে Data গুলোকে Destroy করতে হবে যাতে কোন Data Recovery Tool দিয়ে তা Recover করা না যায়। শুধু ঐ সমস্যা নয়, বরং নানা কারণে Hard Disk এর Data Destruction করা হয়ে থাকে আমরা সে রকম কাজটি করতে যাবো আজকে


বর্তমানে Free আর Professional অনেক Tool রয়েছে যা দিয়ে কাজটি করা যায় কাজটিতে আমি অতী পরিচিত একটি Professional Tool ব্যবহার করবো নাম Acronis True Image Home

How To Use:
Acronis True Image Home এর Bootable Disk দিয়ে (Bootable CD/Bootable USB) PC Boot করুন অথবা Acronis True Image পিসিতে সেটাপ করুন তারপর Targeted Hard Disk টি Secondary হিসেবে লাগিয়ে Acronis True Image Home চালু করুন। নিচের মত হোমপেজ আসবে


Tools & Utilities থেকে Acronis Drive Cleaner Run করুন


 ৩ নিচের মত আসবে


List থেকে কোন্ Disk টি মুছতে চান তা সিলেক্ট করুন। আর যদি কোন Drive মুছতে চান তাহলে সেই Drive টি সিলেক্ট করতে হবে আমি এখানে পুরো Disk টি মুছবো তাই Disk টি সিলেক্ট করেছি


এরপর Next দিন


আবার Next দিন


নিচের মত আসবে


Wipe the Selected Partitions irreversibly অপশনে Tick Mark দিয়ে Proceed দিন


নিচের মত Processing শুরু হবে Shutdown অপশনে Tick Mark দিয়ে অপেক্ষা করুন কাজ শেষ করে পিসি Automatic Shutdown হয়ে যাবে





এরপর Hard Disk টাকে নতুন করে পার্টিশান করে নিন Windows XP, Seven, Disk Management বা আপনার পছন্দের কোন Partition Tool ব্যবহার করতে পারেন

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।