Avro তৈরির পর থেকে বাংলা লেখার সফটওয়ার নির্মাতা দাদাদের
কপালে ভাঁজ পড়তে থাকে এর জনপ্রিয়তা কারণে। জনপ্রিয়তার
সেই ধারা এখনো অব্যাহত আছে। এখন অভ্র প্রেমিকের অভাব নেই। কিছু দিন আগে Windows 8 আসার পর কেউ
কেউ সমস্যার কথা বলেছিল। আর তাই অভ্র প্রেমিদের হতাশা দূর
করতে সম্প্রতি ছাড়া হলো অভ্র এর নতুন ভার্সন Avro 5.5.0। Windows 8.1 Compatible আপডেট এই ভার্সনে পূর্বের কিছু
সমস্যা দূর করা হয়েছে। তাই অভ্র প্রেমিরা এখন নিশ্চিন্তে Windows 8.1 এও অভ্র ব্যবহার
করতে পারবে। মানীদের মান রাখার জন্য পূর্বের ভার্সনের মত এই
ভার্সনেও Unijoy Layout টি বাদ দেয়া
হয়েছে। বিস্তারিত Omicronlab Page এ দেখতে পারেন।
আমি Unijoy আর Bijoy2003 Layout যুক্ত করে তৈরি
করেছি Avro 5.5.0 Silent Pack।
এর আগে আমি Avro 5.1 Silent Pack তৈরি করেছিলাম। দুটি প্যাকের সেটিংস একই। ঐ পোষ্টটি পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন। আর যারা আগের
প্যাকটি ব্যবহার করেছেন তারা আমার এই প্যাকটি সহজে বুঝতে পারবেন। এ পোষ্টটি Avro
5.5.0 দিয়ে লেখা। এছাড়া অভ্র নিয়ে আমার অভ্রতে
বিজয় ব্যবহার !! র্যা সমস্যার সমাধান
পোষ্টটিও পড়তে পারেন। যদি মনে করে থাকেন এ
সাইলেন্ট প্যাকটি আপনার দরকার তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
Download: Avro 5.5.0 Silent
somebody help me plz???pc on korle e failed to set data for"layout display name"aita dekhai..avro keyboard a
উত্তরমুছুনএকটা স্ক্রীনশট দিতে পারবেন?
মুছুনখুব ভালো বাংলা সহজে লিখতে পারি.
উত্তরমুছুন