Internet এ ভিডিও দেখার জন্য যে সফটওয়ারটা সবচেয়ে
গুরুত্বপূর্ণ তার নাম Adobe Flash Player. Google Chrome এ কোন সমস্যা ছাড়াই ভিডিও দেখা গেলেও Firefox এর মত Plug-ins Based
Browser গুলোতে Flash Player ছাড়া ভিডিও দেখা সম্ভব হয় না। তাই ভিডিও দেখতে গেলেই Latest Version এর Adobe Flash Player Install করার জন্য Massage আসে। কিন্তু Adobe Flash Player এর Latest Version Install করার পরও দেখা যায় ভিডিও চলছে না বরং আগের মত Install Plug-in
Problem দেখায়। এটি খুবই বিরক্তিকর একটি ব্যাপার। তাই এর সমাধানটা
জেনে নেয়া খুবই জরুরী।
সমাধানঃ
১। পূর্বে ইনস্টলকৃত Adobe Flash Player Uninstall করুন। PC Restart দিন।
৫। পরবর্তী Update Version পেলে সেটাও Install করুন।
আশাকরি আপনি আর Flash Player Problem পাবেন না। বরং আগের চেয়ে আরো বেশি Resolution দিয়ে ভিডিও দেখতে পাবেন। পোষ্টটি Firefox এর
উপর ভিত্তি করে লেখা। Chrome
ব্যবহারকারীরা ভিডিও চলতে সমস্যা হলে Chrome এর Update Version ব্যবহার করতে পারেন।
Download: Home Page Other Page
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।