এর আগে Windows XP Live এবং Windows 7 Live (Version 3.0) নিয়ে লিখেছিলাম। Windows 7 Live টা খুবই উপকারি ছিল সবার জন্য। গুরুত্বপূর্ণ অনেকগুলো টুল দিয়েই Windows 7 Live টা তৈরি করেছিলাম যা দিয়ে প্রয়োজনীয় প্রায় সব কাজ করা যেতো। তবে আপডেট করা দরকার হলেও এতদিনে সময়ের অভাবে তা সম্ভব হয় নি। এবারে Windows 7 Live আপডেট করেই হাজির হয়েছি সবার সামনে।
Update Version (3.5) তে অসংখ্য ড্রাইভার (Driver Packs Version
17.7.4 এবং Driverpacks.net Version 12.2) এড করেছি। যেমন Chipset, Mass Storage, USB সহ আরো অনেক গুরুত্বপূর্ণ
ড্রাইভার। এর ফলে Software গুলো আগের Version থেকে আরো দ্রুত রান হবে, পিসির Performance বাড়বে আগের তুলনায়। এছাড়া আগের ভার্সনটি 4rth Generation বা তার পরবর্তী পিসিগুলোতে USB ড্রাইভার সমস্যায় পড়তো। কিন্তু
আপডেট ভার্সনটাতে সে সমস্যাটি কেটে যাবে। ল্যাপটপের ক্ষেত্রে হয়তো কিছু কিছু
ব্রান্ডের পিসিতে Build in Keyboard/Touch Pad
কাজ না করতে পারে। সে ক্ষেত্রে USB Mouse/Keyboard use করলে সমস্যার সমাধান হবে। অনেকগুলো ড্রাইভার Add করাতে File Size টা একটু বেড়েছে। তাই Loading Files এ আগের থেকে একটু বেশি সময় নিবে। কিন্তু Driver গুলো আগের থেকে অনেক দ্রুত Load হবে। এছাড়া বর্তমান Version এর Performance হবে আগের তুলনায় অনেক বেশি।
আগের ভার্সনে অনেকগুলো টুল
এড করেছিলাম। যেমন HDD/Partition সংক্রান্ত
কাজের জন্য AOMEI Partition Assistant,
Minitool Partition Wizard, Data Backup and Restore এর জন্য AOMEI Backupper, Data Recover করার জন্য Minitool Power Data Recovery, EaseUS Data Recovery Wizard এবং Recuva এর মত জনপ্রিয় Data
Recovery Tool, Hardware info এর জন্য CPUZ, Free PC Audit এবং Speccy এর মত জনপ্রিয় Hardware
Information টুল এবং সাথে Windows এর Built
in Hardware Info Tool। Laze Soft এর মত অতি চমৎকার Tool টিও
Add করেছি যা দিয়ে একসাথে Windows Password Hacking, Partitioning,
Data Recover, Data Backup and Restore এবং Windows Recovery এর মত অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়।
এছাড়া File Folder Searching এর জন্য রয়েছে অতি জনপ্রিয় EverythingTool, Windows Password Hack করার জন্য রয়েছে Lazesoft, NTPWEdit, Password Renew, Writer-Reader হিসেবে Windows
Notepad, WordPad এর সাথে রয়েছে Notepad++, PDF
Reader হিসেবে রয়েছে Sumatra PDF, File Folder Unlock করার জন্য Unlocker Tool, Zip/Unzip এর জন্য রয়েছে অতি জনপ্রিয় 7zip, Photo Viewer বা Image Viewer হিসাবে MS
Paint এর পাশাপাশি রয়েছে Irfan view যার মাধ্যমে Image গুলোকে Thumbnail আকারে দেখা যাবে, ডাবল ক্লিকের
মাধ্যমেই ওপেন করা যাবে, Edit করা যাবে। Windows Explorer এর পাশাপাশি My Computer
Explore করার জন্য রয়েছে অধিক Feature সমৃদ্ধ Q-Dir সহ আরো অনেক কিছু। Third Party Tool ছাড়াও Program Menu তে অনেকগুলো জনপ্রিয় Windows Tool Add করেছি। বর্তমান ভার্সনটিতে সবগুলো টুল আপডেট করা হয়েছে। সাথে AOMEI Dynamic Disk Manager নামে নতুন একটি গুরুত্বপূর্ণ
টুল এড করা হয়েছে।
Mini Windows হলেও পূর্ণাঙ্গ একটি Operating System হিসেবে কাজ করার জন্য যা যা
দরকার তার প্রায় সবকিছুই দেয়ার চেষ্টা করেছি। Version (3.5) এ Driver গুলো Pre-Installed। তাই Install করার জন্য অতিরিক্ত সময় লাগবে না বরং আগের চেয়ে
দ্রুত রান হবে। ISO টির কিছু বৈশিষ্ট্য
নিম্মে দেয়া হলোঃ
How to use: File টি Zip
করেই Upload করেছি। Download করার পর Unzip করুন। তাহলে আসল ISO File টি
পাওয়া যাবে।
CD/DVD তে ব্যবহার করার জন্য ISO File টি Nero, Image Burner, Windows ISO Writer বা যেকোন একটা টুল দিয়ে Write করলেই হবে।
Bootable
|
:
|
Yes. (CD/DVD/USB)
|
Legacy Support
|
:
|
Yes
|
UEFI Support
|
:
|
NO
|
Size (boot.wim)
|
:
|
511MB
|
Size (ISO)
|
:
|
517MB
|
Download Size
|
:
|
494.74MB (Win_7_PE_3.5.7z)
|
PC
Configuration
|
:
|
Windows 7 Compatible PC
|
RAM
|
:
|
Minimum 1GB
|
CD/DVD তে ব্যবহার করার জন্য ISO File টি Nero, Image Burner, Windows ISO Writer বা যেকোন একটা টুল দিয়ে Write করলেই হবে।
যারা Flash
Drive বা Pendrive এর মাধ্যমে ব্যবহার করবেন
তারা Bootable USB Without Software, Write ISO On USB বা Windows7 Tool এর মত অসংখ্য Tool পাবেন আমার
ব্লগে বিস্তারিত বিবরণসহ। পছন্দমত যেকোন এক পদ্ধতির
মাধ্যমে Flash Drive টাকে
বুটেবল করতে পারেন।
যারা অন্যান্য Windows এর সাথে Multiboot হিসেবে
ব্যবহার করবেন তারা Multiboot Windows Without Software, All in One Multiboot Windows USB,
Create Multiboot Windows RE, Multiboot Windows Post টি দেখতে
পারেন। Multiboot নিয়ে আমার
ব্লগে অসংখ্য পোষ্ট রয়েছে যেভাবে ভাল লাগে সেভাবে কাজ করা যাবে। Multiboot করার সময় আমার bootmgr File টাকে Edit/Rename/Change করা যাবে না। এটার জায়গায় অন্য ফাইলও দেয়া না।
কারণ আমার bootmgr ফাইলটা Edit করা।
vai. Download hoina
উত্তরমুছুনআমরা দুঃখিত তাড়াহুড়ো করে লিস্কস দেওয়ার ফলে লিস্কস কাজ করতেছেনা।
মুছুনএই লিস্কস হতে ডাউনলোড করুন ধন্যবাদ
http://www.mediafire.com/file/zjrmhu20wr93l3g/Win_7_PE_3.5.7z
Thanks. Link is working now.
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ কামরুল ভাই। আমি উইন্ডোজ১০ এর শুধু ফাইল এক্সপ্লোরারের ডিফল্ট ফন্ট পরিবর্তন করতে চাইছি, কারণ ডিফল্ট ফন্টটিতে অনেক বাংলা শব্দ ভেঙ্গে যায়, যেমন এ্যান্ড্রু কিশোর, মিন্টু ইত্যাদি। ডিফল্ট হিসাবে সিয়াম রূপালি ফন্ট ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয়, সেক্ষেত্রে দুটি সমস্যা হচ্ছে ১. শুধু মাত্র ফাইল এক্সপ্লোরারের ফন্ট পরিবর্তন না হয়ে বরং উইন্ডোজের সমস্ত জায়গার ফন্টই পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ২. সিয়াম রূপালী ফন্টে বাংলার চেয়ে ইংরেজী দেখতে বড় হওয়ায় বাংলা সুবিধা জনক সাইজে (ফন্ট সাইজ ১১) রাখতে গেলে ইংরেজী দেখতে বিশ্রী রকমের বড় হয়ে যাচ্ছে। দয়া করে এই সমস্যাটির সমাধান করে দেবেন প্লিজ।
উত্তরমুছুনSorry খালিদ ভাই উত্তর দিতে দেরী হলো। নেটওয়ার্কের বাইরে থাকায় অনলাইনে আসতে পারি নি। আপনি যেভাবে চাচ্ছেন তা পারা যাবে না সম্ভবত। Windows 10 এ এমনিতে ফন্ট পরিবর্তনটা আগের থেকে কঠিন করা হয়েছে। কষ্ট করে করা গেলেও একসাথে ইংরেজী, বাংলার সুবিধা সমানভাবে পাওয়া যাবে না। তবে Control Panel\All Control Panel Items\Display এ গিয়ে Change Only the text size এর নিচের অপশনগুলো এবং বামপাশের Adjust Clear type text দেখতে পারেন।
মুছুনধন্যবাদ ভাই
মুছুনঅনেক ধন্যবাদ ভাই.....
উত্তরমুছুনদেখি কতটা কাজ করে......
কামরুল ভাই 3.5 এ windows 7 এর Service pack কত build নাম্বার কত কত bit ব্যবহার করেছেন Iso ফাইলের লিংক-টি কি দেওয়া যাবে?
উত্তরমুছুনWindows 7 এর অরিজিনাল ISO File download link এখন পাবেন না। কাছের কারো কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে।
মুছুনvi ata ke UEFI Bios Mode A run Korba?
উত্তরমুছুনvi ata ke UEFI Bios Mode a support korano sombov?
উত্তরমুছুন32bit OS UEFI supported না। মাইক্রোসফট থেকেই এ অপশন নেই।
মুছুনYour blog is great because I can learn new things from it. GridinSoft Anti-Malware
উত্তরমুছুন