সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: HDD Regenerator- bad sectors repair করে

HDD Regenerator- bad sectors repair করে



HDD Re-generator একটি শক্তিশালী প্রফেশনাল টুল যা হার্ডডিস্কের Bad Sectors  Repair, Crashed Hard Disks Restore করে হার্ডডিস্কের শক্তি বাড়াতে সাহায্য করে থাকে অন্যান্য HDD Tools এর চেয়ে এটি খুব দ্রুত স্ক্যান ও রিপেয়ারের কাজটি করতে পারে সফটওয়ারটি পিসিতে ইনস্টল করা থাকলে সব সময় হার্ডডিস্ক মনিটর করে এবং সমস্যা পেলে সাথে সাথে রিপেয়ার করে। কর্তৃপক্ষের দাবী হার্ডডিস্ক যতই ক্ষতিগ্রস্থ হোক কোন ধরনের Data Loss না করেই HDD Re-generator ক্ষতিগ্রস্থ হার্ডডিস্ককে repair করতে পারে এটি FAT, NTFS সহ অনেক ধরনের File System, এবং UN-formatted বা UN-Partitioned ডিস্কেও ব্যবহার করা যায়। বাকিটুকু বুঝার জন্য নিজেকে ব্যবহার করতে হবে। আমার কাছে এর দ্রুত স্ক্যানটা ভাল লেগেছে। এটি Windows এবং Dos দুই মোডেই চালানো যায়

কিভাবে ব্যবহার করবেনঃ
Dos এর মাধ্যমে ব্যবহার করতে চায়লে বুটেবল কোন সিডি/ইউএসবি ব্যবহার করে করতে হবে। সমস্যা জনিত হার্ডডিস্কি রিপেয়ার করার জন্য বুটেবল সিডি/ইউএসবি ব্যবহার করে DOS এর মাধ্যমে ব্যবহার করাটাই সবচেয়ে ভাল আর বুটেবল সিডি/ইউএসবি তৈরি করার জন্য প্রথমে সফটওয়ারটি ইনস্টল করতে হবে। তারপর সেটি রান করলেই বুটেবল সিডি/ইউএসবি তৈরি করার অপশন পাবেন। আমি টুলটি Hiren’s BootCD10.5 থেকে ব্যবহার করেছি। তাই যাদের কাছে Hiren’s BootCD আছে তারা সেখান থেকেই ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেখি কিভাবে ব্যবহার করবেন।

১। পিসি রান করে বায়োসে গিয়ে 1st boot device সিডিরম দিনএকই সাথে Hiren's BootCD10.5 সিডিরমে প্রবেশ করানঅর্থাৎ Hiren's BootCD দিয়েই পিসি রান করাতে হবে Hiren's BootCD10.5 এর মেন্যু আসবেDos Programs সিলেক্ট করে Enter চাপুন

২। এরপর Hard Disk Tools... এ গিয়ে এন্টার চাপুন।

৩। পরবর্তী মেন্যু থেকে More এ গিয়ে এন্টার চাপুন।

৪। এরপর আবার More এ গিয়ে এন্টার চাপুন।

৫। তারপর দেখবেন 7 নং স্টেপে HDD Regenerator 1.71 * আছে। ওটা সিলেক্ট করে এন্টার চেপে অপেক্ষা করুন।

৬। নিচের মত মেসেজ আসলে Yes দেয়ার জন্য এন্টার চাপুন।
  
৭। আপনার পিসিতে কয়টা ডিস্ক লাগানো আছে তার লিস্ট দেখাবে সাইজ সহ। এন্টার বা অন্য কিছু চাপুন। [Esc চাপলে টুলটি বন্ধ হয়ে যাবে।]

৮। কয়েকটি মেন্যু আসবে। Menu তে যা দেখাচ্ছে সেই কাজগুলো আপনি করতে পারবেন। আমাদের প্রয়োজন 1 নং সিরিয়ালে থাকা Scan and Repair অপশনটি। সেটি চালু করার জন্য কী-বোর্ড থেকে 1 লিখে এন্টার চাপুন।

৯। এখন কী-বোর্ড থেকে M লিখে এন্টার চাপুন।
M লেখার আগে
M লেখার আগে

M লেখার পরে
M লেখার পরে
১০। তাহলে নিচের মত প্রসেস শুরু হবে। শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  
চিত্রটিতে উপরে ডান পাশে সময় এবং নিচে বাম পাশে কয়টা Bad Sector পাওয়া যাচ্ছে [ লাল B দিয়ে চিহ্নিত] এবং কয়টা Repair [নীল-সবুজ R দিয়ে চিহ্নিত] হচ্ছে তা দেখাবে। [অপারেশন ক্লোজ করার জন্য Esc চাপতে পারেন।]

১১। অপারেশন শেষ হলে নিচের মত ফলাফল লিস্ট পাবেন। এবার পিসি রিস্টার্ট দিতে পারেন।

সতর্কতাঃ অপারেশন চলার আগে নিশ্চিত হোন যে, মাঝখানে আপনি অপারেশন বন্ধ করবেন না বা পিসি বন্ধ হবে না। কারণ কাজ চলাবস্থায় বন্ধ হয়ে গেলে হার্ডডিস্কের স্থায়ী ক্ষতি হতে পারে।

১০টি মন্তব্য:

  1. ভাইয়া! আমি সফ্টওয়্যার টা দিয়ে বুটেবল ডিস্ক বানিয়ে DOS Mood এ ব্যাড সেক্টর Repair করতে গিয়েছিলাম কিন্তু ১৯.৭৬% হওয়ার পর একটা মেসেজ আসে যেটাতে আমার হার্ডডিক্স Mode ADI থেকে AHCI করে স্ক্যান দিতে বলে। এরপর থেকেই আমার হার্ডডিক্সে সমস্যা। এখন আমি কি করব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মেসেজটা কি এখানে দিতে পারবেন? তাহলে সমস্যাটা বুঝা যেতো।

      মুছুন
  2. Message টা ঠিক এই রকম
    "If your Sata controller works in AHCI mode, change it to compatible IDE mode"

    এখন আমি কি করব? কারন পিসি অন করলেই আমাকে Warning দেওয়া হচ্ছে যে আমার হার্ডডিক্সে সমস্যা এবং যে কোন সময়ে সম্পূর্ণ হার্ডডিক্স ক্রাশ করতে পারে এবং এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে ব্যাকআপ নিতে বলছে অথবা হার্ডডিক্স Repair বা Change করতে বলছে।

    ধন্যবাদ।

    উত্তরমুছুন
  3. দুঃখিত! আমার প্রথম কমেন্ট এ একটু ভূল ছিল। ওটা হবে AHCI থেকে ADI mode এ Change করতে বলেছিল।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি যে Warning massage টা পেয়েছেন তা ঠিকই আছে ভাই। একে S.M.A.R.T. (Self-Monitoring, Analysis and Reporting Technology) টেকনলজি বলে। হার্ডডিস্ককে নিয়মিত মনিটরিং করার একটি প্রযুক্তি যা হার্ডডিস্ককে built in থাকে। কোন ধরনের সমস্যা পেয়ে থাকলে এ প্রযুক্তি মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়। এ মেসেজটি অনেকটা হার্ডডিস্ক নস্ট হওয়ার পূর্ব সংকেত। তাই এ সংকেত পাওয়ার সাথে সাতে গুরুত্বপূর্ন ডাটা বেক আপ নেয়া উচিত। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে।
      আপনার ২য় মেসেজ যেটা compatible IDE mode এ চেন্জ করতে বলছে তা হলো- HDD Regenrator use করার জন্য আপনার হার্ডডিস্কটা IDE mode এ থাকতে হবে। অন্যথায় hdd Regenerator use করা যাবে না। আপনি বায়োসে গেলে দেখবেন আপনার হার্ডডিস্কটি বর্তমানে AHCI/SATA Mode এ আছে। আপনি ওটা Legacy, IDE মোডে করে তারপর hdd Regenerator use করেন। সব বায়োসে বা মাদারবোর্ডে এ দুটি অপশন এক সাথে থাকে না। বিশেষ করে পুরাতন মাদারবোর্ডে। সে ক্ষেত্রে আপনার হার্ডডিস্কটা অন্য মাদারবোর্ডে লাগিয়ে কাজ করতে পারেন।

      মুছুন
  4. আপনাকে অসংখ্য ধন্যবাদ। :-)

    উত্তরমুছুন
  5. আচ্ছা, আমাকে বুট করে হিবন সিডি থেকে ব্যবহার করতে হবে কেন? আমি কি Windows এ সফটি Setup দিয়ে কাজটি করতে পারি না ? জানাবেন pls

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার হার্ডডিস্ক যখন কাজ করবে না বা হার্ডডিস্ক থেকে পিসি বুট করা সম্ভব হবে না তখন কি আপনি Windows এ সফটি সেটাপ দিতে পারবেন?

      মুছুন
  6. Allow me to introduce the LE-MERIDIAN FINANCING SERVICES. the loan company that grant me loan of 5,000,000.00 USD When other loan investors has neglect my offer but Le_Meridian Funding Service grant me success loan.they are into directly in loan financing and project in terms of investment. they provide financing solutions to companies and individuals seeking access to capital markets funds, they can helped you fund your project or expand your business.. Email Contact:::: lfdsloans@lemeridianfds.com Also lfdsloans@outlook.com or Write on whatsapp Number on 1-(989-394-3740)Good Intend,

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।