সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের

Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের



বর্তমানে পার্টিশান বা পুরো হার্ডডিস্কের ডাটা Backup Recovery’র পদ্ধতিটা দারুন জনপ্রিয় বিশেষ করে Operating System Backup Recovery’র কাজটি করে না এমন ব্যবহারকারীর সংখ্যা খুবই কম আর যারা এই কাজটি করেন তাদের মধ্যে Acronis True Image সফটওয়ারটি খুবই পরিচিত কারণ বেশিরভাগ ইউজারই এই সফটওয়ারটি ব্যবহার করে পার্টিশানের ইমেজ তৈরি করে এবং সেটি রিস্টোর করে Acronis True Image Home Edition ও একই প্রতিষ্ঠান থেকে তৈরি সফটওয়ার যা অনেক উপকারী কাজে ব্যবহার করা যায়। আমি Acronis True Image Home Edition 2012 এর উপর আজকে টিউটোরিয়ালটি করবো।

সফটওয়ারটি'র দারুন একটি বৈশিষ্ঠ্য হলো এর দ্বারা তৈরি ইমেজের সাইজটি অন্যান্য সফটওয়ার থেকে খুবই কম হয়ে থাকে যেমন এই সফটওয়ার দিয়ে তৈরি আমার  Windows 7 এর ইমেজ সাইজ হয়েছে মাত্র 3.58GB যার আসল সাইজ 12GB তাছাড়া ইমজে  Create আর Restore এ খুব কম সময় লাগে এছাড়া আর কিছু টুল আছে যা দিয়ে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায়

প্রথমে Acronis True Image এর পেজে গিয়ে বা softpedia থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন সসফটওয়ারটি সেটাপ দেয়ার পর এর Bootable CD তৈরি করে ফেলুন। এটি একটি প্রফেশনাল সফটওয়ার তাই Bootable CD তৈরি করার জন্য প্রোডাক্ট কী দরকার হবে প্রোডাক্ট কী Google এর মাধ্যমে খুঁজ করতে পারেন, কিংবা বন্ধুদের কাছে চেয়ে নিতে পারেন অথবা কমেন্টস এ মেইল এড্রেস দিলে আমি সাহায্য করতে পারি অবশেষে ধরে নিলাম আপনারা Bootable CD পেয়ে গেছেন এবার চলুন কাজ শুরু করি

ইমেজ ক্রিয়েটঃ
Bootable CD দিয়ে পিসি চালু করুন নিচের মত চিত্র আসবে Acronis True Image Home এ ক্লিক করুন
  

নিচের মত চিত্র আসবে এটি Acronis True Image এর Home Page.
  

Backup এ ক্লিক করুন


Backup থেকে Disk and Partition Backup এ ক্লিক করুন


Partition লিস্ট আসবে কোন Partition এর Backup করবেন তাতে ঠিক চিহ্ন দিন Next দিন


ইমেজটি কোথায় সেভ করবেন তা দেখিয়ে দেয়ার জন্য Brows বাটনে ক্লিক করুন


নিচের মত পেজ আসবে


কোথায় সেভ করবেন ড্রাইভটি সিলেক্ট করে File Name এর জায়গায় একটি নাম দিয়ে OK দিন
 আমি D ড্রাইভে Windows 7 হিসেবে সেভ করলাম
  

নিচের মত চিত্র আসবে Next দিন


১০ Proceed এ ক্লিক করুন


১১ নিচের মত প্রসেসিং শুরু হবে অপেক্ষা করুন



১২ অবশেষে Successful মেসেজ পাবেন OK দিন

আপনার ইমেজ তৈরি করা শেষ


ইমেজ রিস্টোরঃ
হোম পেজ থেকে Recover এ ক্লিক করুন
 

Disk Recover তে ক্লিক করুন


নিচের মত আপনার পিসিতে  আগে তৈরি করে রাখা ইমেজের লিস্ট দেখাবে একাধিক লিস্ট থাকলে ওখান থেকে একটি সিলেক্ট করে Next দিন


যদি ইমেজের লিস্ট না দেখায় তাহলে Brows বাটনে ক্লিক করে আপনার ইমজেটি কোথায় আছে দেখিয়ে দিয়ে OK দিন



নিচের মত চিত্র আসবে Next দিন


চিত্রের মত কিছু পরিবর্তন না করে Next দিন


আপনার ইমেজটি কোন ড্রাইভে রিস্টোর করার যোগ্য এখানে সেই রকম ড্রাইভগুলোর লিস্ট দেখাবে যেমন আমার এখানে C ড্রাইভ দেখাচ্ছে  আপনার ড্রাইভটি সিলেক্ট করে Next দিন (MBR এ চেক মার্ক দেয়ার দরকার নেই)


আবার Next দিন


যদি এমন হয় যে আপনি C ড্রাইভে না করে অন্য কোন ড্রাইভে ইমেজটি রিস্টোর করবেন তাহলে New Location এ ক্লিক করুন
  

১০ আপনার ড্রাইভটি সিলেক্ট করে Accept এ ক্লিক করুন


১১ Proceed এ ক্লিক করুন


১২ নিচের মত প্রসেসিং শুরু হবে অপেক্ষা করুন


১৩ অবশেষে Successful মেসেজ পাবেন OK দিন

আপনার ইমেজ রিস্টোর করা শেষ। এবার পিসি বুট করে দেখুন। পিসি বুট করতে সমস্যা হলে MBR Fixed করুন। একই রকম কাজের জন্য Macrium Reflect, Norton Ghost, Acronis Enterprise এর ব্যবহার দেখেছি।

৬৩টি মন্তব্য:

  1. Good post.
    Pls send me serial of
    Acronis home 2012

    Thanks
    h.kabir@hotmail.com

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ। আপনাকে মেইল করা হয়েছে। নিশ্চয় পেয়েছেন?

      মুছুন
    2. কামরুলকক্স: Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের >>>>> Download Now

      >>>>> Download Full

      কামরুলকক্স: Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের >>>>> Download LINK

      >>>>> Download Now

      কামরুলকক্স: Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের >>>>> Download Full

      >>>>> Download LINK up

      মুছুন
  2. vhaiya , amar kasa Acronis True Image Home 2012 asa. but ami sata dia bootable cd korta parsina, bar bar e sata data cd hocca boot korana. pls amaka kibava boot korta hoy janaban?

    email : sabujuddin@gmail.com

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি সিডি তৈরি করতে পারলে সেটাই অবশ্যই বুট হওয়ার কথা। আপনি নিচের লিংকটা দেখুন। ওটাতে বিস্তারিত টিউটোরিয়াল আছে। ঐটা দেখে দেখে বুটেবল সিডি তৈরি করতে পারবেন। আর আপনাকে মেইল দিয়েছি। মেইল চেক করুন।
      http://kb.acronis.com/content/23667

      মুছুন
  3. Dear sir,
    Many thanks for your good job. So helpful topics. If you give the the crack or patch of key,it helps me.
    Thanks .
    Allah give you long with prosperous life in din & dunia.
    Mafuz(kajal bai)

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনাকে মেইল পাঠিয়েছি। চেক করে মন্তব্য জানাবেন আশাকরি।

      মুছুন
  4. Dear Kamrul vai,
    I need the product key, please help.
    Thanks.......
    Md. Forhad Hossain

    উত্তরমুছুন
  5. ভাই আমার কী দরকার .অনুগ্রহকরে আমাকে দিন। আমার ইমেইল:
    monir330@gmail.com

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনাকে মেইল করা হয়েছে মনির ভাই। কমেন্টস করবেন আশাকরি। ধন্যবাদ আপনাকে।

      মুছুন
  6. ভাই আমার কী দরকার .অনুগ্রহকরে আমাকে দিন
    anawar034455@yahoo.com

    উত্তরমুছুন
  7. Bro, Thanks for your nice post. I have need crack version or product key for Acronis. Please help.
    Thanks
    ruhulbaf@gmail.com

    উত্তরমুছুন
  8. kamrul vi, plz give me product key...
    my email: bakulali@yahoo.com
    thanks

    উত্তরমুছুন
  9. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  10. ভাই আমার কী দরকার .অনুগ্রহকরে আমাকে দিন। আমার ইমেইল:
    shahedkhan_ht@hotmail.com

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নিচের লিংকগুলো দেখুন। ওখানে সেটাপ এবং বুটেবল সিডি'র ফাইল দেয়া আছে।
      সেটাপ ফাইল বুটেবল সিডি ফাইল

      মুছুন
  11. বুটেবল ফাইলটি রাইট করলেই হবে ?
    নাকি কনো সিডি কি লাগবে ?

    উত্তরমুছুন
  12. কামরুল ভাই আশা করি সবাই ভালো আছেন,অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি শেয়ার করার জন্য
    Pls send me serial of
    Acronis home 2012 & 2014

    jessoreit.net@gmail.com.com
    আল্লাহ্ হাফেজ !

    উত্তরমুছুন
  13. Vai ami try kore chi kinto problem ta holo amar pc the hoy but ami sei backup image ni jokon amar frieds ar pc the try kori tokon ar windows start hoy na

    উত্তরমুছুন
  14. Ami Bolte caite chi je ak pc r image ono pc te ki babohar kora jai ar tar sysytem ta ki

    উত্তরমুছুন
  15. Kamrul vai apnar cell Number ta akto diben amar number 01850-391738 apnar sathe akoto open discus kortam.....

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Sorry ভাই। ব্লগে কমেন্টস করলেই ভাল হয়। প্রয়োজনীয় লিংক দিয়ে সহযোগিতা করা যায়।

      মুছুন
  16. Ok Vai Asole apnar deya se link ono jai ami kaj kore chi kinto kaj hoy nai...amar kub dorkar 5 minte windows install system .(Ami Bolte caite chi je ak pc r image ono pc te ki babohar kora jai ar tar sysytem ta ki) mane ami ki akta windows images kore seta diye akdik pc te install korte parbo ki vabe

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি শেষবার কবে Windows Setup দিয়েছিলাম মনে পড়ছে না। সেটা অনেক দিন আগের কথা। তার কারণ আমি এভাবেই Windows Setup এর কাজটা করি। প্রায় প্রতিদিনই কোন না কোন পিসি (বন্ধু-বান্ধব, অফিস, পরিচিত,আত্মীয়-স্বজন বা সহকর্মীর) ঠিক করতে হয়। হাতে এত সময় থাকে না যে পুরো ইনস্টল বা সেটাপ দিই। তাই আমি একটি ইমেজ বানিয়ে রেখেছি সকল সফটওয়ারসহ এবং তা যেকোন পিসিতেই ব্যবহার করি। Windows XP, 7, 8.1, 10 সব ক্ষেত্রেই একই কাজ করি। এর উপর ভিত্তি করেই আমার টিউটোরিয়ালগুলো তৈরি করা। যদিও আমি আমার ইমেজগুলোতে আরো অনেক পদ্ধতি ব্যবহার করেছি। তবে সবগুলো টিউটোরিয়ালে দেখাই নি। কিন্তু আমার টিউটোরিয়ালমত কাজ করলে যে কেউই একটি ইমেজ তৈরি করতে পারবে। আপনি একবার পড়ে না বুঝে থাকলে পোষ্টটি কয়েকবার বা বারবার পড়ুন। প্রয়োজনে আপনার মেইন পিসিতে ট্রাই না করে ভার্সুয়াল পিসিতে ট্রাই করুন। এতে আপনার অনেক কস্ট কমে যাবে।

      মুছুন
  17. vai apnr deya link theke ami herin Boot CD Download kore chi kinto Acronis True Image kaj kor che na & Norton Goust kaj kor che na....Vesion 15.2 Vai Pls valo akta Herin Boot CD link din jeta te ( Acronis True Image & Norton Goust Kaj Korbe )

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি সম্ভবত Main Herin Boot CD টা ব্যবহার করেছেন। ওটাতে Acronis True Image আর Norton Goust এর মেন্যু আছে কিন্তু ফাইল নেই। আপনি আমার Customized Hiren’s Boot CD টা ব্যবহার করতে পারেন।

      মুছুন
  18. vai tahole link ta diben Customized Hiren’s Boot CD & Ami jeno free download korte pari ...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লিংকটা Customized Hiren’s Boot CD নামে উপরের কমেন্টসে আছে।

      মুছুন
  19. va ki vabe Customized Hiren’s Boot CD Make kora jai Pls Janna ben

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এসব কাজ করতে ধৈর্য্যের প্রয়োজন আছে। খুব সহজে কাজটি করা যাবে না। আপনি আমার ব্লগে এ বিষয়গুলো নিয়ে অনেক পোস্ট পাবেন। পোস্টগুলো পড়ুন আর নিজে নিজে ট্রাই করুন।। এখানে এবং এখানের একটু দেখুন।

      মুছুন
  20. Vai EID Mubarack....Ar che Apni akta Customized Hiren’s Boot CD download link din pls.

    উত্তরমুছুন
  21. Vai akan teke ki vabe download korbo ami to kono download link pai nai

    উত্তরমুছুন
  22. Salam niben vai, jodi ami pen drive teke boot kori tahole ki age teke je pc te windows restore korbo tar kono drive rekhe dite hobe..na ono kono system ase.....ami amr pc te pen drive teke boot kore ono akta pen drive image reke cilam kinto ami restore korte pari nai . ata tik orginal niom ta ki bolben.

    উত্তরমুছুন
  23. amar jono akta pen drive hiren boot cd boot able banano takbe. ar arekta te takbe windows ar bivonno virsion imaged ...ami akta diye pc boot korabo ar arekta te ke windows restore korbo tar kono system ase ki na...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি Backup Image টি যেখানে ইচ্ছা রাখতে পারেন। আগে থেকে ঐ কম্পিউটারে কপি রাখলেও পারবেন, অথবা আপনি অন্য কোন পেনড্রাইভে রাখলেও পারবেন। এমনকি আপনি যে পেনড্রাইভটি বুটেবল বানাবেন সেটাতে রাখলেও পারবেন। আমার বুটেবল পেনড্রাইভটা একটি ৩২জিবি অন্যটি ৬৪জিবি। দুটোই ঐ কাজে ব্যবহার করি। এছাড়া ৩২জিবি, ১৬জিবি সাইজের আরো বেশ কয়েকটি আছে। এক একটি কাজের। আপনি আপনার মত করে তৈরি করতে পারেন।

      মুছুন
  24. 1 ) Apnar deya Windows 7/8/8.1/10 to another PC Post teke tik aki vabe kaj kori kinto jokon windows roster kori tokon windows open hoy nai ....windows error problem ar windows open hoy nai
    2) universal Image create abong restore ar niom ta ki...pls answer

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি Universal Image টা সঠিকভাবে Create করতে না পারলে Restore করার পর অবশ্যই ঝামেলা দেখা দিবে। এখানে Universal Image Create করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি। পোষ্টটা দেখে কাজ করুন। ইচ্ছা করলে পুরো কাজ Virtual PC তেই করতে পারেন যেটা আমি করি। ভার্সুয়াল পিসিতে কাজ করে সঠিকভাবে কাজ করলেই পরে পিসিতে ট্রাই করবেন।

      মুছুন
  25. Vai atar upor kono video tutorial deya jabe apnar make kora bangla virsion ....

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না ভাই। ভিডিও টিউটোরিয়ালের সময় পাই না। আপনি এখান থেকে আমার Zip Folder টা ডাউনলোড করেন। ওখানে Sysprep_by_KAMRUL নামে একটি ফাইল আছে। ওটা ডাবল ক্লিক করেন। Image Create এর কাজটি Automatic শুরু হবে এবং পিসি বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর Image Create করেন। এরপর Restore করলে দেখবেন Install এর সময় আপনার কিছুই করা লাগবে না। Desktop আসা পর্যন্ত সব Automatic হয়ে যাবে। তবে ওখানে আমার নাম, ঠিকানা ব্যবহার করা হয়েছে।

      মুছুন
  26. 1. Vai Apnar create kora windows 7 ar universal image (jeta Apni Use koren ) google drive deya gabe.
    or amke ki apni a-z tutorial deya jabe pls.( Apnar deya tutorial golo diye ami kaj kore success hoy te pari nai )

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমা ইমেজগুলোর সাইজ কয়েক জিবি আছে ভাই। আপলোড করা সম্ভব না।

      আপনাকে কমেন্টস এ লিখেছিলাম-এ ধরনের কাজগুলোতে সফলতার জন্য ধৈর্য্যের প্রয়োজন বেশি। কারণ এ বিষয়ে আপনি ইন্টারনেটে তেমন কোন টিউটোরিয়াল পাবেন না। বড়জোর শত শত পেজ ঘুরে কিছু ধারণা পেতে পারেন মাত্র যা দিয়ে কাজ করতে গেলে অনেক বেশি গবেষণা আর সময় খরচ করতে হবে। তাই আমি এ ধরনের টিউটোরিয়ালগুলো তৈরি করি যাতে সাধারণ ইউজাররাও লাভবান হতে পারে। আমি যতটুকু টিউটোরিয়াল আমার ব্লগে দিয়েছি তার অর্ধেকও আমি কোথাও পাই নি। আপনি একাধিক বিষয়ে কাজ না করে একটি বিষয় নিয়ে কাজ শুরু করেন। তাহলে সফল হতে পারবেন দ্রুত। একবারে পারেন নি মানে এ নয় যে আপনি পারবেন না। আমি নিজে কাজ করতে গিয়েও ব্যর্থ হয় অনেকবার। পরে সফল হয়। সেটাই স্বাভাবিক। আপনি সঠিক সমস্যার কথা বলুন। কতটুকু করেছেন এবং কোথায় কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা সঠিকভাবে না বললে পরামর্শ দেয়া কঠিন হবে। Error পেলে Error Massage সহ লিখবেন তাহলে আপনাকে দ্রুত পরামর্শ দিতে সুবিধা হবে।

      মুছুন
  27. vai Error Ta Holo

    File\Boot\BCD
    Status:oxcooof
    info: The Boot configuration data missing your computer contains error

    উত্তরমুছুন
  28. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  29. milt Boot Diye jokon PC Boot kori tik acronics true image Program open korle Mouse keyboard kaj kore na.
    kono computer e acronics true imag open korele Hdd Koje pai na karon ta ki akto bolben pls.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি Hiren'sboot বা Multiboot কোনটা ব্যবহার করছেন তা বলেন নি। আমার মাল্টিবুটটাতে Acronis এর দুটি ভার্সন এড করা আছে। কোনটা ব্যবহার করছেনা তাও জানি না। আপনি Hiren'sboot দিয়ে Acronis ব্যবহার করতে না পারলেও এখান থেকে Acronis ISO টা ডাউনলোড করে সিডিতে রাইট করে ব্যবহার করতে পারেন। অথবা আমার Multiboot টা আপনার সংগ্রহে থাকলে সেখানেও Acronis এর ISO টা আছে। ইচ্ছা করলে নতুন করে ডাউনলোড না করে ওখান থেকেই কপি করে আলাদা সিডিতে রাইট করতে পারেন। এরপরও সমস্যা হলে জানাবেন।

      মুছুন
  30. Acronis True Image Diye Windiws Restore dile ai Error Massage dei
    File\Boot\BCD
    Status:oxcooof
    info: The Boot configuration data missing your computer contains error

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এটা MBR জনিত সমস্যা ভাই। আপনি কি ডুয়েলবুট ব্যবহার করেন? অথবা System Reserved Partition আছে? নাকি আপনার পিসিতে BCD edit করা আছে? আপনি আমার লিংকগুলো পড়ুন এবং সমস্যাটা চিহিন্ত করার চেষ্টা করুন।

      মুছুন
  31. Vai Vartul Pc Software download link ta den & Ki vabe Acronis True Image ar Backup File Vartul PC te use korbo akto Tutorial ta den.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনাকে উপরের প্রায় কমেন্টস এ লিংক দিয়েছিলাম। আপনি মনে হয় লিংকগুলো ভাল করে দেখেন নি। এখানে দেখুন।

      মুছুন
  32. কামরুলকক্স: Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের >>>>> Download Now

    >>>>> Download Full

    কামরুলকক্স: Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের >>>>> Download LINK

    >>>>> Download Now

    কামরুলকক্স: Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের >>>>> Download Full

    >>>>> Download LINK Fs

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।