সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: MS Office 2013 Silent Install With Download Link

MS Office 2013 Silent Install With Download Link



Microsoft Office এর Update Version হলো Office 2013 যারা এটি ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা নিশ্চয় জানেন প্রোডাক্টটাকে সময়োপযোগী করে তৈরি করা হয়েছে Windows এর বর্তমান সংস্করণ Windows 8 এর সাথে মিল রেখেই অনেক ফিচার সমৃদ্ধ করা এই ভার্সনটি তাই সাড়াও পেয়েছে বেশ এটিSilent Install নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল ইতিপূর্বে আমরা Office 2003, Office 2010 Silent Install নিয়ে পোষ্ট করেছিলাম যারা Office 2013 Silent Install পোষ্টটি পড়েছেন তাদের কাছে এটি তেমন নতুন মনে হবে না কারণ দুটোর নিয়ম প্রায় একই চলুন তাহলে শুরু করি


আমাদের Office 2010 এ যে Silent Switch ব্যবহার করেছি এখানেও DOS Command ব্যবহার করবো ঠিক একই রকমভাবে তবে এখানে Office 2010 এর মত বিশাল কমান্ড ব্যবহার করি নি Office 2010 এ অতিরিক্ত কিছু কাজের জন্য বেশ কিছু আলাদা কমান্ড দেয়া হয়েছে যা এখানে দেয়া হয় নি Office 2010 আর 2013 এর সাইলেন্ট ইনস্টল পদ্ধতি এতটাই মিল যে চায়লে আপনি একটি কমান্ড দিয়েই দুটো ইনস্টল করে নিতে পারেন আমি যেহেতু Office 2010 SilentInstall নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তাই আমার এ টিউটোরিয়ালটি হবে সংক্ষিপ্ত 
32Bit:



64Bit:



32Bit and 64Bit:





Step1 - 32bit and 64bit:
যারা 32bit & 64bit একসাথে ডাউনলোড করেছেন এবং একসাথে রাখতে চান তারা Office_2013.bat ফাইলটি Office_2013 Directory তে x86 এবং x64  ফোল্ডারের সাথে রাখুন নিচের চিত্রের মত শুধু মনে রাখবেন যে কোনভাবেই x86 এবং x64ফোল্ডারকে Rename রা যাবে না

এখন Office_2010 Batch File টি উপর রাইট ক্লিক করে Run as Administrator হিসেবে ফাইলটি রান করুন ফাইলটি প্রথমে আপনার পিসি কত ভার্সনের Windows ব্যবহার করছে তা চেক করবে পরে সেই অনুযায়ী Office 2013 এর Version টি Install করবে অপেক্ষা করুন যতক্ষণ না DOS Windows চলে যায়


Step2 - 64bit:
যারা শুধু x64 ব্যবহার করবেন তারা x64 ফোল্ডারটি খুলে সেখানে আমার Office_ x64.bat ফাইলটি কপি করে দিন নিচের চিত্রের মত

এখন Office_x64 Batch File টি উপর রাইট ক্লিক করে Run as Administrator হিসেবে রান করুন অপেক্ষা করুন যতক্ষণ না DOS Windows চলে যায়


Step3 - 32bit:
যারা x86 ব্যবহার করবেন তারা x84 ফোল্ডারটি খুলে সেখানে উপরের নিয়মে আমার Office_ x86.bat ফাইলটি কপি করে দিন তারপর Office_ x86.bat ফাইলটি Run as Administrator হিসেবে রান করে অপেক্ষা করুন


Unattended Office 2013 With Windows 7, 8, 8.1:
Silent Install যেহেতু তৈরি করেছেন তাই আপনি নিশ্চয় চায়বেন তাকে আপনার Windows 7, 8, 8.1 এর সাথে Unattended বা Automatic Install করতে অসুবিধা নেই আমার Office_2010 নিয়ে করা পোষ্টটি ভাল করে পড়লেই বুঝে নিতে পারবেন কি করতে হবে Office 2010 এর x86 এবং x64 ফোল্ডারগুলোর জায়গায় Office 2010 এর ফোল্ডারগুলো কপি করে দিন SETUPCOMPLETE.CMD নামের ফাইলটিতে উপরে উল্লেখিত Office_2013.bat ফাইলটির কমান্ডগুলো কপি করে দিন


Download:  
Microsoft Direct Link: 32bit, 64bit
Google Drive: 32bit, 64bit

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।