বন্ধুদের
সঙ্গে বাইরে খেলছিল সাত বছরের শান্ত (ছদ্মনাম)। একটু পর হঠাৎ করেই বাসায় ফিরে এল
সে। নাক দিয়ে রক্ত পড়ছে তার। তা দেখে মা তো খুব ভয় পেয়ে গেলেন। কী হলো তাঁর
একমাত্র সন্তানের? ভাবলেন, খেলতে গিয়ে নিশ্চয় ব্যথা পেয়েছে নাকে। শান্ত
মাকে জানায়, সে ব্যথা পায়নি।
এমনিতেই হঠাৎ করে রক্ত পড়ছে নাক দিয়ে। মায়ের দুশ্চিন্তা কাটে না। ছেলেকে নিয়ে যান
চিকিৎসকের কাছে।
কেন নাক দিয়ে রক্ত পড়ে?
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকী বলেন, নাক দিয়ে নানা কারণে রক্ত
পড়তে পারে। আঘাত পাওয়া, নাকের
বা সাইনাসের সংক্রমণ অথবা নাকের বিভিন্ন টিউমার। এ ছাড়া উচ্চ রক্তচাপ এবং রক্তের
বিভিন্ন অসুখ, যেমন—লিউকেমিয়া, রক্তক্ষরণজনিত অসুখ
ইত্যাদি। তবে এসব ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ার পাশাপাশি অন্যান্য উপসর্গ থাকে। শিশুরা
অনেক সময় নখ দিয়ে নাক খোঁচায়,
সেটির
কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। অনেক সময় অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণেও নাক
দিয়ে রক্ত পড়ে। আবার বৃদ্ধ বয়সে রক্তনালির সংকোচন-প্রসারণশীলতা কমে যাওয়ার কারণেও
নাক দিয়ে রক্ত পড়তে পারে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।