সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: NTLite - Windows 7,8,8.1 Customize করার জন্য একবার দেখতে পারেন

NTLite - Windows 7,8,8.1 Customize করার জন্য একবার দেখতে পারেন


যারা Nlite সম্পর্কে জানেন তাদেরকে NTLite নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। এটি দারুন একটি wim Editing Tool বা wim Customizing Tool। মাইক্রোসফটের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম Windows XP Customize করার জন্য NTLite এর জনপ্রিয়তা ঈর্শ্বনীয়। Windows 7,8,8.1 আসার পর NLite কে আপডেট করার জন্য Nuhi (Nlite & Vlite Developer) এর কাছে অসংখ্য অনুরোধ যায়। অবশেষে তিনি NTLite তৈরি করেন। যদিও এটি এখনো beta Version এ আছে। তবে এটি উন্নয়নের কাজ চলছে। ইতিপূর্বে আমাদের ব্যবহৃত অন্যান্য Windows7,8,8.1 Customize Tool এর মধ্যে এটিও বেশ জনপ্রিয়তা লাভ করে।


এটি দিয়ে Windows 7,8,8.1 Customize করা যাবে। এর ব্যবহার RTlite এর মত। wim file থেকে বিভিন্ন ফিচার Add, Remove করার জন্য এবং Driver, Update File Add করে সম্পূর্ণ একটি Customized ISO তৈরি করার জন্য এ টুলটির জুড়ি নেই। টুলটি রান করার পর অটোমেটিক wim file Search করে নেয় আর যদি না পায় তাহলে Manually Add করার ব্যবস্থা আছে। Removal, Feature, Updates, Drivers, Settings, Unattended সহ বেশ কয়েকটি Tab আছে যাতে আলাদা আলাদা অপশন রয়েছে। সবশেষে Apply Tab এ গিয়ে Start দিলেই Processing শুরু হবে। একটি Customized ISO তৈরি করার জন্য অনেক গুলো অপশন রয়েছে। বিস্তারিত জানতে হলে ব্যবহার করতে হবে। এছাড়া এর জন্য রয়েছে বৃহত্তম Blog, Forum যাতে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর মিলবে। এর ফ্রী আর প্রফেশনাল দুটি ভার্সন রয়েছে। তবে আমাদের ফ্রী ভার্সনেই কাজ চলবে।


Download: Home, Softpedia,

৬টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. Full Version এ তেমন কোন কাজ নেই। আপনি এটা দিয়েই ট্রাই করে দেখুন। আশাকরি ভাল লাগবে।

      মুছুন
  2. vai amar kache 7 er professional version ache ei version e ami ultimate ta dukabo kemne?? mane setup er time e amake option dibe ultimate na porofessional setup korbo??iso ta 32bit...

    উত্তরমুছুন
  3. Amar Notun Bangla Blog Site PLease Visit Kore Dekhun Kothao Vul Ache Kina http://banglamoneytips.blogspot.com

    উত্তরমুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।