সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: ISO file Write - ISO সহ যেকোন Image File রাইট করুন মাত্র কয়েক ক্লিকেই

ISO file Write - ISO সহ যেকোন Image File রাইট করুন মাত্র কয়েক ক্লিকেই



এর আগে আমরা Nero দিয়ে কিভাবে ISO file Write করতে হয় তা লিখেছিলাম ওখানে অত্যন্ত সহজে কিভাবে কাজটি করা যায় তা আমরা দেখেছি এবার দেখবো Image Burn সফটওয়ারটি দিয়ে কিভাবে ISO Image Write এর কাজটি করতে হয় Image Burn দিয়ে আমরা ইতিপূর্বে Bootable CD/DVD তৈরি, CD to ISO Image বা CD/DVD থেকে ISO Image বা অন্যান্য ইমেজ ফাইল কিভাবে তেরি করতে হয় তা দেখেছি CD/DVD Writing সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত দারুন একটি ফ্রী সফওয়ার হলো এই Image Burn


কাজের পদ্ধতিঃ
প্রথমে একটি Blank CD/DVD টি ড্রাইভে প্রবেশ করান তারপর Image Burn রান করুন

নিচের মত Window আসেব ওখান Write Image file to disc এ ক্লিক করুন


নিচের মত Window আসেব ওখানে Browse এ ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করে দিন

যদি ISO ছাড়া অন্যান্য Image ফাইল হয় তাহলে আপনার ফাইলটি দেখা নাও যেতে পারে সে ক্ষেত্রে Files of Type: থেকে All Files (*.*) সিলেক্ট করে দিন [কাল তীর চিহ্নিত]।


ফাইল সিলেক্ট করার পর CD Writer [কালো গোল চিহ্নিত], কত Copy রাইট করবেন [সবুজ গোল চিহ্নিত], Writing Speed [লাল গোল চিহ্নিত] সিলেক্ট করে দিন আমি Writing Speed দিয়েছি AWS (Automatic Writing Speed) এতে প্রয়োজনীয় Speed সফটওয়ার নিজে নিজেই ঠিক করে নেবে এছাড়া ইউজার চায়লে নিজের ইচ্ছেমত দিতে পারেন সবশেষে Write বাটনে [নীল তীর চিহ্নিত] এ ক্লিক করুন


নিচের মত প্রসেসিং শুরু হবে অপেক্ষা করুন
কাজ চলাবস্থায় আপনি কিছু অপশন দেখতে পাবেন [চারকোণা সবুজ চিহ্নিত]। ঐ অপশনগুলো ব্যবহার করে সিডি রাইটিং শেষে সিডি বের করা, কম্পিউটার বন্ধ করা, সফটওয়ারটি ক্লোজ করা সহ বেশ কিছু কাজ করতে পারেন। যে অপশনটি ব্যবহার করবেন তাতে চেক মার্ক দিলেই হবে। 


কাজ শেষ হলে Successful মেসেজ আসবে OK দিন

এছাড়া Nero দিয়ে Write ISO Image পোষ্টটিও দেখতে পারেন।

১০টি মন্তব্য:

  1. thanks kajer jinis apnar tune gulo khub balo laglu

    উত্তরমুছুন
  2. kamrul by xp a r akta bootabel pindrive banate cai pilz help me.
    Email--bhuiyan.limon@yahoo.com
    Or.md.joy733@gmail.com

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নিচের লিংকগুলো দেখুন। ঐ অনুযায়ী কাজ করলে হবে। সমস্যা হলে জানাবেন।
      http://kamrulcox.blogspot.com/2011/06/blog-post_17.html
      http://kamrulcox.blogspot.com/2012/03/rufus.html

      মুছুন
  3. kamrul by amakay aro akta help koren pilz
    Amar transcena company 8GB akta pindriv format hoy na .,ami sudu normal format r sdfomater dia dakcy hoy na pilz commet kuron,, khob upokar hobe.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নিচের লিংকে গিয়ে Online Recovery নামের টুলটি ডাউনলোড করে রান করুন। তারপর Repair drive & keep existing data অপশন সিলেক্ট করে Start দিন। কাজ হলে টুলটি বন্ধ করে পেনড্রাইভ ডিসকানেক্ট করে আবার লাগিয়ে দেখুন। কাজ না হলে Repair drive & erase all data টি ব্যবহার করে দেখুন। ওখানে আরো বিস্তারিত পাবেন।
      http://www.transcend-info.com/Products/online_recovery_2.asp

      মুছুন
  4. thank u by botabel pindrive banate parlam..........؛onlaine recovare tool ta download hoy na

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ডাউনলোড না হওয়ার কারণ নেই। আপনি লিংকগুলোর উপর মাউস ধরলে কার্সর পরিবর্তন হয় না। কিন্তু ক্লিক লেখার উপর করলেই কাজ করবে। আবার দেখুন।

      মুছুন
  5. উত্তরগুলি
    1. হ্যাঁ হাবিব ভাই। অন্য আইডি ব্যবহার করেছেন। এখনো গ্রামে। কাল চলে আসবো।

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।