সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: Custoimze Multi Boot CD, DVD, USB –হিরেন’স বুট সিডিতে যুক্ত করুন পছন্দের টুল

Custoimze Multi Boot CD, DVD, USB –হিরেন’স বুট সিডিতে যুক্ত করুন পছন্দের টুল



বর্তমানে Multi Boot CD বা Multi Boot USB খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা হার্ডওয়ারের কাজ করেন তাদের জন্য এটি অসাধারণ কাজের জিনীস প্রয়োজনের তাগিদে তাই এর আগে আমরা Yumi, Sardu দিয়ে কিভাবে Multi Boot CD বা Multi Boot USB তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করেছিলাম এগুলোর মাধ্যমে আমরা শুধু সফটওয়ার দিয়ে কিভাবে Tool এড করা যায় তা দেখেছি কিন্তু সফটওয়ার ছাড়া নিজের পছন্দের একটি টুল Manually কিভাবে Multi Boot CD বা Multi Boot USB তে এড করা যায় তা দেখি নি সেই পোষ্টগুলোর আলোচনার ধারাবাহিকতায় এবার Manually কিভাবে পছন্দের টুল এড করা যায় তা নিয়ে লিখছি। এর আগে আমরা Only Mini XPOnly DOS from HBCD কিভাবে তৈরি করতে হয় তা দেখেছি।


Hiren's BootCD ও একটি MultiBoot CD তাই এখানে Multiboot CD হিসেবে আমরা Hiren's Boot CD ই ব্যবহার করবো

Hiren’s Boot CD:
আমরা এর আগে কিভাবে Hiren’s Boot CD থেকে Mini XP বাদ দেয়া যায় বা Mini XP রেখে DOS Program গুলো রাখা যায় তা দেখেছিলাম এখন দেখবো কিভিাবে এই সিডিতে আমাদের পছন্দের কোন টুল এড করা যায় Mini XP তে কোন টুল এড করতে চায়লে প্রথমে টুলটির এড অন তৈরি করতে হবে যার ফরমেট হবে .uha এবং .7z প্রথম দিকে .uha ফরমেটে এড অন যুক্ত করা হলেও পরে .7z ফরমেটে তা তৈরি করা হয় এড অনগুলো সাধারণত Portable Software এর মতই কাজ করে এগুলো পিসিতে ইনস্টল হয় না বরং ডাবল ক্লিক করার সাথে সাথেই রান হয় তবে এ টুলগুলো তৈরি করাটাই মুশকিল এগুলো তৈরির পদ্ধতি আমার কাছে জানা নেই তাই এ বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো না

আমাদের আলোচ্য বিষয়টি হলো ডস মোডে টুল এড করা DOS মোডে টুল এড করা তেমন কষ্টকর ব্যাপার নয় শুধু মনে রাখতে হবে -আপনি যে টুলটি এড করতে চায়বেন তা হতে হবে Bootable সাধারণত Bootable টুলগুলোর ফাইল ফরমেট আমরা ISO হিসেবে জানি কিন্তু এখানে img, gz সহ আরো বেশ কটি ফরমেটও এড করা যায় তবে আপনি যখন কোন Bootable টুল এখানে এড করতে চায়বেন তখন ISO বা IMG ফরমেটের টুলই সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ ওগুলো সব প্রকার পদ্ধতিতে কাজ করে এবং খুব দ্রুত লোড হয় আমি নিচে এই দুটি ফরমেটের টুল এড করে দেখাবো

ধরে নিলাম আপনার কাছে Windows 7 Recovery Disc.iso ফাইলটি আছে এবং সেটি আপনি আপনার Hiren’s Boot সিডিতে এড করবেন [যাদের কাছে এই ফাইলটি নেই কিন্তু সিডিতে আছে তারা Image Burn দিয়ে ISO ফাইল বানিয়ে নেন আর যাদের কাছে সিডিও নেই কিন্তু Win7 ইনস্টল করা আছে তারা তৈরি করতে পারেন এ ব্যাপারে আমার Create Recovery CD পোষ্টটি দেখতে পারেন] কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার Windows 7 Recovery Disc টি Rename করে সংক্ষিপ্ত একটি নাম দিতে হবে যার মধ্যে কোন Space/ফাঁকা (White Space) থাকবে না আমি win7repairdisc.iso নামে Rename করে নিলাম প্রত্যেকটি ফাইলের জন্য এ নিয়মটি প্রযোজ্য

Rename করার পর win7repairdisc.iso ফাইলটি HBCD ফোল্ডারে কপি করে নিন


এবার Menu.lst ফাইলটি খোঁজে বের করতে হবে Menu তৈরি করার জন্য এই ফাইলটি ব্যবহার করা হয় মেন্যুর সাথে কমান্ড যুক্ত থাকে যে কমান্ডের মাধ্যমে নির্দিষ্ট ফাইলটি রান হবে Hiren’s Boot সিডিতে এই ফাইলটি HBCD ফোল্ডারে থাকে এটি Notepad দিয়ে খোলা যায় এবং এডিট করা যায় প্রয়োজনে ফাইলটির একটি Backup Copy রাখতে পারেন Menu.lst ফাইলটি Notepad দিয়ে খোলে নিচের কমান্ডটি যুক্ত করে দিন আপনি Mini XP এর নিচে বা উপরে অথবা DOS Programs এর নিচে বা উপরে যেখানে ইচ্ছা যুক্ত করতে পারেন আপনার পছন্দমত যুক্ত করার পর Menu.lst ফাইলটি Save (Ctrl+S) করে নিন

title Windows 7 System Repair Disc 32 bit
find --set-root /HBCD/win7repairdisc.iso
map /HBCD/win7repairdisc.iso (hd32)
map --hook
root (hd32)
chainloader (hd32)

এখানে title হচ্ছে Menu যা Boot Menu তে দেখায় find –set-root হলো আমাদের ফাইলটির লোকেশন map হলো আমার ফাইলটাকে CDROM, HDD, নাকি USB কি হিসেবে বুট করাতে চায় তার একটি নির্দেশনা এখানে hd32 দিয়ে map কমান্ডে বুঝিয়ে দেয়া হচ্ছে ফাইলটি CDROM হিসেবে বুট করবে বাকি কমান্ডগুলো Booting হওয়ার জন্য বায়োসকে বিভিন্ন নির্দেশ দিয়ে থাকে আমাদের শুধু ফাইল লোকেশনটা ঠিক রাখতে হবে সাধারণত iso ফাইল রান করার জন্য এ কমান্ডগুলো ব্যবহার করলে চলে এ কমান্ডগুলো সম্পর্কে আরো জানতে চায়লে RMPrepUSB এর টিউটোরিয়ালটি দেখতে পারেন বিস্তারিত বর্ণনা আছে টিউটোরিয়ালটিতে


এছাড়া নিচের কমান্ডটিও একই নিচের কমান্ডটি আমি Acronis True Image Enterprise Server v8.1.945 এড করার জন্য ব্যবহার করেছি
title Acronis True Image Enterprise Server v8.1.945
find --set-root --ignore-floppies --ignore-cd /HBCD/AcronisTIES.iso
map --heads=0 --sectors-per-track=/HBCD/AcronisTIES.iso (hd32)
map --hook
chainloader (hd32)

এবার আমরা img ফাইল কিভাবে এড করা যায় তা দেখবো নিচের কমান্ডটি আমরা Norton Ghost 2003 এড করার জন্য ব্যবহার করতে পারি
title Norton Ghost 2003
find --set-root /HBCD/NortonGhost2003.img
kernel /HBCD/memdisk
initrd /HBCD/NortonGhost2003.img


এখানে Kernel হলো আমাদের img ফাইলটাকে রান করার জন্য HBCD ফোল্ডারে থাকা memdisk ফাইলটাকে মেমরিতে লোড করার একটি কমান্ড Zip ফাইল রান করার জন্য যেমন কোন একটি Extractor দরকার হয় এখানেও img ফাইলটাকে রান করার জন্য সেই রকম একটি টুলের সাহায্য নেয়া হচ্ছে সুতরাং memdisk ফাইলটা অবশ্যই আমাদের দেয়া Location এ থাকতে হবে আমাদের Location হলো HBCD ফোল্ডার পরবর্তীতে initrd কমান্ড দ্বারা NortonGhost2003.img ফাইলটাও মেমরিতে লোড হবে এগুলো হলো Linux ভিত্তিক কমান্ড। তাই Windows ব্যবহারকারীদের একটু জটিল মনে হতে পারে। নিচে আমার Customize করা Menu টি দেখুন।



খুবই পরিচিত ফাইলগুলোর ভিতর মোটামুটি এই হলো কমান্ড সিস্টেম এছাড়া .cfg ফরমেটের ফাইলও থাকে যেগুলোর মাধ্যমে আরো বিভিন্ন টুল এড করা যায়। যেখানে যে ফাইল আছে সেখানে ঐ ফাইলকে এডিট করেই নিজের প্রয়োজনীয় টুল এড করতে হয়। যেমন যারা Yumi ব্যবহার করে Multi Boot USB তৈরি করেছেন তারা ওখানে syslinux.cfgISOLINUX.cfgMenu.cfg, Other.cfg সহ আরো বিভিন্ন নামের ফাইল দেখতে পাবেন। ওগুলোকে Notepad দিয়ে খোলে এডিট করা যাবে।

যেমন উপরে প্রথম স্ক্রীন শটটা হলো Yumi দিয়ে তৈরি আমার Multi Boot USB এর প্রথম মেন্যু যা USB থেকে  পিসি Boot হওয়ার পর পরই আসে। এরপর প্রত্যেকটি মেন্যুর অধীনে রয়েছে অসংখ্য টুল। যেমন Hiren’s Boot এ ঢুকলে আমার কাস্টমাইজ করা হিরেনস বুট সিডি'র মেন্যুটি আসে। আর ঐ মেন্যুর মাধ্যমে নির্দিষ্ট টুলগুলো রান করা যায়। যদিও ওখানে মাত্র Linux OS [Linux Mint, Ubuntu, Fedora] গুলোই শুধু Yumi দিয়ে তৈরি। বাকি সব নিজেই মেনুয়ালি করেছি। পছন্দের টুল, পছন্দের মেন্যু সবকিছু Software ছাড়া Menually করা। যখনই নতুন কোন প্রয়োজনীয় টুল পাই সাথে সাথে আমি আমার Multi Boot USB তে তা যুক্ত করে নিই। এভাবে আমার Multi Boot USB এর সাইজটা বাড়তেছে প্রতি নিয়ত। আপনারাও শুরু করলে আশাকরি সফল হবেন। তবে ধৈয্য ধরে কাজগুলো করতে হবে। কারণ বিষয়গুলো একটু জটিলও হতে পারে।

২২টি মন্তব্য:

  1. কামরুল ভাই এভাবে এক্সপি সিডিও তো এড করলে কাজ করবে?

    উত্তরমুছুন
  2. কামরুল ভাই আপনার মেনুতে(স্ক্রীনশটের)দেওয়া windows xp ntldr problem এই টুলটির লিংকটি দেওয়া যাবে?
    Hiren boot cd 15.2 টাইটেল ও এডিট করা যায়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ‌ওটা কোন টুল নয়। একটি বুট মেন্যু। হিরেনসবুট সিডি ব্যবহার করুন। ওটাতে পাবেন।

      মুছুন
    2. Hiren boot cd 15.1 টাইটেল ও এডিট করা যায়?
      ** কামরুল ভাই আমার কাছে Hiren boot cd 15.1 আছে।

      এক্সপি ,লাইভ সিডি ,উইন্ডোজ ৭ এগুলো এড করবো কি করতে হবে?

      উইন্ডোজ ৭ এর ডিস্ক এ ultimate,starter,professional এগুলো থাকে এখান থেকে আমি শুধু ultimate কিভাবে এড করবো?

      মুছুন
    3. টাইটেল এডিটিং নিয়ে কাজ করি নি। তাই বলতে পারছি না।

      আপনার কাজের জন্য আপনি Sardu, Yumi ব্যবহার করতে পারেন।

      ultimate কে আলাদা করার জন্য RT Se7en Lite ব্যবহার করেন।

      মুছুন
  3. (চায়লে RMPrepUSB এর টিউটোরিয়ালটি দেখতে পারেন। বিস্তারিত বর্ণনা আছে টিউটোরিয়ালটিতে)
    কামরুল ভাই লিংকটি দেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লিংক দেয়া হয়েছে।

      মুছুন
    2. find --set-root /HBCD/win7repairdisc.iso (এই লাইনের /HBCD/win7repairdisc.iso এটুকো লোকেশন বুজতে পেরেছি)
      map /HBCD/win7repairdisc.iso (hd32)
      কামরুল ভাই উপরের লাইন দুইটি বুজতেপেরেছি

      নিচের গুলো বুজতে পারছিনা এই সম্পর্কে একটু বলেন
      find --set-root --ignore-floppies --ignore-cd /multiboot/ISOS/AcronisTIES.iso

      map --heads=0 --sectors-per-track=0 /multiboot/ISOS/AcronisTIES.iso (hd32)

      মুছুন
    3. /multiboot/ISOS/AcronisTIES.iso হলো আমার মাল্টিবুট পেনড্রাইভে রাখা iso এর লোকেশন।

      মুছুন
    4. --ignore-floppies --ignore-cd

      sectors-per-track=0

      ঐগুলো?

      মুছুন
    5. rmprepusb লিংকটি পড়ুন। অনেক কিছু পাবেন। এগুলো লিনাক্স ভিত্তিক কমান্ড। তাই বুঝতে একটু অসুবিধা হচ্ছে।

      মুছুন
  4. হিরেন বুট সিডির মিনি এক্স পির মত হুবুহু মিনি এক্স পি কিভাবে বানান যায়।কারন লাইভ সিডি স্টার্ট হতে দেরি হয়।আমি নতুন করে মিনি এক্স পি বানাতে চাই।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হিরেন বুট সিডির মত হুবহু তৈরি করা কঠিন বিষয়। এ ব্যাপারে তেমন ধারণা নেই।

      মুছুন
    2. কামরুল ভাই হিরেনবুট সিডির মিনি এক্সপিতে নতুন কোন সফটওয়্যার এড করা যাবে?
      যদি কোন ফাইল মিনি এক্সপির ডেক্সটপে আনতে হলে ঐগুলো কোথায় রাখতে হবে?

      মুছুন
  5. কামরুল ভাই, আপনার দেয়া নির্দেশনা অনুযায়ী হিরেন বুট সিডি এর সাথে উইনডোজ ৭ এড করার চেষ্টা করেছিলাম YUMI এবং SARDU ব্যবহার করে। কিন্তু, কাজ হয় নাই। আজকে আপনার এই টিপস টি অনুসরণ করে উইনডোজ ৭ এড করলাম, কিন্তু বুট মেনুতে উইনডোজ ৭ এর টাইটলই খুজে পেলাম না। ভাই, দয়া করে যদি আর একবার একটু হেল্প করতেন? যে, কিভাবে হিরেন বুট সিডি তে উইনডোজ ৭,৮ ইত্যাদি অন্যান্য উইনডোজ গুলো পেনড্রাইভে নিতে পারি? Please vai..........
    vai apnar cell number ta kindly diten, amar gmail e (golam.kibria16@gmail.com)

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ব্যস্ততার কারণে ব্লগে আসতে পারি না। আগামী সপ্তাহ থেকে আরো নতুন কাজে ব্যস্ত হয়ে পড়বো। তখন ব্লগের কমেন্টস বক্স হয়তো বন্ধ করে দেবো। কারণ কারো কমেন্টস এর উত্তর দেয়া সম্ভব হবে না।
      যাক আপনি একটি ডিভিডিতেতো windows 7,8 দুটো একসাথে এড করতে পারবেন না। কারণ আপনার ডিভিডিতে জায়গা হবে না। আপনাকে পেনড্রাইভ ব্যবহার করতে হবে। পেনড্রাইভে Hiren'sBoot,Windows7,8 এগুলো এড করা খুব সহজ একটি বিষয়। তবে আপনি কোন সফটওয়ার দিয়ে একসাথে Windows7,8 দুটো এড করতে পারবেন না। যেকোন একটি সফটওয়ার দিয়ে এড করবেন আর বাকিটা করতে হবে মেনুয়ালভাবে। এ জন্য আপনি প্রথম যেকোন একটি Multiboot (Yummi, Sardu, সফটওয়ার দিয়ে Windows7 আপনার পেনড্রাইভে এড করুন। টেস্ট করে দেখুন বুট হয় কি না।
      এবার আপনার পেনড্রাইভে Win8 নামে আরেকটি ফোল্ডার খোলুন এবং সেখানে Window8 কপি করুন যেমনটা Windows7 আপনার বর্তমান পেনড্রাইভে হুবহু আছে। এবার ওখানে Multiboot মেনুটা খোঁজে বের করুন আর দেখুন Windows7 এর মেন্যুটা কোথায় আছে। সেটা দেখে হুবহু সেরকম একটি মেন্যু তৈরি করুন Windows8 এর জন্য। পার্থক্য হবে আপনার লোকেশনটা। বাকি কমান্ডগুলো ঠিক থাকবে। লোকেশন বলতে আপনার Win8 ফোল্ডারটি দেখিয়ে দিতে হবে। মেন্যু কিভাবে এডিট করতে হয় তা আমার এই , এই পোষ্টগুলো দেখুন।

      মুছুন
  6. vai, apnar cell number ta dilen na? vai........please apnar cell number kindly den?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সরি ভাই,
      মোবাইলে আসলে এ ব্যাপারে পরামর্শ দেয়া যায় না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাই মন মানসিকতা ঠিক থাকে না। তাছাড়া কোন লিংক দেয়ার দরকার হলেও মোবাইলে সম্ভব হয় না। আপনার খুব বেশি প্রয়োজন হলে একটি পেনড্রাইভ আমাকে পাঠিয়ে দেন কুরিয়ার করে। যা যা দরকার আমি ওখানে দিয়ে দেবো। আমার win8 নাই। তাই পেনড্রাইভ দেয়ার সময় আপনি win8 এর iso টা দিয়ে দেবেন। আর যোগাযোগ করার জন্য আমার ফেসবুক কিংবা প্রোফাইলে ক্লিক করলে মেইল এড্রেস পাবেন। মোবাইল নং প্রয়োজনে ওখানেই দেয়া যাবে। ধন্যবাদ।

      মুছুন
  7. কামরুল ভাই Windows xp এর system repair ডিস্ক কিভাবে তৈরি করতে হয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. WindowsXP তে সেভেনের মত সিস্টেম রিপেয়ার করা যায় না। এক্সপিতে মূল সিডি দিয়ে রিপেয়ার করা হয়। এছাড়া রিপেয়ার মোডের আগে Recovery Console নামে আরেকটি অপশন আছে যা দিয়ে DOS মোডে কাজ করে MBR Fix সহ বেশ কিছু কাজ করা যায়। এছাড়া আপনি সিস্টেম ইমেজ বেকাপের জন্য Start menu>Programs বা All Programs>>Accessories>System Tools>Backup টুলটি ব্যবহার করতে পারেন। এখানে Advanced Mode এ বেশ কিছু উপকারী অপশন আছে। ফ্লপি ব্যবহার করতে পারলে দারুন সুবিধা পেতে পারেন যদিও এখন ফ্লপির ব্যবহার নেই।


      2.On the welcome screen, click Advanced Mode.

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।