Mini XP Live |
Hiren’s Boot CD কি, এটি দিয়ে কি করা যায় বা এর কাজ কি- আশাকরি এই নিয়ে বিস্তারিত
বর্ণনা করার দরকার নেই। কারণ এই সিডি নিয়ে
এর আগে আমরা অনেক পোষ্ট করেছি এবং এখনো করে যাচ্ছি। আমরা জানি এই সিডিতে দুটো পার্ট। একটি হলো Mini XP Live এবং অন্যটি ডস মোডে বিভিন্ন টুলের সমন্বয়। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে এই সিডি থেকে
Mini XP কিভাবে আলাদা করা
যায় বা আলাদা করার কোন পদ্ধতি আছে নাকি। এই সিডি নিয়ে অনলাইনে তেমন কোন টিউটোরিয়াল নেই। কারণ এই সিডি’র বিরুদ্ধে অনেকেই Piracy’র অভিযোগ তোলে থাকে। তাই আমি তেমন কোন সহায্য না পেয়ে নিজেই
শুরু করলাম কাজটা। আজকে এ বিষয়ে লিখবো। এর আগে আমরা Multiboot
CD,DVD, USB কিভাবে এডিট করতে হয়
তা দেখেছি। পোষ্টটি এখানে দেখতে
পারেন।
শুরু থেকেই Hiren’s Boot CD তে যুক্ত করা হয়
অনেক গুরুত্বপূর্ণ টুল। তবে 10.5 এবং এর পরের ভার্সনগুলো আমার কাছে বেশি
ভাল লেগেছে। তাছাড়া 10.5 এবং এর পরে যে ভার্সনগুলো বের হয়েছে তার
মধ্যে গঠনগত কিছু পার্থক্য রয়েছে। তাই আমি 10.5 এবং Latest Version 15.2 দুটো নিয়ে কাজ করবো। OnlyDOS Program কিভাবে আলাদা করা যায় তা নিয়েও অন্য একটি পোষ্টে আমরা আলোচনা করেছি।
যা যা প্রয়োজনঃ
Hiren’s Boot CD 10.5 (267MB), Hiren’s Boot CD 15.2 (594MB) এবং Ultra ISO নামের সফটওয়ারটি। যাদের কাছে Ultra ISO নেই তারা ISOpen, Magic ISO,
PowerISO সহ যেকোন টুল ব্যবহার করতে পারেন। অবশ্যই ISOpen ছাড়া বাকি টুলগুলো প্রফেশনাল।
Hiren’s Boot CD 15.2:
বর্তমান ডেস্কটপ এবং ল্যাপটপ পিসি’র জন্য এই ভার্সনে যুক্ত মিনি এক্সপিটি
বেশি উপযুক্ত। এতে রয়েছে সমৃদ্ধ ড্রাইভার যা ল্যাপটপের
জন্য জরুরী। আমরা প্রথমে এই ভার্সন নিয়ে কাজ করবো।
১। প্রথমে Hiren’s Boot CD 15.2 এর ISO ফাইলটি সংগ্রহ করুন। না থাকলে ডাউনলোড করে নিন। তারপর ISO ফাইলটি 7Zip বা যেকোন আর্কাইভার টুল দিয়ে De-Compress/Extract করে নিন। যারা সিডিতে রাইট করে ফেলেছেন তারা সিডি
থেকে কপি করে নিতে পারেন। সিডি থেকে ISO ফাইল তৈরি করার জন্য Image Burn ব্যবহার করতে পারেন।
২। Extract বা কপি করার পর
HBCD নামের ফোল্ডারটি খুলোন। নিচের Contents গুলো পাবেন।
৩। উপরের ফাইল ফোল্ডারগুলোর মধ্যে XP আর Programs দুটি ফোল্ডার এবং HBCDMenu.exe আর Menu.lst
নামের দুটি ফাইল রেখে বাকি সব Contents ডিলিট করে দিন।
৪। কিছুক্ষণের জন্য Menu.lst ফাইলটি কোথাও কপি করে রাখুন । তারপর Notepad
দিয়ে ফাইলটি খোলে সব Contents
ডিলিট করে নিচের কোডগুলো কপি করে দিন। ফাইলটি Save (Ctrl+s) করুন। অথবা আমার তৈরি ফাইলটা ডাউনলোড করে নিন।
default 0
timeout 20
color NORMAL HIGHLIGHT HELPTEXT HEADING
foreground=FFFFFF
background=000000
title Boot From Hard Drive (If Windows Exist)
rootnoverify (hd0,0)
chainloader (hd0,0)+1
title Mini Windows Xp
find --set-root /HBCD/XP/XP.BIN
chainloader /HBCD/XP/XP.BIN
৫। Ultra ISO রান করুন।
তারপর ফাইলটিকে ডাবল ক্লিক করুন। Yes/No
চায়লে Yes দিন।
৭। এবার HBCD ফোল্ডারটি সিলেক্ট করে ডিলিট করে দিন।
৮। এবার চলে যান আমাদের এডিট করার HBCD ফোল্ডারটি’র নিকট। ঐ ফোল্ডারটি ড্রাগ করে Ultra ISO এর উপরের অংশে ছেড়ে দিন যা কিছুক্ষণ আগে
আমরা ৬ নং স্টেপে করেছি।
৯। এবার File>Save
as... কমান্ডের মাধ্যমে ফাইলটি Save
করুন।
নাম বা কোন সেটিংস পরিবর্তন করার দরকার নেই। শুধু আপনি কোথায় সেভ করবেন তা ব্রাউজ করে দেখিয়ে দিন। আমি ডেস্কটপে করেছি। সেভ করার পর প্রয়োজনে রিনেম করে নিন।
নাম বা কোন সেটিংস পরিবর্তন করার দরকার নেই। শুধু আপনি কোথায় সেভ করবেন তা ব্রাউজ করে দেখিয়ে দিন। আমি ডেস্কটপে করেছি। সেভ করার পর প্রয়োজনে রিনেম করে নিন।
১০। কিছুক্ষণের মধ্যে আপনার ফাইলটি তৈরি হয়ে যাবে। সাইজ হবে 315 MB এর মত।
১১। এবার ফাইলটি সিডিতে রাইট করে নিতে পারেন। রাইট করার আগে Virtual PC তে টেস্ট করে দেখতে
পারেন। দুটি মেন্যু দেখতে পাবেন।
এই মেন্যূটি হচ্ছে আমরা ৪ নং স্টেপে যেটা
করেছি তা। এখানে আমি HDD থেকে বুট করার একটা অপশন রেখেছি। সময় দিয়েছি ২০ সেকেন্ড। এর ফলে ২০ সেকেন্ডের মধ্যে Mini XP সিলেক্ট করে বুট
না করলে HDD থেকে পিসি বুট
হবে। তবে আমি আমার Multi Boot এ HDD থেকে বুট অপশনটা রাখি নি যাতে সরাসরি মিনি এক্সপি চালু হয়ে
যায়।
আপনি ইচ্ছে করলে ৩ নং স্টেপে HBCD>XP ফোল্ডারের ভিতর
Wallpaper.bmp নামে একটি ওয়ালপেপার
রাখতে পারেন। মিনি এক্সপি চালু হওয়ার পর আপনার দেয়া ওয়ালপেপারটি
ডেস্কটপে দেখতে পাবেন।
Hiren’s Boot CD 10.5:
এখানে আমরা উপরের পদ্ধতি প্রয়োগ করবো। তাই উপরের টিউটোরিয়ালটি ভালভাবে বুঝলে
নিচের টিউটোরিয়ালটিও করা যাবে।
১। উপরের টিউটোরিয়ালটি’র মত Hiren’s
Boot CD 10.5.ISO
ফাইলটি Extract করুন। WinTools
ফোল্ডার, Keyboard.bat, menu.lst, Mini98.uha, uharc.exe, Warn.bat, XP, XP.BIN,XP.CA_, XP.DAT এবং
XPLOADER.BIN ফাইলগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিন।
২। কিছুক্ষণের জন্য Menu.lst ফাইলটি কোথাও কপি করে রাখুন । তারপর Notepad
দিয়ে ফাইলটি খোলে সব Contents
ডিলিট করে নিচের কোডগুলো কপি করে দিন। অথবা আমার তৈরি ফাইলটি ডাউনলোড করে নিন।
default 0
timeout 20
color NORMAL HIGHLIGHT HELPTEXT HEADING
foreground=FFFFFF
background=000000
title Boot From Hard Drive (If Windows Exist)
rootnoverify (hd0,0)
chainloader (hd0,0)+1
title Mini Windows Xp
find --set-root /HBCD/XPLOADER.BIN
chainloader /HBCD/XPLOADER.BIN
৩। Ultra ISO রান করুন। Ultra
ISO এ File>Open
(Ctrl+O) কমান্ড দিয়ে আপনার Hiren’s Boot CD 10.5.ISO
ফাইলটি ওপেন করুন। অথবা ড্রাগ করে
Ultra ISO এর উপরের অংশে
ছেড়ে দিন। তারপর ফাইলটিকে ডাবল ক্লিক করুন। Yes/No
চায়লে Yes দিন। (উপরে ৬ নং স্টেপটি’র মত)। এবার HBCD ফোল্ডারটি সিলেক্ট করে ডিলিট করে দিন।
৪। তারপর আপনার কাস্টমাইজড করা HBCD
ফোল্ডারটি ড্রাগ করে এড করে দিন Ultra ISO এর উপরের অংশে।
৫। এবার File>Save
as... কমান্ডের মাধ্যমে ফাইলটি Save
করুন। নাম বা কোন সেটিংস পরিবর্তন করার দরকার
নেই। শুধু আপনি কোথায় সেভ করবেন তা ব্রাউজ করে
দেখিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে। সাইজটা 157MB মত হতে পারে। সেভ করার পর প্রয়োজনে রিনেম করে নিন।
HBCD ফোল্ডারটি এডিট করা থাকলে HBCD Customizer টুলটি দিয়েও Ultra ISO এর কাজগুলো করা যাবে।
HBCD ফোল্ডারটি এডিট করা থাকলে HBCD Customizer টুলটি দিয়েও Ultra ISO এর কাজগুলো করা যাবে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।