সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook instagram Telegram এ পাবেন। কামরুলকক্স: মাত্র কয়েক মিনিটে একটি নতুন হার্ডডিস্কে পার্টিশান তৈরি করুন

মাত্র কয়েক মিনিটে একটি নতুন হার্ডডিস্কে পার্টিশান তৈরি করুন


আপনাকে নতুন একটি হার্ডডিস্ক দেয়া হলো খুব অল্প সময়ে পার্টিশান তৈরি করার জন্য। আপনার কতক্ষণ লাগবে? নিশ্চয় অনেক বেশি। কারণ ওটাকে পার্টিশান করতে হলে নতুনভাবে OS (Operating System)/উইন্ডোজ দিতে হবে। তারপর পার্টিশান করার স্টেপ এলে পার্টিশানি করবনে। তাই না? এটি হলো পুরাতন পদ্ধতি। খুব অল্প সময়ে হার্ডডিস্ক পার্টিশান করার জন্য প্রয়োজন হবে যেকোন Third Party Partition টুল। আমি আজকে সে রকম একটি টুল নিয়ে পার্টিশান তৈরি করা দেখাবো যেটাত খুব অল্প সময়ে সম্পূর্ন নতুন একটি হার্ডডিস্ক পার্টিশান করা যাবে। আর টুলটির নাম হলো Partition Wizard Home Edittion। এটি একটি ফ্রি টুল যা দিয়ে হার্ডডিস্কের অসংখ্য কাজ করা যায়।

ডাউনলোড এবং সিডি বুট করুনঃ

প্রথমে Partition Wizard Mini Tool ডাউনলোড করে রান করুন কিভাবে ডাউনলোড আর বুটেবল সিডি রান করতে হয় তার জন্য আমার Partition Wizard Download & Run পোস্টটি দেখতে পারেন এর পর নিচের টিউটোরিয়াল অনুসরণ করুন

আমার টিউটোরিয়ালে আমি হিরেনস বুট সিডির ১৫.১ ভার্সন ব্যবহার করেছি।

১ম ড্রাইভ (Primary Drive) তৈরিঃ
নতুন ড্রাইভ তৈরি করার জন্য আপনাকে Create অপশনটি ব্যবহার করতে হবে। এ অপশনটি উপরে টুলবারে, রাইট ক্লিক মেন্যূতে এবং বামে মেন্যূ অপশনেও আছে। যে কোন একটি থেকে আপনাকে Create অপশনটি ব্যবহার করতে পারেন। আমরা তিনটাই দেখবো এখানে।

১। Partition Wizard Home Edition রান করার পর নিচের মত হোম পেজ আসবে। এখানে আপনার পিসিতে কয়টা হার্ডডিস্ক আছে তার সাইজ কত, ড্রাইভ তৈরি করা থাকলে ড্রাইভ সহ বিস্তারিত বর্ণনা থাকবে।

উপরের চিত্রে দেখাচ্ছে- আমাদের একটাই হার্ডডিস্ক, Disk 1 এবং কোন ড্রাইভ নেই। পুরো হার্ডডিস্কের সাইজ 39.58 GB দেখাচ্ছে।

২। হার্ডডিস্কের সাইজের উপর ক্লিক করুন। ওটা সিলেক্ট হবে। তারপর উপরে টুলবাবে Create অপশনটিতে ক্লিক করুন।

৩। Create অপশনটিতে ক্লিক করার পর নিচের মত চিত্র আসবে। ছবিটি দেখুন আর নিচের বর্ণনা পড়ুন।

[১. এটি হলো Partition Label। এখানে যে নাম দেয়া হবে সেটা ড্রাইভের নাম হিসেবে শো করবে। তাই নিজের পছন্দমত নাম দিতে পারেন এখানে। আমি Windows দিয়েছি কারণ এটি আমার অপারেটিং সিস্টে ড্রাইভ।

২. আপনার পার্টিশানটি কোন টাইপের হবে তা সিলেক্ট করে দিতে হবে এখানে। আমি Primary সিলেক্ট করেছি। 

৩। এটি হলো File system। আপনি কোন ধরনের File system ড্রাইভটিতে ব্যবহার করবেন এখানে তা সিলেক্ট করে দিতে হবে। আমি NTFS দিলাম।

৪। এখানে ড্রাইভ লেটার হবে। তবে এখানে আপনাকে কিছু করতে হবে না। বরং এটি অটোমেটিক হয়ে যাবে। তাই এখানে কিছু না করে এড়িয়ে যান।

৫। আপনি ড্রাইভটিকে কত সাইজ দিবেন তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমার গোলাকৃত সিলেক্টেড চিহ্নটি ডানে -বামে ড্রাগ করে ড্রাইভের সাইজ কমানো -বাড়ানো যাবে। তাছাড়া সাইজটাও আপনি ঘরের ভিতর দেখতে পাবেন GB তে। সুতরাং আপনি ভিতরে GB তে সাইজ দেখে ড্রাগ করে পছন্দমত ড্রাইভের সাইজ ঠিক করে নিতে পারেন।

৬। উপরের ৫ নং অপশনটিতে ড্রাইভের সাইজ ঠিক না করতে চায়লে এটির মাধ্যমেও করতে পারেন। ৫,৬ দুইটি অপশনই ড্রাইভের সাইজ ঠিক করার জন্য। ৬ নং এ আপনি কী-বোর্ড থেকে সাইজ লিখে দিতে পারেন। তাছাড়া সামান্য কমানো-বাড়ানোর জন্য উপরে-নিচে বাটনগুলো ব্যবহার করতে পারেন।

১ থেকে ৬ নং পর্যন্ত কাজগুলো করার পর আবার একটু চেক করে দেখুন সব ঠিক আছে কিনা। তারপর OK দিন।]

৪। উপরের ৩ নং স্টেপ শেষ করার পর নিচের মত চিত্র আসবে যেখানে আপনার তৈরি করা ড্রাইভটি দেখাচ্ছে সাথে হার্ডডিস্কের বাকি সাইজটাও দেখাচ্ছে।

উপরের চিত্রে আরো লক্ষ করে দেখুন-উপরের টুলবারে একদম বামপাশেApply বাটনটা হাইলাইট করা আছে। এর মানে আমাদের কাজ Pending আছে। আপনি কোন কাজ করার পর যতক্ষণ Apply না দিবেন ততক্ষণ কাজটি কার্যকর হবে না। ওখানে Undo/Discard এর মাধ্যমে তা বাতিলও করতে পারেন। কিন্তু আমরা যেহেতু আমাদের কাজটি করেছি তাই এখানে Apply দেবো যাতে আমাদের করা কাজটি Pending না থাকে।

৫। Apply দেয়ার পর সতর্ক মেসেজ আসবে যেন কাজ চলাবস্থায় আপনার পিসি বন্ধ না হয়। Yes দিন।

নিচের মত Processing শুরু হবে। প্রসেসিং শেষ  না  হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

কাজ শেষ হলে Successful মেসেজ আসবে। OK দিন।

আমাদের প্রথম ড্রাইভ Primary Partition তৈরি করা শেষ। নিচে দেখুন আমাদের Windows নামের C ড্রাইভটি তৈরি হয়েগেছে। আর উপরের টুলবারে দেখুন Apply বাটনটা আর হাইলাইট/এনাবল করা নেই।

এভাবে আপনি যতটা Primary Partition তৈরি করবেন প্রতিবারই ৩,৪,৫ নং নিয়ম অনুসরণ করুন এবং Apply দিয়ে Pending কাজগুলো শেষ করুন।


২য় ড্রাইভ (Logical Drive) তৈরি করাঃ
আমরা এবার Logical Drive তৈরি করবো। যে ড্রাইভে কোন Operating System ইনস্টল করা যাবে না সেটি হল Logical Drive। একটা হার্ডডিস্কের আপনি যখন চারটির বেশি ড্রাইভ তৈরি করবেন তখন আপনাকে অবশ্যই Logical Drive তৈরি করতে হবে।  Primary Drive আর Logical Drive দুটোই আমরা পছন্দমত ব্যবহার করতে পারি, যেকোন ডাটা রাখতে পারি। তবে ড্রাইভের সংখ্যা বাড়াতে চায়লে অবশ্যই Logical Drive তৈরি করতে হবে। এখন আমরা আরো কয়েকটা ড্রাইভ তৈরি করবো উপরের নিয়মে।


১। প্রথম ড্রাইভ তৈরি করার পর আমাদের বাকি ড্রাইভ তৈরি করার জন্য সাইজ দেখাচ্ছে। ওটা সিলেক্ট করে নিন।

তারপর ওটার উপর রাইট ক্লিক করে Create অপশনটিতে ক্লিক করুন। [আমরা এখানে ২য় Create অপশনটি ব্যবহার করছি। আপনি যেকোন একটি ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নেই।]


২। Create অপশনটিতে ক্লিক করার পর নিচের মত চিত্র আসবে। প্রথম ড্রাইভটি তৈরি করার সময় আমরা ৩ নং অপশনে যা করেছিলাম এখানে ঠিক সেই ভাবে আপনার ড্রাইভটি তৈরি করতে হবে।

এখানে আমি Partition Label= Media, Partition Type= Logical, File System= NTFS, Drive Size= 10 GB দিয়েছি। আমি যেহেতু C ছাড়া বাকি ড্রাইভগুলো Logical Drive করবো তাই Partition Type= Logical দিয়েছি। তারপর OK দিন। নিচের চিত্রের মত আসবে।
 
Logical Drive তৈরি করার সময় প্রতিবার Apply না দিলেও হবে। যেমন আমি এখানে Apply করি নি। বাকি ড্রাইভগুলো তৈরি করার পর সবগুলোর জন্য একসাথে Apply দেবো। এটি আমাদের D ড্রাইভ।



৩য় ড্রাইভ (Logical Drive) তৈরি করাঃ
এবার আমাদের শেষ ড্রাইভ E তৈরি করবো। এই ড্রাইভটিও আমি Logical Drive করবো।

১। দ্বিতীয় ড্রাইভ তৈরি করার পর আমাদের বাকি ড্রাইভ তৈরি করার জন্য সাইজ দেখাচ্ছে। ওটা সিলেক্ট করে নিন। তারপর বামপাশের মেন্যূতে Create Partition নামের অপশনটিতে ক্লিক করুন।
[আমরা এখানে ৩য় Create অপশনটি ব্যবহার করছি। আপনি যেকোন একটি ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নেই।]


২। Create Partition অপশনটিতে ক্লিক করার পর নিচের মত চিত্র আসবে। প্রথম, দ্বিতীয় ড্রাইভটি তৈরি করার সময় আমরা ৩ নং অপশনে যা করেছিলাম এখানে ঠিক সেই ভাবে আপনার ড্রাইভটি তৈরি করতে হবে।
এখানে আমি Partition Label= Software, Partition Type= Logical, File System= NTFS, Drive Size= 9.96 GB দিয়েছি। আমি যেহেতু C ছাড়া বাকি ড্রাইভগুলো Logical Drive করবো তাই Partition Type= Logical দিয়েছি। তারপর OK দিন। নিচের চিত্রের মত আসবে।


উপরের চিত্রে আরো দেখুন-বামপাশের মেন্যূতে নিচের দিকে 3 Operations Pending রয়েছে। আমাদের যে কাজগুলো এখনো Pending রয়েছে তা সেখানে দেখতে পাবো।

ফাইনালঃ
ফাইনাল কাজ হলো আমাদের Pending কাজগুলো সম্পন্ন করা। যতক্ষণ কাজ Pending থাকবে ততক্ষণ উপরের টুলবারে একদম বামপাশেApply বাটনটা হাইলাইট করা থাকবে।  Apply বাটনে ক্লিক করুন।
  
আগের মত Yes/No আসবে Yes দেবেন, প্রসেসিং শুরু হবে। প্রসেসিং শেষ  না  হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কাজ শেষ হলে Successful মেসেজ আসবে। OK দিন।

এখন আমাদের সবকটি ড্রাইভ তৈরি হয়েগেছে এবং উপরের টুলবারে দেখুন Apply বাটনটা আর হাইলাইট/এনাবল করা নেই।

পিসি রিস্টার্ট দিন। পরবর্তী রিস্টার্টে আপনার ড্রাইভগুলো কাজের উপযু্ক্ত হবে। এখন আপনি Operating System ইনস্টল করার সময় বা উইন্ডোজ দেয়ার সময় আপনার C ড্রাইভ ফরমেট না করলেও চলবে। কারণ আমরা যে কাজগুলো উপরে করেছি তাতে ড্রাইভ তৈরির পাশাপাশি ফরমেটের কাজটিও হয়ে গেছে। অর্থাৎ যতগুলো ড্রাইভ আপনি তৈরি করেছেন সবগুলো ফরমেটও হয়েগেছে। সুতরাং নতুনভাবে ড্রাইভগুলো Format করার প্রয়োজন নেই।


লক্ষনীয়ঃ
১। আমরা প্রথম ড্রাইভটি তৈরির পর একবার Apply বাটন ব্যবহার করেছি এবং পরের দুটো ড্রাইভ তৈরির পর আরেকবার Apply বাটন ব্যবহার করেছি। আমি প্রাকটিক্যাললি যেটা দেখেছি সেটা হলো -প্রতিটি Primary ড্রাইভ তৈরির পর Apply বাটন ব্যবহার না করলে কাজ সম্পন্ন হতে সময় নেই বেশি। তবে Logical Drive যতটাই তৈরি করেন তার জন্য একবার Apply বাটন ব্যবহার করলে তেমন সময় লাগে না। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেবো প্রতিটি Primary ড্রাইভ তৈরির পর Apply বাটন ব্যবহার করেন।

২। আমি তিনটি ড্রাইভ তৈরিতে তিনভাবে Create বাটনটি ব্যবহার করেছি। মূলত তিনটার কাজই একই। আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন। আমি শুধু মাত্র আপনাদেরকে দেখানোর জন্যই কাজটি করেছি। 




২টি মন্তব্য:

  1. হিরেন বুট সিডিতে কিভাবে আমি আমার পছন্দ মত প্রোগ্রাম এড করব, এই যেমন এই সফটওয়্যার টি হিরেন বুট সিডি ১৫.২ তে নেই। আমি কিভাবে এটিকে এড করে নেব।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কি সফটওয়ার এড করবেন আপনি? সেটা কি মিনি এক্সপিতে নাকি ডসমোডে?

      মুছুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।